Advertisement
২২ জানুয়ারি ২০২৫
Plasma

এক গ্লাসের ক্ষমতা ৯৮০০ লক্ষ কোটি লিটার পেট্রলের সমান! কী ভাবে তৈরি হয় পদার্থের চতুর্থ অবস্থা?

বিজ্ঞানীদের মতে, এক গ্লাস নিখাদ প্লাজ়মার মধ্যে যে পরিমাণ শক্তি থাকে, তা ৯৮ কোয়াড্রিলিয়ন লিটার বা ৯৮০০ লক্ষ কোটি লিটার পেট্রলের সমান।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২৪ ০৯:৩৮
Share: Save:
০১ ১৬
Know about the fourth state of matter of plasma

তরল, গ্যাসীয় বা কঠিন অবস্থা নয়, পদার্থের চতুর্থ একটি অবস্থা রয়েছে, যা প্লাজ়মা নামে পরিচিত। পদার্থের অন্য তিন অবস্থার চেয়ে প্লাজ়মা থেকে যে শক্তি পাওয়া যায় তার পরিমাণ প্রচুর।

০২ ১৬
Know about the fourth state of matter of plasma

বিজ্ঞানীদের মতে, এক গ্লাস নিখাদ প্লাজ়মার মধ্যে যে পরিমাণ শক্তি থাকে তা ৯৮ কোয়াড্রিলিয়ন লিটার বা ৯৮০০ লক্ষ কোটি লিটার পেট্রলের সমান। তবে এই পরিমাণ নিখাদ প্লাজ়মা তৈরি করা অত্যন্ত কঠিন এবং জটিল প্রক্রিয়া।

০৩ ১৬
Know about the fourth state of matter of plasma

গবেষকদের দাবি, এক গ্লাস প্লাজ়মার শক্তি খরচ করে সম্পূর্ণ সৌরজগৎ এক বার প্রদক্ষিণ করে নেওয়া যায়।

০৪ ১৬
Know about the fourth state of matter of plasma

এমনকি একটি গ্লাসে যে পরিমাণ প্লাজ়মা ভরে রাখা যায় তা খরচ করে ১৪৩ কোয়ান্টালিয়ন ওয়াটের বাল্‌ব টানা এক বছর ধরে জ্বালিয়ে রাখা যায়।

০৫ ১৬
Know about the fourth state of matter of plasma

পদার্থের চতুর্থ অবস্থা তৈরি করা যায় কী ভাবে? গ্যাসীয় কোনও পদার্থকে অতিরিক্ত তাপমাত্রায় রাখলে পরমাণু থেকে ইলেকট্রন আলাদা হয়ে যায়।

০৬ ১৬
Know about the fourth state of matter of plasma

ইলেকট্রন আলাদা হয়ে যাওয়ার পর উত্তপ্ত গ্যাসীয় অণু-পরমাণুর মধ্যে যা অবশিষ্ট থাকে সেটাই পদার্থের চতুর্থ অবস্থা।

০৭ ১৬
Know about the fourth state of matter of plasma

সূর্যের ছ’লক্ষ কিলোমিটার ভিতরে প্লাজ়মা অবস্থার অস্তিত্ব রয়েছে বলে জানা যায়। সেখানকার তাপমাত্রা দেড় কোটি ডিগ্রি সেলসিয়াস হওয়ায় সহজেই তৈরি হয় প্লাজ়মা।

০৮ ১৬
Know about the fourth state of matter of plasma

সূর্যের ভিতর পরমাণুগুলির একে অপরের সঙ্গে ধাক্কা লেগে নিউক্লিয়ার ফিউশন বা পারমাণবিক সংযোজন ঘটায়। এই প্রক্রিয়ার মাধ্যমে তার ভিতরে প্লাজ়মা তৈরি হয়।

০৯ ১৬
Know about the fourth state of matter of plasma

উত্তর এবং দক্ষিণ মেরুতে রাতের বেলায় আকাশের দিকে তাকালে যে অরোরা বা জ্যোতি দেখা যায়, তা আসলে পদার্থের প্লাজ়মা অবস্থা।

১০ ১৬
Know about the fourth state of matter of plasma

বিদ্যুৎ চমকানোর সময় আলোর ঝলকানি হোক বা রাতের আকাশের নক্ষত্র— সবই আসলে পদার্থের চতুর্থ অবস্থা প্লাজ়মা।

১১ ১৬
Know about the fourth state of matter of plasma

শক্তিশালী তড়িৎচুম্বকীয় ক্ষেত্রে সাধারণ গ্যাসকে অধিক তাপমাত্রায় উত্তপ্ত করে কৃত্রিম ভাবে প্লাজ়মা উৎপন্ন করা হয়।

১২ ১৬
Know about the fourth state of matter of plasma

কৃত্রিম প্লাজ়মার ব্যবহার আধুনিক যুগে বহুল। টেলিভিশন স্ক্রিনে প্লাজ়মা ডিসপ্লে তৈরির ক্ষেত্রে কৃত্রিম প্লাজ়মা ব্যবহার করা হয়।

১৩ ১৬
Know about the fourth state of matter of plasma

ফ্লুরোসেন্ট বাতি, আয়ন ইঞ্জিন, লেজ়ার প্রোডিউসড প্লাজ়মা (এলপিপি) তৈরিতে ব্যবহৃত হয় কৃত্রিম প্লাজ়মা।

১৪ ১৬
Know about the fourth state of matter of plasma

পৃথিবীর উপরিভাগে যে আয়নোস্ফিয়ার রয়েছে সেখানে প্লাজ়মার উপস্থিতি রয়েছে। ম্যাগনেটোস্ফিয়ারেও রয়েছে প্লাজ়মা।

১৫ ১৬
Know about the fourth state of matter of plasma

গবেষণা এবং প্রযুক্তির কাজেও কৃত্রিম প্লাজ়মা ব্যবহার করা হয়। এরোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয় কৃত্রিম প্লাজ়মা।

১৬ ১৬
Know about the fourth state of matter of plasma

ধাতুর কঠিন পাত কাটার কাজে, প্লাজ়মা স্প্রে করে নতুন আবরণ তৈরিতে, মাইক্রোইলেকট্রনিক্সের কাজেও কৃত্রিম প্লাজ়মার ব্যবহার করা হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy