Kareena Kapoor Khan is about to act in a South Indian movie dgtl
Kareena Kapoor Khan
Kareena Kapoor Khan: দক্ষিণের ফিল্ম ইন্ডাস্ট্রিকে হেয় করেন, এখন সেখানেই কাজ করতে চাইছেন বলিউডের বেবো
বলিউডে প্রচুর কাজ করলেও কোনও দিন দক্ষিণী সিনেমাতে কাজ করতে রাজি ছিলেন না অভিনেত্রী করিনা কপূর খান।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৯ জুলাই ২০২২ ১৪:৫৪
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৮
২০০০ সালে বলিউড জগতে প্রথম পদার্পণ করেছিলেন করিনা কপূর খান। ‘রিফিউজি’ ছবিতে অভিষেক বচ্চনের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। এর পর একের পর এক হিট ছবি উপহার দিয়ে গিয়েছেন তিনি।
০২১৮
রণধীর-কন্যা ধীরে ধীরে হয়ে ওঠেন বলিউডের ‘বেবো’। ‘কভি খুশি কভি গম’ ছবির ‘পুহ’ চরিত্রটিই হোক বা ‘জব উই মেট’-এর ‘গীত’— সব চরিত্রই ছাপ ফেলে গিয়েছে দর্শকদের মনের মণিকোঠায়।
০৩১৮
এমনকি, করিনার স্বভাবও দর্শকদের আকৃষ্ট করে। সাক্ষাৎকার হোক বা কোনও রিয়্যালিটি শো, করিনা চিরকালই অকপটে জবাব দেন।
০৪১৮
বলিউডে এত সাফল্য লাভের পর তিনি দক্ষিণী সিনেমাতে কাজ করবেন কি না, এই নিয়ে প্রশ্ন তুলেছিলেন সাক্ষাৎকারীরা। কিন্তু অভিনেত্রী জানান, দক্ষিণের যে সিনেমাই হোক, দক্ষিণী ইন্ডাস্ট্রিতে কাজ করার প্রতি তাঁর ‘জিরো ইন্টারেস্ট’।
০৫১৮
শুধু দক্ষিণী সিনেমার প্রতিই নয়, হলিউডের কোনও ছবিতে অভিনয় করার সুযোগ পেলেও করবেন না বলে জানিয়েছিলেন তিনি।
০৬১৮
২০১৪ সালে বিখ্যাত তামিল অভিনেতা সুরিয়া অভিনীত একটি ছবিতে করিনা কপূরকে নাচের দৃশ্যে অভিনয়ের জন্য প্রস্তাব দেওয়া হয়।
০৭১৮
অভিনেত্রীকে এই প্রসঙ্গে জিজ্ঞাসা করায় তিনি জানান, সুরিয়া নামে কোনও অভিনেতাকেই তিনি চেনেন না। এ সব ভুয়ো খবর।
০৮১৮
করিনার কথাবার্তায় কোথাও যেন দক্ষিণী ইন্ডাস্ট্রির প্রতি অনীহা নজরে পড়ে। করিনার এমন মন্তব্যে সুরিয়ার অনুরাগীরা তাঁর উপর বেজায় রেগে যান।
০৯১৮
করিনার মতে, মরাঠি বা অন্যান্য দক্ষিণী ভাষায় ছবিগুলো ভাল হয়। কিন্তু তিনি এই ভাষাগুলি সম্পর্কে অবগত নন। তাই তিনি চিরকাল এই ইন্ডাস্ট্রি থেকে নিজেকে দূরে রেখেছেন।
১০১৮
এই ঘটনার পর আট বছর কেটে গেলেও তাঁকে দক্ষিণী সিনেমা নিয়ে কোনও মন্তব্য করতে শোনা যায়নি।
১১১৮
তবে, এর মাঝেই বলিউডের বহু তারকাকে দক্ষিণের ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে। সম্প্রতি ‘আরআরআর’, ‘কেজিএফ ২’ ছবিতে সঞ্জয় দত্ত, আলিয়া ভট্ট, অজয় দেবগণ কাজ করেছেন।
১২১৮
ছবিগুলি বক্স অফিস থেকে উপার্জনও করেছে প্রচুর। এমনকি, দক্ষিণী নায়ক বিজয় দেভেরাকোণ্ডার সঙ্গে চাঙ্কি-কন্যাকেও একটি তেলুগু ছবিতে অভিনয় করতে দেখা যাবে।
১৩১৮
সম্প্রতি দক্ষিণী অভিনেতা প্রভাসের সঙ্গে ‘প্রজেক্ট কে’ ছবির শ্যুটিং শুরু করেছেন দীপিকা পাড়ুকোন ও অমিতাভ বচ্চন।
১৪১৮
এরই মধ্যে বলিউডের ‘বেবো’ নিয়ে এলেন এক নতুন চমক। প্রভাসের সঙ্গে একটি তেলুগু ছবিতে কাজ করতে চলেছেন করিনা।
১৫১৮
জানা গিয়েছে, ছবিটির নাম ‘স্পিরিট’। কানাঘুষো শোনা যাচ্ছে, প্রভাসের বিপরীতে নয়, বরং খলনায়িকার চরিত্রে অভিনয় করবেন তিনি।
১৬১৮
এত বছর দক্ষিণী সিনেমাজগতের প্রতি আগ্রহ না থাকায় নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন অভিনেত্রী। কিন্তু নবাব-পুত্রবধূর এই আমূল পরিবর্তন কেন?
১৭১৮
সাউথ ফিল্ম ইন্ডাস্ট্রির অধিকাংশ ছবি বক্স অফিসে হিট করছে বলেই কি তাঁর এই সিদ্ধান্ত? নাকি, বলিউডের তারকারা ধীরে ধীরে দক্ষিণের সিনেমার দিকে ঝুঁকছেন বলে অভিনেত্রী নিজের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত।
১৮১৮
তবে, এখনও পর্যন্ত এই ছবি নিয়ে কোনও নতুন খবর পাওয়া যায়নি। সম্প্রতি করিনা ও আমির অভিনীত ‘লাল সিং চড্ডা’ ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। তা নিয়েই এখন ব্যস্ত অভিনেত্রী।