Advertisement
১০ জানুয়ারি ২০২৫
Justice Abhijit Gangopadhyay

‘রাজনীতি করবেন?’ অতীতে প্রশ্নের মুখে পড়েছেন, নতুন করে ভাবছেন নাকি বিচারপতি গঙ্গোপাধ্যায়?

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিজে কী বলেছেন? তিনি কি আদৌ কখনও রাজনীতিতে আসার কথা ভেবেছেন বা বলেছেন?

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০২৩ ২১:১১
Share: Save:
০১ ১৭
image of Justice Abhijit Gangopadhyay

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী তাঁকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মুখ হিসাবে দেখতে চেয়েছেন। রাজ্যের শাসকদল তৃণমূল অবশ্য বিষয়টি ভাল ভাবে নেয়নি। তীব্র কটাক্ষ করেছে। আর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিজে কী বলেছেন? তিনি কি আদৌ কখনও রাজনীতিতে আসার কথা ভেবেছেন বা বলেছেন?

০২ ১৭
image of Justice Abhijit Gangopadhyay

শনিবার সকালে মুর্শিদাবাদ জেলা সফরে গিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। বহরমপুরে অধীরের সাংবাদিক বৈঠকে বিচারপতির সফর প্রসঙ্গ উত্থাপিত হতেই তাঁর ভূয়সী প্রশংসা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি।

০৩ ১৭
image of Justice Abhijit Gangopadhyay and adhir

তিনি বলেন, ‘‘আমি চাইব, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে রাজ্যের মুখ্যমন্ত্রী মুখ করে একটা নির্বাচন হোক। সেই নির্বাচন হলে আমি কায়মনোবাক্যে ওই মানুষটিকে ভোট দিতে লাইনের সবচেয়ে আগে দাঁড়াব। বাংলার মানুষ তাঁকে বিশ্বাস করছে। ভরসা করছে।’’

০৪ ১৭
image of Justice Abhijit Gangopadhyay and adhir

এখানেই থামেননি অধীর। তিনি আরও জানান, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মতো মানুষেরা রাজনীতিতে এলে নতুন দিগন্ত তৈরি হবে। প্রদেশ কংগ্রেস সভাপতি চান, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মতো কারও হাতে রাজ্য পরিচালনার রাশ থাকুক।

০৫ ১৭
image of adhir

বিষয়টিকে ভাল ভাবে নেয়নি তৃণমূল। মুর্শিদাবাদের তৃণমূল সাংসদ আবু তাহের খান বলেন, ‘‘যদি অভিজিৎবাবু বিজেপির হয়ে দাঁড়ান? অধীরবাবুও বিজেপিকে ভোট দেবেন?’’ তৃণমূলের আরও কটাক্ষ যে, লোকসভা ভোটে বিজেপির সঙ্গে আঁতাঁত করতে চাইছেন অধীর।

০৬ ১৭
image of Justice Abhijit Gangopadhyay

এই প্রসঙ্গে বিচারপতি গঙ্গোপাধ্যায় কী বলেন? তিনি জানিয়েছেন, মানুষের ভালবাসায় তিনি অভিভূত।

০৭ ১৭
image of Justice Abhijit Gangopadhyay

মুর্শিদাবাদ সফরে এসে বিচারপতি বলেন, ‘‘আমি কখনও ভাবিনি যে, বহরমপুরের মানুষ আমাকে এত ভালবাসবেন। সকাল থেকে কত মানুষ দেখছি! সেই ট্রেন থেকে নামার পর দেখছি যে, স্রোতের মতো মানুষ আসছেন। অভিনন্দন জানাচ্ছেন।’’

০৮ ১৭
image of Justice Abhijit Gangopadhyay

নিয়োগ সংক্রান্ত বিভিন্ন মামলায় রায়দানের পর থেকে অবশ্য বিচারপতি যেখানেই গিয়েছেন, তাঁকে নিয়ে মানুষের উন্মাদনা তৈরি হয়েছে। তাঁর এজলাস পর্যন্ত ছুটে গিয়েছেন প্রবীণা। তাঁকে ‘ঈশ্বর’-এর সঙ্গে তুলনা করেছেন। বইমেলায় গিয়েছিলেন বছরের শুরুতে। সেখানেও এ ভাবেই তাঁকে ঘিরে ধরেছেন বহু মানুষ।

০৯ ১৭
image of high court

বিচারপতি অবশ্য জানিয়েছেন, তিনি ভগবান নন। বিচারব্যবস্থা থেকেই তিনি তৈরি হয়েছেন। তাঁর কথায়, ‘‘যদি সত্যি অভিনন্দন কারও প্রাপ্য হয়, তবে সেটা ভারতীয় বিচারব্যবস্থা এবং ভারতীয় সংবিধানের।’’

১০ ১৭
image of Justice Abhijit Gangopadhyay

তবে রাজনীতির বিষয়টি তিনি বরাবরই এড়িয়ে গিয়েছেন। পরিচিত থেকে অপরিচিত জন, বার বার তাঁকে প্রশ্ন করেছেন, তিনি কি কখনও রাজনীতিতে আসবেন? এই প্রশ্নের মুখোমুখি যে তাঁকে হতে হয়েছে, নিজেই জানিয়েছেন ঘনিষ্ঠ মহলে।

১১ ১৭
image of Justice Abhijit Gangopadhyay

প্রশ্নের উত্তর কী দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়? জবাবে পরিচিত মহলে জানিয়েছেন, না, এই মূহূর্তে কোনও ইচ্ছা নেই। অবসর জীবন বই পড়ে কাটাতে চান তিনি। জানিয়ে দিয়েছেন সে কথা।

১২ ১৭
image of Justice Abhijit Gangopadhyay

ভবিষ্যতে কি কখনও রাজনীতিতে আসার কথা ভাবেননি? এই প্রশ্নেরও মুখে পড়তে হয়েছে বিচারপতি গঙ্গোপাধ্যায়কে। ঘনিষ্ঠ মহলে তিনি জানিয়েছেন, এই মুহূর্তে ইচ্ছা নেই। ভবিষ্যতে কী হবে জানেন না।

১৩ ১৭
image of farming

বিচারপতি গঙ্গোপাধ্যায়কে যাঁরা চেনেন, তাঁদের অনেকেই বলেন, তিনি রাজনৈতিক ভাবে সচেতন। তাঁকে এ-ও বলতে শোনা গিয়েছে যে, পশ্চিমবঙ্গ সমৃদ্ধশালী রাজ্য। গুছিয়ে কিছু করা গেলে এই রাজ্যে উন্নয়ন সম্ভব। চাষবাসে জোর দিলেও অর্থনৈতিক উন্নতি হবে। তিনি এ-ও মনে করেন, বৈজ্ঞানিক ভাবে চাষবাস হলে আমরা এগিয়ে যেতাম।

১৪ ১৭
image of Justice Abhijit Gangopadhyay

তবে বিভিন্ন মামলার শুনানিতে তাঁর মুখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা শোনা গিয়েছেন। গত জুলাই মাসে একটি শুনানিতে তিনি জানান, কিছু রাজনৈতিক নেতা আদালতের নামে উল্টোপাল্টা বলেন। তাঁদের তিনি শ্রদ্ধা করেন না।

১৫ ১৭
image of court

তবে সরাসরি নাম না করে মমতার প্রসঙ্গ টেনে বিচারপতি বলেন, ‘‘সুপ্রিমো এমন কথা বলেন না। তাঁকে দেখেছি, বিচারপতিদের সম্মান করেন। খুবই সহজ-সরল মানুষ। দায়িত্বশীল রাজনীতিবিদ। অনেক নেতা-মন্ত্রীও আদালত সম্পর্কে এমন মন্তব্য করেন না।’’

১৬ ১৭
image of mamata banerjee

তার আগে গত বছর ডিসেম্বরে একটি মামলার শুনানিতে তিনি জানান, শিক্ষক নিয়োগ মামলার শুনানিতে তিনি বিভিন্ন মন্তব্য করেছেন। তবে তার কোনওটাই মুখ্যমন্ত্রীর উদ্দেশে নয়। রাজ্যের আইনজীবী ভাস্করপ্রসাদ বৈশ্যকে তিনি ওই শুনানিতে বলেন, ‘‘মুখ্যমন্ত্রী ভাল কাজ করছেন। আমি কেন খারাপ কথা বলব? আমাকে বলতে বাধ্য করা হচ্ছে।’’

১৭ ১৭
image of Justice Abhijit Gangopadhyay

ঘনিষ্ঠ মহলে বিচারপতিকে বলতে শোনা গিয়েছে, মানুষের কাছে যে ভাবে মমতা সহজ ভাবে পৌঁছে যান, অন্য কোনও নেতার মধ্যে তা তিনি দেখেননি। তবে এ-ও জানিয়েছেন যে, এখনও রাজনীতিতে নামা নিয়ে কিছু ভাবছেন না তিনি। শনিবারও অধীরের কথার প্রসঙ্গে তিনি জানিয়েছেন, এ নিয়ে কোনও মন্তব্য করবেন না।

— নিজস্ব, ফাইল চিত্র।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy