এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি দিয়ে কিয়ারার যাত্রাশুরু। তার পর কবীর খান তাঁকে এনে দেয় খ্যাতি। সেই সঙ্গে ওটিটি প্ল্যাটর্মে কিয়ারার ‘লাস্ট স্টোরিজ়’ প্রশংসা কুড়োয় সমালোচকদেরও। কিন্তু সব পর্দা যেন খান খান করেন কিয়ারা নিজের বিয়ের আসরে। বহু দিনের বন্ধু সিদ্ধার্থের বাহুডোরে আবদ্ধ হন এ বছরের ৭ ফেব্রুয়ারি। সেই শাহি বিয়ের ইনস্টা পোস্ট বছরভর গিলেছে সমাজমাধ্যমের দুনিয়া। বছর শেষ হওয়ার আগে ১ কোটি ৬০ লক্ষেরও বেশি ‘লাইক’ পড়েছে তাতে। সব মিলিয়ে কিয়ারা আডবাণীই এ বছরের সবচেয়ে বেশি ‘সার্চড’ হওয়া ব্যক্তিত্ব।
প্রথম স্থানটি বলিউডের দখলে গেলেও দ্বিতীয় স্থানে ক্রিকেট। তার উপর এ বছর ভারতেই হয়ে গেল বিশ্বকাপ। ভারতীয়রা যে কতটা ক্রিকেট পাগল, তা জানতে আর যা-ই হোক, গুগল ঘাঁটতে হয় না। আবার হয়ও। ভারতীয় দলের এক নবীন তারকাকে জানার বহর এমনই যে, গুগলের পর্যন্ত চোয়াল ব্যথা হওয়ার জোগাড়। বলুন তো, তিনি কে? উত্তর দেওয়ার জন্য কোনও পুরস্কার নেই। তিনি শুভমান গিল।
ব্যাট হাতে যেমন দাপট, চেহারাও তেমনই সুদর্শন। জনপ্রিয়তা তাঁকে খুঁজবে না তো কাকে খুঁজবে! গিল যেন ব্যাট ধরলেই শতরান। টি-টোয়েন্টি হোক বা একদিনের আন্তর্জাতিক— রানের ছররা ছুটছে সব দিকেই। ক্রিকেট কিংবদন্তি ব্রায়ান লারা তাঁকে বলেছেন, ‘নব প্রজন্মের সবচেয়ে প্রতিভাধর ব্যাটার’। জীবনের শুরুতেই লারার প্রশংসা পাওয়া চাট্টিখানি কথা নয়। এ দিকে সুদর্শন ব্যাটারের মহিলা ভক্তের সংখ্যাও যেন তাঁর স্ট্রাইক রেটের সঙ্গেই পাল্লা দেয়। বছর শেষেও সেই লড়াই জারি।
কিয়ারা-সিডের বিয়ের পাশাপাশি সিদ্ধার্থ নিজেও ব্যাপক জনপ্রিয় মহিলামহলে। ‘শেরশাহ’ ছবিতে তিনি মন জিতে নিয়েছেন সকলের। ক্যাপ্টেন বিক্রম বাত্রার চরিত্রে প্রাণ ঢেলে অভিনয় করেছেন সিদ্ধার্থ। জিতে নিয়েছেন কতই না পুরস্কার। বছরভর সিদ্ধার্থের সুলুকসন্ধান করেছেন কোটি কোটি মানুষ। বার বার গুগল করা হয়েছে তাঁরই খবর নিতে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy