Indonesian footballer Septian Raharja dies after being struck by lightning during a match dgtl
Footballer Death
ম্যাচের মাঝে বজ্রপাত, মাঠেই লুটিয়ে পড়লেন ফুটবলার!
বজ্রাঘাতে মৃত্যু হল ইন্দোনেশিয়ার ৩৫ বছর বয়সি ফুটবলার সেপ্টিয়ান রাহারজার। ঘটনার আকস্মিকতায় মর্মাহত সতীর্থেরা।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতাশেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:৫৫
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৩
পরিষ্কার ঝকঝকে আকাশ। সূচি অনুযায়ী শুরু হয়েছিল ইন্দোনেশিয়ার দুই দলের মধ্যে ফুটবল ম্যাচ। খেলতে গিয়েছিলেন ৩৫ বছরের সেপ্টিয়ান রাহারজারও। তখন কেউ ভাবতেও পারেননি এই ম্যাচ তাঁর জীবনের শেষ ম্যাচ হয়ে যাবে।
০২১৩
খেলা যত এগোয় ততই খারাপ হতে থাকে আবহাওয়া। আর তার পরই শুরু হয় বজ্রপাত। সেই সময় একটি বাজ পড়ে এক ফুটবলারের উপর। ঠিক কী হয়েছিল?
০৩১৩
ফুটবল ম্যাচ চলছিল দুই ক্লাবের মধ্যে। প্রতিযোগিতামূলক ম্যাচ নয়, ইন্দোনেশিয়ার দুই ক্লাবের ফ্রেন্ডলি ম্যাচ।
০৪১৩
সেখানেই হঠাৎ বজ্রাঘাতে মৃত্যু হল ইন্দোনেশিয়ার ৩৫ বছর বয়সি ফুটবলার সেপ্টিয়ান রাহারজার। ঘটনার আকস্মিকতায় মর্মাহত সতীর্থেরা।
০৫১৩
সমাজমাধ্যমে একটি ভিডিয়ো প্রকাশ্যে আসে। সেখানেই দেখা যায় এফসি বানডাং এবং এফবিআই সুবাংয়ের মধ্যে প্রীতি ম্যাচ চলার সময় বাজ পড়ে।
০৬১৩
সেই সময় সেপটিয়ান বাকিদের থেকে একটু দূরে ছিলেন। বাজ সরাসরি তাঁর উপর পড়ে।
০৭১৩
সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন সেপ্টিয়ান। তখনও প্রাণ ছিল তাঁর। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।
০৮১৩
বাজ পড়ার সঙ্গে সঙ্গে অন্য ফুটবলারেরা তাঁর কাছে ছুটে গিয়েছিলেন। কিন্তু বাঁচানো সম্ভব হয়নি।
০৯১৩
ম্যাচ শুরুর সময় আকাশ পরিষ্কার ছিল বলে জানা গিয়েছে। ম্যাচ যত গড়িয়েছে, তত বৃষ্টি শুরু হয়।
১০১৩
কিন্তু এমন ঘটনা প্রশ্ন তুলেছে, খারাপ আবহাওয়ার মধ্যে খেলা হওয়া নিয়ে। এর আগেও ইন্দোনেশিয়ায় বজ্রাঘাতে খেলোয়াড়ের মৃত্যু হয়েছিল।
১১১৩
অনেক দেশেই খারাপ আবহাওয়ার মধ্যে খেলা বন্ধ করে দেওয়া হয়।
১২১৩
২০২০ সালে নেদারল্যান্ডসের এক বার ঝড়ের কারণে গোটা দেশের সব ফুটবল ম্যাচ বন্ধ করে দেওয়া হয়েছিল।
১৩১৩
ফুটবলার এবং দর্শকদের সুরক্ষার কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে জানিয়েছিল নেদারল্যান্ডসের ফুটবল সংস্থা।