লং ড্রাইভে বেরিয়েছেন! দীর্ঘ পথ স্টিয়ারিং হাতে একঘেয়েমি লাগছে? এমন পরিস্থিতিতে অনেকেই গাড়ির মিউজিক সিস্টেমটা অন করে দেন। সচরাচর এমনটাই হয়ে থাকে। কিন্তু যদি এমনটা হয়, সেই রাস্তাই পছন্দের সুর-তালে আপনাকে মোহিত করছে! অবাক লাগলেও বিষয়টা কিন্তু অবাস্তব নয়। কোথায় রয়েছে এমন রাস্তা সে সম্পর্কে জেনে নেওয়া যাক।