Advertisement
০৩ নভেম্বর ২০২৪
Central Vista Project

নতুন সংসদ ভবনের নিম্নকক্ষের নকশার থিম জাতীয় পাখি ময়ূর, ছবি প্রকাশ্যে

নতুন সংসদ ভবনের অন্দরচিত্র প্রকাশ্যে আনল কেন্দ্র। রাইসিনা হিলসের এই নতুন সংসদ ভবন ‘সেন্ট্রাল ভিস্তা’ প্রকল্পের অংশ। এই নয়া সংসদ তৈরির বরাত দেওয়া হয়েছিল টাটা প্রজেক্টস লিমিটেডকে।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২৩ ১২:৪৯
Share: Save:
০১ ১৬
ভারতের নতুন সংসদ ভবনের অন্দরচিত্র প্রকাশ্যে আনল কেন্দ্রীয় সরকার। বর্তমানে এই ভবনের নির্মাণের কাজ পুরোদমে চলছে। চলতি বছরর মার্চ মাসেই নতুন সংসদের উদ্বোধন হতে পারে বলে মনে করা হচ্ছে।

ভারতের নতুন সংসদ ভবনের অন্দরচিত্র প্রকাশ্যে আনল কেন্দ্রীয় সরকার। বর্তমানে এই ভবনের নির্মাণের কাজ পুরোদমে চলছে। চলতি বছরর মার্চ মাসেই নতুন সংসদের উদ্বোধন হতে পারে বলে মনে করা হচ্ছে।

০২ ১৬
নতুন সংসদ ভবনে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বের আয়োজন নতুন সংসদে হতে পারে  বলেও সূত্রের খবর।

নতুন সংসদ ভবনে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বের আয়োজন নতুন সংসদে হতে পারে বলেও সূত্রের খবর।

০৩ ১৬
রাইসিনা হিলসের এই নতুন সংসদ ভবন ‘সেন্ট্রাল ভিস্তা’ পুনঃউন্নয়ন প্রকল্পের অংশ। এই নয়া সংসদ তৈরির বরাত দেওয়া হয়েছিল টাটা প্রজেক্টস লিমিটেডকে। নতুন সংসদ ভবনে বড় হল ঘর, একটি লাইব্রেরি, গাড়ি রাখার যথেষ্ট জায়গা এবং একাধিক কমিটি কক্ষ রয়েছে।

রাইসিনা হিলসের এই নতুন সংসদ ভবন ‘সেন্ট্রাল ভিস্তা’ পুনঃউন্নয়ন প্রকল্পের অংশ। এই নয়া সংসদ তৈরির বরাত দেওয়া হয়েছিল টাটা প্রজেক্টস লিমিটেডকে। নতুন সংসদ ভবনে বড় হল ঘর, একটি লাইব্রেরি, গাড়ি রাখার যথেষ্ট জায়গা এবং একাধিক কমিটি কক্ষ রয়েছে।

০৪ ১৬
২০২০ সালের ডিসেম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন।

২০২০ সালের ডিসেম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন।

০৫ ১৬
৬৫ হাজার বর্গমিটার জুড়ে তৈরি হওয়া নতুন সংসদ ভবনের হল এবং অফিস কক্ষগুলি অত্যাধুনিক প্রযুক্তিতে সজ্জিত।

৬৫ হাজার বর্গমিটার জুড়ে তৈরি হওয়া নতুন সংসদ ভবনের হল এবং অফিস কক্ষগুলি অত্যাধুনিক প্রযুক্তিতে সজ্জিত।

০৬ ১৬
সরকারের তরফে জানানো হয়েছে, নতুন সংসদের অফিস কক্ষগুলিতে অত্যাধুনিক যোগাযোগ প্রযুক্তি থাকবে।

সরকারের তরফে জানানো হয়েছে, নতুন সংসদের অফিস কক্ষগুলিতে অত্যাধুনিক যোগাযোগ প্রযুক্তি থাকবে।

০৭ ১৬
সমস্ত কক্ষ, বিশেষ করে বড় কমিটি কক্ষগুলি আধুনিক দৃশ্য-শ্রাব্য প্রযুক্তি দিয়ে সজ্জিত থাকবে বলেও সরকার জানিয়েছে।

সমস্ত কক্ষ, বিশেষ করে বড় কমিটি কক্ষগুলি আধুনিক দৃশ্য-শ্রাব্য প্রযুক্তি দিয়ে সজ্জিত থাকবে বলেও সরকার জানিয়েছে।

০৮ ১৬
লাইব্রেরিতে থাকছে হাওয়া-বাতাস প্রবেশ করার মতো পর্যাপ্ত জানালা এবং দরজা। একই সঙ্গে কাচের চেয়ার-সোফা-বইদানি দিয়ে সাজানো লাইব্রেরির দেওয়ালে ভারতের বিভিন্ন প্রান্তের চিত্রশিল্প দিয়ে সাজানো থাকবে বলেও সংবাদমাধ্যমে প্রকাশ।

লাইব্রেরিতে থাকছে হাওয়া-বাতাস প্রবেশ করার মতো পর্যাপ্ত জানালা এবং দরজা। একই সঙ্গে কাচের চেয়ার-সোফা-বইদানি দিয়ে সাজানো লাইব্রেরির দেওয়ালে ভারতের বিভিন্ন প্রান্তের চিত্রশিল্প দিয়ে সাজানো থাকবে বলেও সংবাদমাধ্যমে প্রকাশ।

০৯ ১৬
নতুন সংসদ ভবনে একটি কক্ষ রয়েছে, যেখানে ভারতীয় সংবিধানের ধারার পাণ্ডুলিপি রাখা হয়েছে এবং এই কক্ষ অত্যাধুনিক ভাবে সাজানো হয়েছে।

নতুন সংসদ ভবনে একটি কক্ষ রয়েছে, যেখানে ভারতীয় সংবিধানের ধারার পাণ্ডুলিপি রাখা হয়েছে এবং এই কক্ষ অত্যাধুনিক ভাবে সাজানো হয়েছে।

১০ ১৬
দেশের বিভিন্ন রাজ্যের আঞ্চলিক শিল্প ও কারুশিল্প দিয়ে ঢেলে সাজানো হচ্ছে নতুন সংসদের কক্ষগুলি, যা ভারতের প্রাণবন্ত চরিত্র এবং বৈচিত্রকে প্রতিফলিত করবে বলে সরকার তরফে বলা হয়েছে।

দেশের বিভিন্ন রাজ্যের আঞ্চলিক শিল্প ও কারুশিল্প দিয়ে ঢেলে সাজানো হচ্ছে নতুন সংসদের কক্ষগুলি, যা ভারতের প্রাণবন্ত চরিত্র এবং বৈচিত্রকে প্রতিফলিত করবে বলে সরকার তরফে বলা হয়েছে।

১১ ১৬
নতুন লোকসভা হলে মোট আসনের সংখ্যা থাকছে ৮৮৮টি। যৌথ অধিবেশন চলাকালীন ওই হলে ১,২৭২ জন সদস্য বসতে পারেন।

নতুন লোকসভা হলে মোট আসনের সংখ্যা থাকছে ৮৮৮টি। যৌথ অধিবেশন চলাকালীন ওই হলে ১,২৭২ জন সদস্য বসতে পারেন।

১২ ১৬
নতুন সংসদের নিম্নকক্ষের নকশা ভারতের জাতীয় পাখি ময়ূর থিমের উপর তৈরি করা হয়েছে।

নতুন সংসদের নিম্নকক্ষের নকশা ভারতের জাতীয় পাখি ময়ূর থিমের উপর তৈরি করা হয়েছে।

১৩ ১৬
তবে উচ্চকক্ষ রাজ্যসভার অন্দরের নকশা তৈরি হয়েছে জাতীয় ফুল পদ্মের থিমে। রাজ্যসভা হলের মোট আসনসংখ্যা করা হয়েছে ৩৮৪টি।

তবে উচ্চকক্ষ রাজ্যসভার অন্দরের নকশা তৈরি হয়েছে জাতীয় ফুল পদ্মের থিমে। রাজ্যসভা হলের মোট আসনসংখ্যা করা হয়েছে ৩৮৪টি।

১৪ ১৬
প্রতিবন্ধীরা যাতে অবাধে নতুন সংসদ ভবনে চলাফেরা করতে পারেন, সেই ব্যবস্থাও করা হচ্ছে বলে সরকার সূত্রে খবর।

প্রতিবন্ধীরা যাতে অবাধে নতুন সংসদ ভবনে চলাফেরা করতে পারেন, সেই ব্যবস্থাও করা হচ্ছে বলে সরকার সূত্রে খবর।

১৫ ১৬
নয়া সংসদের কেন্দ্রীয় হল বা ‘লাউঞ্জ’টি হবে খোলা প্রাঙ্গণ। যা তৈরি হচ্ছে ভারতের জাতীয় গাছ বট গাছের থিমে।

নয়া সংসদের কেন্দ্রীয় হল বা ‘লাউঞ্জ’টি হবে খোলা প্রাঙ্গণ। যা তৈরি হচ্ছে ভারতের জাতীয় গাছ বট গাছের থিমে।

১৬ ১৬
কেন্দ্রীয় সরকার জানিয়েছে, সংসদের কার্যক্রম সুষ্ঠু ভাবে সম্পন্ন করার জন্য নতুন এবং পুরনো, দুই ভবনেই কাজ চলবে।

কেন্দ্রীয় সরকার জানিয়েছে, সংসদের কার্যক্রম সুষ্ঠু ভাবে সম্পন্ন করার জন্য নতুন এবং পুরনো, দুই ভবনেই কাজ চলবে।

সব ছবি সেন্ট্রাল ভিস্তা ওয়েবসাইট থেকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE