indian pacer Ashwin’s mistake paved the way for England to gain 5 runs in Friday’s test dgtl
India vs England 2024
ইনিংসের শুরুতেই ৫ রান পেল ইংল্যান্ড, অশ্বিনের ভুল চালের খেসারত দিল ভারত
ব্যাট করতে নামার আগেই সুখবর ইংল্যান্ডের। ভারতের ইনিংসের মাঝেই ৫ রান করে ফেলল ইংল্যান্ড। নেপথ্যে অশ্বিনের ক্ষণিকের ভুল।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:৪০
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১২
জমে উঠেছে ইংল্যান্ড-ভারতের খেলা। শুক্রবার সকালেই রবীন্দ্র জাডেজা এবং কুলদীপ যাদবের উইকেট হারায় ভারত। এর পর অশ্বিন এবং জুরেল দলকে টানেন।
০২১২
ব্যাট করতে নামার আগেই সুখবর ইংল্যান্ডের। ভারতের ইনিংসের মাঝেই ৫ রান করে ফেলল ইংল্যান্ড। নেপথ্যে অশ্বিনের ক্ষণিকের ভুল।
০৩১২
এই দিন পিচের ভুল জায়গা দিয়ে দৌড়নোর খেসারত দিতে হল অশ্বিনকে।
০৪১২
শুক্রবার রেহান আহমেদের ওভারে ঘটনাটি ঘটে। ইংরেজ স্পিনারের বল কভারের দিকে মেরে রান নিতে যান অশ্বিন।
০৫১২
নন স্ট্রাইকার ধ্রুব জুরেল তাঁকে ফেরত পাঠিয়ে দেন। কিন্তু অশ্বিনের পিচের মাঝখান দিয়ে দৌড়ে যান।
০৬১২
নন স্ট্রাইকার ধ্রুব জুরেল তাঁকে ফেরত পাঠিয়ে দেন। কিন্তু অশ্বিনের পিচের মাঝখান দিয়ে দৌড়ে যান।
০৭১২
কিন্তু ইংল্যান্ড যখন ব্যাট করতে নামবে, তখন তারা ৫ রান স্কোর বোর্ডে নিয়েই নামবে। অর্থাৎ, ভারত যে রানই করুক তার থেকে ৫ রান কম করলেই ইংল্যান্ড সেই রান ছুঁয়ে ফেলবে।
০৮১২
অশ্বিনকে একেবারেই সেই ঘটনায় খুশি দেখায়নি। তিনি বার বার আম্পায়ারের সঙ্গে কথা বলেন। তাঁকে বোঝানোর চেষ্টা করেন।
০৯১২
কিন্তু অশ্বিনের কথায় কাজ হয়নি। আম্পায়ার ৫ রান পেনাল্টির সিদ্ধান্তে স্থির থাকেন।
১০১২
রাজকোটে ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্ট চলছে। প্রথম দিনে ভারত ৩২৬ রান তুলে নেয় ৫ উইকেট হারিয়ে। রোহিত শর্মা এবং রবীন্দ্র জাডেজা শতরান করেন।
১১১২
অভিষেক ম্যাচ খেলতে নামা সরফরাজ় খান ৬২ রান করে বুঝিয়ে দেন মিডল অর্ডারে দলের ভরসা হতে পারেন তিনি।