পরে অবস্থান বদলের ইঙ্গিত দিয়ে চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই গাজ়ায় ইজ়রায়েল সেনার হামলাকে যেন সমর্থনই করে বসেন। তিনি বলেন, ‘‘প্রত্যেক দেশেরই আত্মরক্ষার অধিকার রয়েছে।’’ তবে সেই সঙ্গেই তাঁর বার্তা, ‘‘এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলা উচিত। অসামরিক নাগরিকদের যাতে ক্ষতি না হয়, সে দিকে গুরুত্ব দেওয়া উচিত।’’
তবে ইজ়রায়েলের সাম্প্রতিক ওই তদন্তে এ-ও উঠে এসেছে যে, গত ৭ অক্টোবর ইজ়রায়েলের ভূখণ্ডে ঢুকে হামাস যখন অতর্কিতে হামলা চালায়, তখনও তাদের হাতে ছিল চিনে তৈরি হওয়া অত্যাধুনিক সমরাস্ত্র। আমেরিকার অস্ত্রে বলীয়ান ইজ়রায়েলকে শিক্ষা দিতে হামাস চিনের শরণাপন্ন হয়েছে কি না, তা নিয়েই এখন চর্চা চলছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy