এক গ্লাসের ক্ষমতা ৯৮০০ লক্ষ কোটি লিটার পেট্রলের সমান! কী ভাবে তৈরি হয় পদার্থের চতুর্থ অবস্থা?
বিজ্ঞানীদের মতে, এক গ্লাস নিখাদ প্লাজ়মার মধ্যে যে পরিমাণ শক্তি থাকে, তা ৯৮ কোয়াড্রিলিয়ন লিটার বা ৯৮০০ লক্ষ কোটি লিটার পেট্রলের সমান।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২৪ ০৯:৩৮
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৬
তরল, গ্যাসীয় বা কঠিন অবস্থা নয়, পদার্থের চতুর্থ একটি অবস্থা রয়েছে, যা প্লাজ়মা নামে পরিচিত। পদার্থের অন্য তিন অবস্থার চেয়ে প্লাজ়মা থেকে যে শক্তি পাওয়া যায় তার পরিমাণ প্রচুর।
০২১৬
বিজ্ঞানীদের মতে, এক গ্লাস নিখাদ প্লাজ়মার মধ্যে যে পরিমাণ শক্তি থাকে তা ৯৮ কোয়াড্রিলিয়ন লিটার বা ৯৮০০ লক্ষ কোটি লিটার পেট্রলের সমান। তবে এই পরিমাণ নিখাদ প্লাজ়মা তৈরি করা অত্যন্ত কঠিন এবং জটিল প্রক্রিয়া।
০৩১৬
গবেষকদের দাবি, এক গ্লাস প্লাজ়মার শক্তি খরচ করে সম্পূর্ণ সৌরজগৎ এক বার প্রদক্ষিণ করে নেওয়া যায়।
০৪১৬
এমনকি একটি গ্লাসে যে পরিমাণ প্লাজ়মা ভরে রাখা যায় তা খরচ করে ১৪৩ কোয়ান্টালিয়ন ওয়াটের বাল্ব টানা এক বছর ধরে জ্বালিয়ে রাখা যায়।
০৫১৬
পদার্থের চতুর্থ অবস্থা তৈরি করা যায় কী ভাবে? গ্যাসীয় কোনও পদার্থকে অতিরিক্ত তাপমাত্রায় রাখলে পরমাণু থেকে ইলেকট্রন আলাদা হয়ে যায়।
০৬১৬
ইলেকট্রন আলাদা হয়ে যাওয়ার পর উত্তপ্ত গ্যাসীয় অণু-পরমাণুর মধ্যে যা অবশিষ্ট থাকে সেটাই পদার্থের চতুর্থ অবস্থা।
০৭১৬
সূর্যের ছ’লক্ষ কিলোমিটার ভিতরে প্লাজ়মা অবস্থার অস্তিত্ব রয়েছে বলে জানা যায়। সেখানকার তাপমাত্রা দেড় কোটি ডিগ্রি সেলসিয়াস হওয়ায় সহজেই তৈরি হয় প্লাজ়মা।
০৮১৬
সূর্যের ভিতর পরমাণুগুলির একে অপরের সঙ্গে ধাক্কা লেগে নিউক্লিয়ার ফিউশন বা পারমাণবিক সংযোজন ঘটায়। এই প্রক্রিয়ার মাধ্যমে তার ভিতরে প্লাজ়মা তৈরি হয়।
০৯১৬
উত্তর এবং দক্ষিণ মেরুতে রাতের বেলায় আকাশের দিকে তাকালে যে অরোরা বা জ্যোতি দেখা যায়, তা আসলে পদার্থের প্লাজ়মা অবস্থা।
১০১৬
বিদ্যুৎ চমকানোর সময় আলোর ঝলকানি হোক বা রাতের আকাশের নক্ষত্র— সবই আসলে পদার্থের চতুর্থ অবস্থা প্লাজ়মা।
১১১৬
শক্তিশালী তড়িৎচুম্বকীয় ক্ষেত্রে সাধারণ গ্যাসকে অধিক তাপমাত্রায় উত্তপ্ত করে কৃত্রিম ভাবে প্লাজ়মা উৎপন্ন করা হয়।
১২১৬
কৃত্রিম প্লাজ়মার ব্যবহার আধুনিক যুগে বহুল। টেলিভিশন স্ক্রিনে প্লাজ়মা ডিসপ্লে তৈরির ক্ষেত্রে কৃত্রিম প্লাজ়মা ব্যবহার করা হয়।