India's most successful bollywood actress earned Rs 4000 crore from the box office dgtl
Bollywood Actress
ঐশ্বর্যা, দীপিকা, প্রিয়ঙ্কা নন, বক্স অফিস থেকে সর্বোচ্চ চার হাজার কোটি আয় কোন বলি নায়িকার?
বক্স অফিস থেকে সর্বোচ্চ উপার্জনকারী অভিনেত্রী কে তা জানেন কি?
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৩ ১২:২৪
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৭
ঐশ্বর্যা রাই বচ্চন, মাধুরী দীক্ষিত, প্রিয়ঙ্কা চোপ়ড়া জোনাস, দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কইফের মতো বলিপাড়ার এমন বহু অভিনেত্রী রয়েছেন যাঁরা বক্স অফিসে বহু হিট ছবি উপহার দিয়েছেন। কিন্তু বক্স অফিস থেকে সর্বোচ্চ উপার্জনকারী অভিনেত্রী কে তা জানেন কি?
০২১৭
২০০০ সালে অমিতাভ বচ্চনের পুত্র অভিষেক বচ্চনের সঙ্গে বলিপাড়ায় আত্মপ্রকাশ করেন রণধীর কপূরের কন্যা করিনা কপূর খান।
০৩১৭
জেপি দত্তের পরিচালনায় ‘রিফিউজি’ ছবিতে প্রথম অভিনয় করেন করিনা। কেরিয়ারের গোড়ার দিকে সতীশ কৌশিক, আব্বাস-মস্তান, কর্ণ জোহরের মতো বলিপাড়ার প্রথম সারির ছবিনির্মাতাদের সঙ্গে কাজ করেন করিনা।
০৪১৭
দুই দশক বলিপাড়ায় কাটানোর পর সমসাময়িক অভিনেত্রীদের তুলনায় বক্স অফিস থেকে উপার্জনের দিক থেকে এগিয়ে রয়েছেন করিনা।
০৫১৭
বলিপাড়া সূত্রে খবর, এখনও পর্যন্ত বক্স অফিসে ৪০০০ কোটি টাকা নিজের ছবি থেকে আয় করেছেন করিনা। এই উপার্জনের নিরিখে বলি অভিনেত্রীদের তালিকার শীর্ষে নাম লিখিয়েছেন রণধীর-কন্যা।
০৬১৭
করিনার কেরিয়ারে মোট ২৩টি ছবি রয়েছে যা বক্স অফিসে সাফল্য অর্জন করেছে।
০৭১৭
‘বজরঙ্গি ভাইজান’ এবং ‘থ্রি ইডিয়টস’ এই দু’টি ছবি করিনার কেরিয়ারের ব্লকবাস্টার ছবিগুলির মধ্যে উল্লেখযোগ্য।
০৮১৭
‘কভি খুশি কভি গম’, ‘এতরাজ়’, ‘জব উই মেট’, ‘বডিগার্ড’-এর মতো একাধিক ছবি থেকে বক্স অফিসে মোটা টাকা উপার্জন করেছেন করিনা।
০৯১৭
সফল ছবির সংখ্যার নিরিখে করিনার পর বলি অভিনেত্রীদের তালিকায় নাম রয়েছে করিনার দিদি করিশ্মা কপূর এবং ক্যাটরিনা কইফের। বক্স অফিসে ২২টি সফল ছবি দিয়েছেন করিশ্মা এবং ক্যাটরিনা।
১০১৭
করিশ্মা এবং ক্যাটরিনার পরেই রয়েছে বাঙালি অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের নাম। অভিনেত্রীর কেরিয়ারে ২১টি ছবি সফল রয়েছে।
১১১৭
প্রিয়ঙ্কার কেরিয়ারে ১৮টি এবং কাজলের কেরিয়ারে মোট ১৪টি ছবি বক্স অফিসে সফল হয়েছে।
১২১৭
বলিপাড়া সূত্রে খবর, বক্স অফিস থেকে ৪০০০ কোটি টাকা উপার্জন করলেও শুধুমাত্র ‘বজরঙ্গি ভাইজান’ থেকে ৯১৮ কোটি টাকা আয় করেন করিনা।
১৩১৭
দীপিকা পা়ড়ুকোন এবং অনুষ্কা শর্মা এই দুই অভিনেত্রী বক্স অফিস থেকে ৩ হাজার কোটি টাকা উপার্জন করেছেন।
১৪১৭
বক্স অফিস থেকে ৩ হাজার কোটি টাকা আয় করে তালিকায় নাম লিখিয়েছেন দক্ষিণী অভিনেত্রী অনুষ্কা শেট্টি এবং তমান্না ভাটিয়াও।
১৫১৭
বলিপাড়া সূত্রে খবর, শুধুমাত্র ‘বাহুবলী’ ছবি থেকেই ২৪০০ কোটি উপার্জন করেছেন অনুষ্কা এবং তমান্না।
১৬১৭
বক্স অফিস থেকে ২ হাজার কোটি টাকার সামান্য বেশি উপার্জন করেছেন ঐশ্বর্যা রাই বচ্চন, আলিয়া ভট্ট, প্রিয়ঙ্কা চোপড়া জোনাস, ক্যাটরিনা কইফ এবং দক্ষিণী অভিনেত্রী নয়নতারা।
১৭১৭
২০১৬ সালে নীতেশ তিওয়ারির পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘দঙ্গল’। বলিপাড়া সূত্রে খবর, এই ছবির দুই অভিনেত্রী সানিয়া মলহোত্র এবং ফতিমা সানা শেখ বক্স অফিস থেকে ২০২৪ কোটি টাকা উপার্জন করেছেন।