‘ধোঁয়া, ধোঁয়া, ধোঁয়া’! অভিনেত্রী থেকে নেত্রী হয়েছেন তিনি। হুগলির তৃণমূল প্রার্থী হিসাবে প্রচারে নেমে চারদিকে নাকি ‘শুধু ধোঁয়াই ধোঁয়া’ দেখতে পেয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়। প্রচারে বেরিয়ে বলছেন, ‘‘মেয়েরা চাইলে সব করতে পারে। ‘দিদি নম্বর ওয়ান’ও চলবে, রাজনীতিও হবে। সব কিছু হবে।’’ অনেক কিছু ‘হওয়া’র আগে অবশ্য তিনি ভাইরাল হয়ে গেলেন!
প্রচারের চতুর্থ দিন। তার পরেই ফেসবুক থেকে শুরু করে ইনস্টাগ্রাম— চতুর্দিকে ‘শুধুই ধোঁয়া’। ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সর্বত্র। অভিনেত্রী-নেত্রী রচনাকে হুগলির বন্ধ কারখানা প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন, ‘‘আমি যখন এলাম তখন তো দেখলাম অনেক কারখানা হয়েছে। চিমনি থেকে শুধু ধোঁয়াই ধোঁয়া। অন্ধকার রাস্তাঘাট। শুধু ধোঁয়াই বেরোচ্ছে। এত কারখানা হয়েছে। তা হলে কী করে বলছেন যে, কারখানা হয়নি। কারখানা তো হচ্ছে।’’ আরও কারখানা হবে এমন প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। এই মন্তব্যের পরেই সমাজমাধ্যমে তাঁর ‘মিম’ ছড়িয়ে পড়ে। কটাক্ষ ধেয়ে আসে তাঁর ‘ধোঁয়া ধোঁয়া’ মন্তব্য ঘিরে।