বিচারপতির তলব। আধ ঘণ্টার মধ্যে হাজির হন থানার ওসি। ঘটনাস্থল হেয়ার স্ট্রিট থানা, ভুয়ো ডিরেক্টর নিয়োগ মামলায় এফআইআর করা হচ্ছিল না। তাই এমন তলব বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। (এই প্রতিবেদনটি প্রথম প্রকাশের সময় তথ্যগত কিছু গুরুতর ত্রুটি ছিল। সেই ত্রুটির জন্য আমরা আন্তরিক ভাবে দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী।)
ভুয়ো ডিরেক্টর নিয়োগ করে পিএফ ‘দুর্নীতি’র অভিযোগ ওঠে। থানায় এফআইআর করা হচ্ছিল না বলে বিচারপতি ওসিকে ডেকেছিলেন। তাঁর নির্দেশের পরেই তড়িঘড়ি এফআইআর করা হয়। আদালতে হাজিরাও দিয়েছেন ওই থানার ওসি। (এই প্রতিবেদনটি প্রথম প্রকাশের সময় লেখা হয়েছিল, ‘‘ভুয়ো ডিরেক্টর নিয়োগ মামলায় এফআইআর করা হচ্ছিল না ওসির নামে।’’ বস্তুত, ওসির বিরুদ্ধে কোনও অভিযোগ করা হয়নি। অনিচ্ছাকৃত এই ত্রুটির জন্য আমরা দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী।)