Advertisement
১৯ জানুয়ারি ২০২৫
Chandrayaan-1 Mission

ইচ্ছা করে চাঁদে মহাকাশযান আছড়ে ফেলে ইসরো! ‘মৃত্যু’র আগে বহু তথ্য দেয় দেশের প্রথম চন্দ্রযান

২০০৮ সালের ২২ অক্টোবর যাত্রা শুরু করেছিল চন্দ্রযান। ভারত যে পৃথিবীর কক্ষপথের বাইরে মহাকাশযান পাঠাতে প্রস্তুত, এই অভিযানের মাধ্যমে বিশ্বকে সেই বার্তাই দিয়েছিল ইসরো।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২২ অগস্ট ২০২৩ ১২:৫৯
Share: Save:
০১ ২০
ISRO intentionally crashed spacecraft on moon during Chandrayaan-1 mission

সাফল্যের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে চন্দ্রযান-৩। এর আগে চাঁদে চন্দ্রযান-২ পাঠিয়েছিল ভারত। কিন্তু সেই অভিযান সফল হয়নি। অবতরণের সময় চাঁদে আছড়ে নষ্ট হয়ে যায় যানের ল্যান্ডার। তারও আগে ২০০৮ সালে চাঁদে চন্দ্রযান বা চন্দ্রযান-১ পাঠিয়েছিল ভারত। এই অভিযান সংক্রান্ত অনেক তথ্য এখনও অনেকের অজানা।

০২ ২০
ISRO intentionally crashed spacecraft on moon during Chandrayaan-1 mission

২০০৮ সালের ১৪ নভেম্বর। রাজকোটে ইংল্যান্ডদের বোলারদের দুরমুশ করছিলেন ভারতীয় ব্যাটার যুবরাজ সিংহ। মাত্র ৭৮ বলে ১৩৮ রান করেছিলেন তিনি। ইংল্যান্ডকে ১৫৮ রানে পরাজিত করেছিল ভারত। উৎসবের মেজাজ দেখা গিয়েছিল দেশ জুড়ে।

০৩ ২০
ISRO intentionally crashed spacecraft on moon during Chandrayaan-1 mission

কিন্তু সেই সময় রাজকোট থেকে ১৬০০ কিলোমিটার দূরে উৎকণ্ঠায় সময় কাটাচ্ছিলেন ইসরোর বিজ্ঞানীরা। অধীর আগ্রহে ইতিহাস তৈরির প্রহর গুনছিলেন তাঁরা।

০৪ ২০
ISRO intentionally crashed spacecraft on moon during Chandrayaan-1 mission

১৪ নভেম্বরই চাঁদের বুকে আছড়ে পড়ে ভারতীয় একটি মহাকাশযান। ইসরোর তরফে ইচ্ছাকৃত ভাবেই চাঁদের বুকে সেই যানটিকে আছড়ে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

০৫ ২০
ISRO intentionally crashed spacecraft on moon during Chandrayaan-1 mission

২০০৮ সালের ২২ অক্টোবর যাত্রা শুরু করেছিল চন্দ্রযান। ভারত যে পৃথিবীর কক্ষপথের বাইরে মহাকাশযান পাঠাতে প্রস্তুত, এই অভিযানের মাধ্যমে বিশ্বকে সেই বার্তাই দিয়েছিল ইসরো। ভারতের সেই অভিযান ছিল বিশ্বের কাছে ক্ষমতা প্রদর্শন। তখনও পর্যন্ত, আমেরিকা, রাশিয়া, জাপান এবং ইউরোপ চন্দ্রালোকে অভিযান করতে সক্ষম হয়েছিল। পঞ্চম স্থানে জায়গা করে নেয় ভারত।

০৬ ২০
ISRO intentionally crashed spacecraft on moon during Chandrayaan-1 mission

চাঁদ সংক্রান্ত বহু তথ্য পৃথিবীর বুকে পাঠিয়েছিল চন্দ্রযান-১। ভারতের এই মহাকাশযানই চাঁদে জলের অস্তিত্ব প্রথম খুঁজে পেয়ে ইতিহাস তৈরি করেছিল।

০৭ ২০
ISRO intentionally crashed spacecraft on moon during Chandrayaan-1 mission

চন্দ্রযান বা চন্দ্রযান-১ অভিযান ছিল একটি প্রযুক্তিগত অভিযান। চন্দ্রপৃষ্ঠের ১০০ কিলোমিটার উচ্চতায় ঘুরে ঘুরে ছবি তুলে পৃথিবীতে পাঠানোর কথা ছিল এই মহাকাশযানের।

০৮ ২০
ISRO intentionally crashed spacecraft on moon during Chandrayaan-1 mission

ভারতের তরফে চন্দ্রযানের ভিতরে একটি ৩২ কিলোগ্রামের তদন্তযান পাঠানো হয়েছিল। জুতোর বাক্সের আকারের অত্যাধুনিক ওই তদন্তযানের লক্ষ্যই ছিল চাঁদের বুকে আছড়ে পড়া। চাঁদে আছড়ে পড়ার আগের মুহূর্ত পর্যন্ত চাঁদের ছবি তুলে পৃথিবীতে পাঠানো ছিল এই যানের লক্ষ্য।

০৯ ২০
ISRO intentionally crashed spacecraft on moon during Chandrayaan-1 mission

অত্যাধুনিক এই তদন্তযানের ভিতরে ছিল একটি ‘ভিডিয়ো ইমেজিং সিস্টেম’, একটি ‘রাডার অল্টিমিটার’ এবং একটি ‘স্পেকট্রোমিটার’। এই ‘ভিডিয়ো ইমেজিং সিস্টেম’-এর সাহায্যেই ছবি তুলে পৃথিবীতে পাঠাচ্ছিল যানটি।

১০ ২০
ISRO intentionally crashed spacecraft on moon during Chandrayaan-1 mission

‘রাডার অল্টিমিটার’টি চন্দ্রপৃষ্ঠের সঙ্গে দূরত্ব মাপার কাজ করছিল। চাঁদের বায়ুমণ্ডল সংক্রান্ত বিভিন্ন তথ্য সংগ্রহ করছিল ‘স্পেকট্রোমিটার’।

১১ ২০
ISRO intentionally crashed spacecraft on moon during Chandrayaan-1 mission

২০০৮ সালের ১৪ নভেম্বর। রাত ৮টার একটু পরে। ইসরোর কন্ট্রোলরুমে বসে থাকা বিজ্ঞানীরা চাঁদে ওই তদন্তযানটি আছড়ে ফেলার সিদ্ধান্ত নেন। যদিও চাঁদে আছড়ে পড়া প্রথম থেকেই লেখা ছিল ৩২ কিলোর যানটির ভাগ্যে।

১২ ২০
ISRO intentionally crashed spacecraft on moon during Chandrayaan-1 mission

১০০ কিলোমিটার উঁচু থেকে চন্দ্রযান ছেড়ে চাঁদের দিকে নামতে শুরু করে মহাকাশযানটি। কোনও রকম বাধা ছাড়া মহাকাশ থেকে চাঁদের বুকে আছড়ে পড়তে যানটির সময় লেগেছিল ২৫ মিনিট। আর এই ২৫ মিনিটেই বাজিমাত করে অত্যাধুনিক যানটি।

১৩ ২০
ISRO intentionally crashed spacecraft on moon during Chandrayaan-1 mission

উপর থেকে নীচে নামার সময় বিভিন্ন উচ্চতা থেকে চাঁদের দক্ষিণ মেরুর একের পর এক ছবি নিয়ে পাঠাতে থাকে যানটি। এর পর চাঁদের মাটিতে আছড়ে পড়ে সেটি। ইসরোই চাঁদের মাটিতে প্রথম একটি মহাকাশযান ইচ্ছাকৃত ভাবে আছড়ে ফেলেছিল।

১৪ ২০
ISRO intentionally crashed spacecraft on moon during Chandrayaan-1 mission

মহাশূন্য থেকে চাঁদের মাটিতে আছড়ে পড়ার সময়ের ২৫ মিনিটেই ইতিহাস তৈরি করেছিল সেই যানটি। সেই যানের পাঠানো ছবিতেই চাঁদে জল থাকার প্রমাণ পেয়েছিলেন ইসরোর বিজ্ঞানীরা। ইসরোর অনুসন্ধানে পরবর্তী কালে সিলমোহর দিয়েছিল নাসা।

১৫ ২০
ISRO intentionally crashed spacecraft on moon during Chandrayaan-1 mission

পাশাপাশি ছবিগুলি খুঁটিয়ে দেখে চাঁদে ‘হিমাটাইট’ নামে লোহার যৌগের খোঁজ পেয়েছিলেন বিজ্ঞানীরা।

১৬ ২০
ISRO intentionally crashed spacecraft on moon during Chandrayaan-1 mission

সব থেকে উল্লেখযোগ্য যে, চাঁদে আছড়ে পড়া যানের ভিতরে থাকা তিন যন্ত্র যে তথ্য পৃথিবীতে পাঠিয়েছিল, তাকে ভিত্তিপ্রস্তর বানিয়েই চন্দ্রযান-২ এবং চন্দ্রযান-৩ অভিযানের পরিকল্পনা করে ইসরো।

১৭ ২০
ISRO intentionally crashed spacecraft on moon during Chandrayaan-1 mission

চাঁদের বাড়ির একদম কাছে পৌঁছে গিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর তৈরি চন্দ্রযান-৩-এর ল্যান্ডার বিক্রম। আর কয়েক ঘণ্টাতেই ইতিহাস তৈরি করতে পারে ভারত। চাঁদের মাটি ছোঁবে ল্যান্ডার বিক্রম।

১৮ ২০
ISRO intentionally crashed spacecraft on moon during Chandrayaan-1 mission

এর আগে ২০১৯ সালেও চন্দ্রালোকে অভিযানের আয়োজন করেছিল ভারত। চাঁদে পাড়ি দিতে পাঠানো হয়েছিল চন্দ্রযান-২। কিন্তু সে বার ‘চাঁদ হাতে পাওয়া’র স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। চাঁদের মাটিতে সফল অবতরণ করতে পারেনি ভারতের চন্দ্রযান।

১৯ ২০
ISRO intentionally crashed spacecraft on moon during Chandrayaan-1 mission

কিন্তু এই বার চাঁদের একদম কাছাকাছি পৌঁছে গিয়েছে চন্দ্রযান-৩-এর ল্যান্ডার। আর তাই আশায় বুক বাঁধছেন ভারতের কোটি কোটি মানুষ। চন্দ্রযান-৩ অভিযান নিয়ে দেশবাসীর মধ্যে উত্তেজনার অন্ত নেই।

২০ ২০
ISRO intentionally crashed spacecraft on moon during Chandrayaan-1 mission

ল্যান্ডার বিক্রমের চাঁদে অবতরণের কথা বুধবার সন্ধ্যায়। মুহুর্মুহু চন্দ্রপৃষ্ঠের ছবিও পাঠাতে শুরু করেছে বিক্রম। খুঁজে চলেছে অবতরণের উপযুক্ত জায়গা। বুধবার সন্ধ্যায় রোভার প্রজ্ঞানকে নিয়ে চাঁদের মাটিতে নামবে ল্যান্ডার বিক্রম। পুরো অভিযানে এই পর্যায়টিই সবচেয়ে কঠিন বলে মনে করা হচ্ছে। চার বছর আগে এই পর্যায়েই চন্দ্রযান-২ নিয়ে ভারতবাসীর আশা ভরসা চুরমার হয়ে গিয়েছিল। তবে এ বার তেমন আশঙ্কা নেই বলেই মনে করছেন ইসরোর বিজ্ঞানীরা।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy