রবিবার এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে নামবেন রোহিতরা। গত বছরের ২৪ অক্টোবর বিশ্বকাপের পর দুবাইয়ে মুখোমুখি দুই ‘চিরশত্রু’। স্বাভাবিক ভাবেই কোহলীর ব্যাটের দিকেও নজর রয়েছে সকলের। প্রায় তিন বছর আন্তর্জাতিক ক্রিকেটে একটিও শতরান না থাকলে কী হবে, পাকিস্তানের বিরুদ্ধে তিনিই তো সবচেয়ে বেশি টি-টোয়েন্টি রানের মালিক। তিন সপ্তাহের বিশ্রামের পর রবিবার পুরনো কোহলীকে দেখা যাবে?