প্রায় এক বছরের প্রেমের সম্পর্ক। তার পর বিয়ে। বিয়ের ১৮ বছর পর সেই সম্পর্কে যবনিকা পতন। দক্ষিণী তারকা ধনুষ এবং তাঁর স্ত্রী, অর্থাৎ দক্ষিণের অভিনেতা রজনীকান্তের কন্যা ঐশ্বর্যা তাঁদের বিবাহবিচ্ছেদের ঘোষণা করেছিলেন দু’বছর আগে। শেষমেশ বিবাহবিচ্ছেদের মামলা নথিভুক্ত করে সম্পর্ক শেষের কথায় সিলমোহর দিলেন দু’জনে।
২০২২ সালের জানুয়ারি মাসে সমাজমাধ্যমে একটি যৌথ বিবৃতি দিয়ে ধনুষ এবং ঐশ্বর্যা তাঁদের বিবাহবিচ্ছেদের ঘোষণা করেছিলেন। ওই বিবৃতিতে লেখা ছিল, ‘‘১৮ বছর একসঙ্গে থাকা। বন্ধু, দম্পতি এবং অভিভাবক হিসাবে। একে অপরের শুভাকাঙ্ক্ষী হিসাবে। এই যাত্রা কেবলই একে অপরকে সঙ্গ দেওয়ার, বোঝার এবং একসঙ্গে বেড়ে ওঠার। এই সময় জুড়ে একে অপরের জন্য নিজেদের মধ্যে ছোট ছোট বদল ঘটাতে হয়েছে। আজ এই মুহূর্তে আমরা এমন জায়গায় দাঁড়িয়ে রয়েছি, যেখানে আমাদের পথ আলাদা হয়ে গিয়েছে। সিদ্ধান্ত নিয়েছি, দম্পতি হিসাবে আমরা আলাদা পথে হাঁটব। স্বতন্ত্র ভাবে নিজেদের চেনার সময় নেব। অনুরোধ করছি, আমাদের এই সিদ্ধান্তকে সম্মান দিয়ে ব্যক্তিগত পরিসরে থাকতে দেবেন।’’