এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৯
২০১৮ সালে মুক্তি পাওয়া ‘কেজিএফ-১’-এর সাফল্যের পর এই সিনেমার দ্বিতীয় পর্বের মুক্তির অপেক্ষায় দিন গুনছিলেন দর্শকেরা।
০২১৯
অবশেষে দীর্ঘ অপেক্ষার পর ২০২২ সালের ১৪ এপ্রিল ‘কেজিএফ-২’ মুক্তি পায়।
০৩১৯
১০০ কোটি টাকা বাজেটের ছবিটি এক মাসের মাথায় বক্স অফিস থেকে প্রায় ১২০০ কোটি টাকা অর্জন করে ফেলেছে।
০৪১৯
বক্স অফিস কাঁপিয়ে এখনও ‘কেজিএফ-২’ রমরমিয়ে ব্যবসা করে চলেছে সিনেমা হলগুলিতে। ইতিমধ্যে এই বছরের অন্যতম সফল ছবি হিসাবে পরিচিতিও পেয়েছে।
০৫১৯
‘কেজিএফ-২’ বক্স অফিস থেকে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করেছে ঠিকই, কিন্তু এই ছবিকে সাফল্যের শিখরে পৌঁছে দেওয়ার পিছনে মুখ্য চরিত্র যশের যথেষ্ট অবদান রয়েছে।
০৬১৯
‘রকি ভাই’-এর ভূমিকায় অভিনয় করার জন্য যশ ২৫ থেকে ২৭ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন।
০৭১৯
ফলে স্বাভাবিকভাবেই যশের সঞ্চিত অর্থের পরিমাণও বেড়েছে। বর্তমানে তিনি ৫৩ কোটি টাকার সম্পত্তির মালিক।
০৮১৯
সূত্রের খবর, সম্প্রতি কয়েকটি দামি গাড়ি কিনেছেন যশ। বেঙ্গালুরু শহরের বুকে একটি বিলাসবহুল ডুপ্লে বাড়িও কিনেছেন।
০৯১৯
জানা যায়, এই বাড়ির মূল্য ৬ কোটি টাকা। যশ এবং তাঁর স্ত্রী দুই সন্তান-সহ ওই বাড়িতেই থাকেন।
১০১৯
এ ছাড়াও অডি, বিএমডব্লিউ-র মতো নানা দামি গাড়ি রয়েছে তাঁর।
১১১৯
এর মধ্যে রয়েছে ৮০ লক্ষ টাকা মূল্যের অডি কিউ৭, ৭০ লক্ষ টাকা মূল্যের বিএমডব্লিউ ৫২০ডি এবং ৪০ লক্ষ টাকা মূল্যের পজেরো স্পোর্টস।
১২১৯
তিনি ৮৫ লক্ষ টাকা দিয়ে মার্সিডিজ বেঞ্জ জিএলএস এবং ৬০ থেকে ৮০ লক্ষ টাকা মূল্যের একটি রেঞ্জ রোভারও কিনেছেন।
১৩১৯
অভিনেতা যশের মস্তিষ্ক প্রসূত ‘ভিলেন’ নামের একটি ব্র্যান্ডও রয়েছে। নানা রকমের সুগন্ধি, মানিব্যাগ, গলার চেইন, হাতে পরার ব্রেসলেট, সানগ্লাস, জামা-কাপড় সব কিছুই পাওয়া যায়, যা শুধুমাত্র পুরুষদের ব্যবহারের উপযোগী।
১৪১৯
‘কেজিএফ-১’-এর সাফল্যের পর বিজ্ঞাপন মহলে যশের চাহিদা ক্রমশ বাড়ছিল। তবে দ্বিতীয় পর্বের পর তাঁর চাহিদা আরও বৃদ্ধি পেয়েছে।
১৫১৯
বর্তমানে বিজ্ঞাপন পিছু ৬০ লক্ষ টাকা থেকে প্রায় ১ কোটি টাকা ধার্য করেন যশ।
১৬১৯
সূত্রের খবর, ‘কেজিএফ-২’ মুক্তি পাওয়ার আগে যশ পারিশ্রমিক হিসাবে চার থেকে ছয় কোটি টাকা দাবি করতেন।
১৭১৯
কিন্তু সম্প্রতি ‘কেজিএফ-২’-এ অভিনয় করার পর তিনি যা পারিশ্রমিক পেয়েছেন, এর পরে যে তাঁর পারিশ্রমিক বিপুল পরিমাণে বৃদ্ধি পাবে, এ বিষয়ে সন্দেহের অবকাশ নেই।
১৮১৯
‘কেজিএফ ২’ যখন হাজার কোটির ক্লাবে প্রবেশের অপেক্ষা করছে, ঠিক তখনই যশ ভাবছেন ‘কেজিএফ: চ্যাপ্টার ৩’ নিয়ে।
১৯১৯
এক নিউজ পোর্টালকে দেওয়া সাক্ষাৎকারে কন্নড় অভিনেতা জানান, পরিচালক প্রশান্ত নীল আর তিনি ইতিমধ্যেই পরের পর্বের কিছু দৃশ্য নিয়ে ভাবনা-চিন্তা করেছেন, নিজেদের মধ্যে আলোচনাও করেছেন।