Key Candidates and their constituencies in lok sabha Polls according to Anandabazar Online dgtl
Lok Sabha Election Results 2024
মোদী থেকে মৈত্র! গণনার দিন যে ৪৯ জন প্রার্থী আনন্দবাজার অনলাইনের নজরবন্দি
কারা জয়ী হতে চলেছেন, কারা গত বারের জেতা আসন হারাতে চলেছেন, কারা প্রথম বার সংসদে পা রাখতে চলেছেন, স্পষ্ট হয়ে যাবে আর কয়েক ঘণ্টায়।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতাশেষ আপডেট: ০৩ জুন ২০২৪ ১১:৪২
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১৫০
মঙ্গলবার, ৪ জুন লোকসভা ভোটের ফলঘোষণা। দেশে লোকসভা আসনের সংখ্যা ৫৪৩। কারা জয়ী হতে চলেছেন, কারা গত বারের জেতা আসন হারাতে চলেছেন, কারা প্রথম বার সংসদে পা রাখতে চলেছেন, স্পষ্ট হয়ে যাবে আর কয়েক ঘণ্টায়। তবে তাঁদের মধ্যে ৪৯ জন প্রার্থীর উপর নজর থাকবে আনন্দবাজার অনলাইনের। তালিকায় কে কে?
০২৫০
তালিকায় প্রথম নরেন্দ্র মোদী। ২০১৪, ২০১৯ সালের পর ২০২৪ সালেও উত্তরপ্রদেশের বারাণসী লোকসভা কেন্দ্রে তিনি বিজেপির প্রার্থী। জয়ের হ্যাটট্রিক করতে পারবেন?
০৩৫০
মোদীর ‘ডান হাত’ বলে পরিচিত তিনি। মন্ত্রিসভাতেও দ্বিতীয়। দেশের বিদায়ী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লড়ছেন গুজরাতের গান্ধীনগর কেন্দ্রে। গত বার গান্ধীনগর থেকে ৫ লক্ষেরও বেশি ভোটে জিতেছিলেন।
০৪৫০
রাহুল গান্ধী এ বার লড়েছেন দু’টি আসনে। কেরলের ওয়েনাড় এবং উত্তরপ্রদেশের রায়বরেলী আসনে। এই রায়বরেলী আসনে সাংসদ ছিলেন সনিয়া গান্ধী।
০৫৫০
বহরমপুরে এ বার প্রার্থী অধীররঞ্জন চৌধুরী। নজর থাকবে তাঁর উপরও। ১৯৯৯ সাল থেকে ওই আসনে কংগ্রেসের টিকিটে জিতছেন অধীর।
০৬৫০
ডায়মন্ড হারবারের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২০১৪ এবং ২০১৯ সালেও ওই আসন থেকে জিতে লোকসভায় গিয়েছেন অভিষেক। এ বার কি হ্যাটট্রিক?
০৭৫০
২০১৯ সালে নদিয়ার কৃষ্ণনগর কেন্দ্র থেকে লোকসভা ভোটে জিতেছিলেন মহুয়া মৈত্র। গত ডিসেম্বরে বহিষ্কৃত হন তিনি। ২০২৪ সালের ভোটে ওই আসনেই ফের প্রার্থী মহুয়া।
০৮৫০
মুর্শিদাবাদে সিপিএমের প্রার্থী মহম্মদ সেলিম। ২০১৯ সালে রায়গঞ্জে প্রার্থী হয়ে হেরেছিলেন তিনি। এ বার?
০৯৫০
বালুরঘাটে বিজেপির প্রার্থী সুকান্ত মজুমদার। বিজেপির রাজ্য সভাপতিও বটে। ২০১৯ সালেও ওই আসন থেকে জিতেছিলেন তিনি।
১০৫০
বর্ধমান দুর্গাপুরে বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। ২০১৯ সালে মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে জিতে সংসদে গিয়েছিলেন।
১১৫০
লখনউ থেকে বিজেপির প্রার্থী রাজনাথ সিংহ। দেশের বিদায়ী প্রতিরক্ষা মন্ত্রী। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীও ছিলেন তিনি।
১২৫০
স্মৃতি ইরানি প্রার্থী উত্তরপ্রদেশের অমেঠীতে। ওই কেন্দ্রেই ২০১৯ সালের লোকসভা নির্বাচনে হারিয়েছিলেন রাহুল গান্ধীকে। এ বারও তিনিই প্রার্থী সেখানে।
১৩৫০
কনৌজ থেকে প্রার্থী হয়েছেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। তিনি সমাজবাদী পার্টির প্রধানও।