Advertisement
৩০ অক্টোবর ২০২৪
ISRO Chairman S Somanath

বাবা ছিলেন হিন্দির শিক্ষক, চন্দ্রযান ৩-এর ‘নায়ক’ সফল অন্য প্রকল্পেও

পুরো নাম শ্রীধর পণিক্কর সোমনাথ। পেশায় এরোস্পেস ইঞ্জিনিয়ার। ছোট থেকেই বিজ্ঞানের প্রতি ঝোঁক সোমনাথের। ছেলের এই আগ্রহকে লালন করেছেন শিক্ষক-বাবা।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
নয়াদিল্লি শেষ আপডেট: ২৫ অগস্ট ২০২৩ ১৭:২৩
Share: Save:
০১ ১৮
image of  ISRO Chairman S Somanath

২৩ অগস্ট চাঁদের মাটিতে অবতরণ করেছে ভারতের তৈরি চন্দ্রযান-৩। ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরোর এই সাফল্যে অন্যতম ভূমিকা রয়েছে এস সোমনাথের। তিনি ইসরোর চেয়ারম্যান। বেশ কয়েকটি অভিযানেরও নেতৃত্বে রয়েছেন তিনি। ৩৫ বছর ধরে কাজ করেছেন মহাকাশ গবেষণা নিয়ে।

০২ ১৮
image of  ISRO Chairman S Somanath

পুরো নাম শ্রীধর পণিক্কর সোমনাথ। পেশায় এরোস্পেস ইঞ্জিনিয়ার। সোমনাথের জন্ম কেরলের এক মালয়ালি পরিবারে। ১৯৬৩ সালে।

০৩ ১৮
image of  ISRO Chairman S Somanath

বাবা ভি শ্রীধর পাণিক্কর ছিলেন হিন্দির শিক্ষক। যদিও সোমনাথের ছোট থেকে ছিল বিজ্ঞানে আগ্রহ। ছেলের আগ্রহের কথা বুঝে বাবাও অনুপ্রেরণা জুগিয়ে গিয়েছেন। ছোট থেকেই বিজ্ঞানের নানা বই ছেলেকে কিনে দিতেন। মালয়ালি আর ইংরেজি ভাষায় লেখা সে সব বই।

০৪ ১৮
image of  ISRO Chairman S Somanath

আরুরের সেন্ট অগাস্টিন’স হাই স্কুলে পড়াশোনা করেছেন সোমনাথ। এর্নাকুলামের মহারাজা কলেজ থেকে স্নাতক পাশ করেছেন।

০৫ ১৮
image of  ISRO Chairman S Somanath

কোল্লামে কেরল বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা থাঙ্গাল কুঞ্জু মুসালিয়ার কলেজ অফ ইঞ্জিনিয়ারিং থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক পাশ করেন।

০৬ ১৮
image of  ISRO Chairman S Somanath

বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স থেকে এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর পাশ করেন সোমনাথ।

০৭ ১৮
image of  PSLV

১৯৮৫ সালে বিক্রম সারাভাই মহাকাশ কেন্দ্রতে কাজ শুরু করেন সোমনাথ। উপগ্রহ বহনকারী পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিক‌্ল (পিএসএলভি) যখন তৈরি করা হচ্ছে, তখন সেই কাজে যুক্ত ছিলেন সোমনাথ।

০৮ ১৮
Image of rocket

বিক্রম সারাভাই স্পেস সেন্টারের অ্যাসোসিয়েট ডিরেক্টর নিযুক্ত হন সোমনাথ। ২০১০ সালে জিওসিনক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকল মার্ক ৩-এর প্রোজেক্ট ডিরেক্টর ছিলেন তিনি। এই উৎক্ষেপণ যান পৃথিবীর কক্ষপথে ভারী উপগ্রহ পাঠাতে সক্ষম।

০৯ ১৮
image of  ISRO Chairman S Somanath

২০১৪ সালের নভেম্বর পর্যন্ত বিক্রম সারাভাই মহাকাশ কেন্দ্রের প্রপালশন অ্যান্ড স্পেস অর্ডিন্যান্স এনটিটির ডেপুটি ডিরেক্টর ছিলেন তিনি।

১০ ১৮
image of  ISRO Chairman S Somanath

ইসরোর অন্তর্গত লিকুইড প্রোপালশন সিস্টেম সেন্টার (এলপিএসসি)-র ডিরেক্টর পদে ছিলেন সোমনাথ। এই লিকুইড প্রোপালশন সিস্টেম সেন্টার ইসরোর অধীনে থেকে গবেষণার কাজ করে। বেঙ্গালুরু এবং তিরুঅনন্তপুরমে রয়েছে এর দফতর।

১১ ১৮
image of  ISRO Chairman S Somanath

এই উপগ্রহ পাঠানোর উৎক্ষেপণ যান (লঞ্চ ভেহিক‌্ল)-এর নকশা করেছেন সোমনাথ। এই যানগুলির পরিকাঠামোর দিকটি মূলত তাঁর নজরদারিতে ছিল।

১২ ১৮
image of  ISRO Chairman S Somanath

এলপিএসসির যে দলটি সিই২০ ক্রায়োজেনিক রকেট ইঞ্জিন তৈরি করেছিল, সেই দলের মাথায় ছিলেন সোমনাথ। রকেট উৎক্ষেপণকারী যান জিএসএলভি এমকে-৩-এর সাফল্যের নেপথ্যেও ছিলেন সোমনাথ। এই যান থেকে ৩৬টি উপগ্রহ মহাকাশে পাঠানো হয়েছে।

১৩ ১৮
image of  ISRO Chairman S Somanath

চন্দ্রযান-২-এর ল্যান্ডারের ইঞ্জিন তৈরিতে ভূমিকা রয়েছে সোমনাথের। সার্ক-এর অন্তর্ভুক্ত দেশগুলির জন্য ব্যবহার করা হত জিএসএটি-৯ উপগ্রহ। তার উৎক্ষেপণের নেপথ্যেই বড়সড় ভূমিকা রয়েছে সোমনাথের।

১৪ ১৮
image of  ISRO Chairman S Somanath

২০১৮ সালের জানুয়ারিতে বিক্রম সারাভাই স্পেস সেন্টারের ডিরেক্টর পদে নিযুক্ত হন সোমনাথ। তিনি ডিরেক্টর থাকার সময়ই ৫০তম পিএসএলভি (পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিক‌্ল) উৎক্ষেপণ করা হয়।

১৫ ১৮
image of  ISRO Chairman S Somanath

চন্দ্রযান-২ তৈরি এবং তার অভিযানের নেপথ্যে মুখ্য ভূমিকা নিয়েছেন সোমনাথ। ইসরো এখন গগনযানের প্রস্তুতি নিচ্ছে। ভারতের প্রথম মহাকাশচারী যান কক্ষপথ ছেড়ে অনেক দূরে যাবে। সেই প্রকল্পের নেপথ্যেও রয়েছেন সোমনাথ।

১৬ ১৮
image of  ISRO Chairman S Somanath

স্মল স্যাটেলাইট লঞ্চ ভেহিক‌্ল (এসএসএলভি) তৈরিতে সাহায্য করেছেন সোমনাথ। এই এসএসএলভি ছোট উপগ্রহ উৎক্ষেপণ করতে সক্ষম। পৃথিবীর কক্ষপথে ৫০০ কেজির উপগ্রহ উৎক্ষেপণ করতে সক্ষম এই যান। এর মাধ্যমে কম খরচে উপগ্রহ উৎক্ষেপণ করতে পারবে ভারত।

১৭ ১৮
image of  ISRO Chairman S Somanath

২০২২ সালের ১৪ জানুয়ারি ইসরোর চেয়ারম্যান পদে নিযুক্ত হন তিনি। ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্রের দশম চেয়ারম্যান তিনি। কেরল থেকে প্রথম।

১৮ ১৮
image of  ISRO Chairman S Somanath

মহাকাশযান নিয়ে গবেষণার পাশাপাশি তা নিয়ে একাধিক প্রতিবেদন লিখেছেন সোমনাথ। সোমনাথের স্ত্রীর নাম ভালসালা। তিনি জিএসটি (পণ্য পরিষেবা কর) দফতরে চাকরি করেন। দুই সন্তান রয়েছে সোমনাথের। দু’জনেই ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর পাশ করেছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE