স্যর মোক্ষগুন্দম শ্রীনিবাস শাস্ত্রী বিশ্বেশ্বরায়ার নামে এই রেলওয়ে টার্মিনালের নামকরণ করা হয়েছে ‘স্যর এম বিশ্বশ্বরায়া টার্মিনাল’ (সংক্ষেপে, এসএমভি টার্মিনাল)। মাইসোরের দেওয়ান ছিলেন তিনি। সিভিল ইঞ্জিনিয়ার হিসাবে বেঙ্গালুরুর উন্নয়নমূলক কাজে তাঁর অবদান অসীম। ১৯৫৫ সালে তাঁকে ‘ভারত রত্ন’ সম্মানে ভূষিত করা হয়।