Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
India at Grammy Awards 2024

জ়াকিরের হাত ধরে দুই বিভাগে গ্র্যামি এল ভারতের ঘরে! ‘শক্তি’র জাদু ও ‘পাশতো’র সুরে মাত বিশ্ব মঞ্চ

উত্তর ভারতীয় ও কর্ণাটকী মার্গ সঙ্গীতের সঙ্গে পাশ্চাত্য জ্যাজ় এবং ব্লুজ় ধারার মিশেলে তৈরি হয় ‘শক্তি’-র সঙ্গীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:৪৯
Share: Save:
০১ ২০
গ্র্যামির মঞ্চে সেরার শিরোপা পেল ‘শক্তি’। ‘বেস্ট গ্লোবাল মিউজ়িক অ্যালবাম’ হিসাবে পুরস্কৃত ভারতীয় ব্যান্ড ‘শক্তি’র গানের অ্যালবাম ‘দিস মোমেন্ট’।

গ্র্যামির মঞ্চে সেরার শিরোপা পেল ‘শক্তি’। ‘বেস্ট গ্লোবাল মিউজ়িক অ্যালবাম’ হিসাবে পুরস্কৃত ভারতীয় ব্যান্ড ‘শক্তি’র গানের অ্যালবাম ‘দিস মোমেন্ট’।

০২ ২০
১৯৭৩ সালে আত্মপ্রকাশ করে এই ‘শক্তি’ ব্যান্ড। নেপথ্যে ছিলেন, ব্রিটিশ গিটারবাদক জন ম্যাকলফলিন, ভারতীয় ভায়োলিন বাদক এল শঙ্কর, তবলা বাদক জ়াকির হুসেন ও অন্য তালবাদ্যে টিএইচ ভিনায়াক্রম। উত্তর ভারতীয় ও কর্ণাটকী মার্গ সঙ্গীতের সঙ্গে পাশ্চাত্য জ্যাজ় এবং ব্লুজ় ধারার মিশেলে তৈরি হয় ‘শক্তি’-র সঙ্গীত।

১৯৭৩ সালে আত্মপ্রকাশ করে এই ‘শক্তি’ ব্যান্ড। নেপথ্যে ছিলেন, ব্রিটিশ গিটারবাদক জন ম্যাকলফলিন, ভারতীয় ভায়োলিন বাদক এল শঙ্কর, তবলা বাদক জ়াকির হুসেন ও অন্য তালবাদ্যে টিএইচ ভিনায়াক্রম। উত্তর ভারতীয় ও কর্ণাটকী মার্গ সঙ্গীতের সঙ্গে পাশ্চাত্য জ্যাজ় এবং ব্লুজ় ধারার মিশেলে তৈরি হয় ‘শক্তি’-র সঙ্গীত।

০৩ ২০
প্রথম থেকেই মূলত লাইভ সঙ্গীতেরই ধারা বজায় ছিল ‘শক্তি’ ব্যান্ডের। পরবর্তীতে স্টুডিয়ো থেকে রেকর্ড করার ব্যবস্থা হয় এদের গানের।  প্রসঙ্গত, গত বছরই সুবর্ণ জয়ন্তী বর্ষ পেরিয়েছে এই ব্যান্ড।

প্রথম থেকেই মূলত লাইভ সঙ্গীতেরই ধারা বজায় ছিল ‘শক্তি’ ব্যান্ডের। পরবর্তীতে স্টুডিয়ো থেকে রেকর্ড করার ব্যবস্থা হয় এদের গানের। প্রসঙ্গত, গত বছরই সুবর্ণ জয়ন্তী বর্ষ পেরিয়েছে এই ব্যান্ড।

০৪ ২০
বর্তমানে ‘শক্তি’ ব্যান্ডের প্রধান কণ্ঠশিল্পী হলেন শঙ্কর মহাদেবন। তবলা বাদক হিসাবে রয়েছেন জ়াকির হুসেন। বেহালায় গণেশ রাজাগোপালন। এবং অন্য তালবাদ্যে ভি সেলভাগণেশ।

বর্তমানে ‘শক্তি’ ব্যান্ডের প্রধান কণ্ঠশিল্পী হলেন শঙ্কর মহাদেবন। তবলা বাদক হিসাবে রয়েছেন জ়াকির হুসেন। বেহালায় গণেশ রাজাগোপালন। এবং অন্য তালবাদ্যে ভি সেলভাগণেশ।

০৫ ২০
২০২৩ সালের ৩০ জুন ‘দিস মোমেন্ট’ অ্যালবামটি মুক্তি পায়। মোট আটটি গান রয়েছে এই অ্যালবামে।

২০২৩ সালের ৩০ জুন ‘দিস মোমেন্ট’ অ্যালবামটি মুক্তি পায়। মোট আটটি গান রয়েছে এই অ্যালবামে।

০৬ ২০
গ্র্যামি জেতার পর মঞ্চে দাঁড়িয়েই শঙ্কর জানান, এই পুরস্কার তিনি তাঁর স্ত্রীকে উৎসর্গ করলেন।

গ্র্যামি জেতার পর মঞ্চে দাঁড়িয়েই শঙ্কর জানান, এই পুরস্কার তিনি তাঁর স্ত্রীকে উৎসর্গ করলেন।

০৭ ২০
পরিবার এবং বন্ধুবান্ধকে ধন্যবাদ জানিয়ে গ্র্যামির মঞ্চে তিনি বলেন, ‘‘ভগবানকে অশেষ ধন্যবাদ। আমার সহকারী সঙ্গীতশিল্পী পরিবার, বন্ধুবান্ধব সকলকে ধন্যবাদ। ভারতের জন্য আমরা গর্ব বোধ করি।"

পরিবার এবং বন্ধুবান্ধকে ধন্যবাদ জানিয়ে গ্র্যামির মঞ্চে তিনি বলেন, ‘‘ভগবানকে অশেষ ধন্যবাদ। আমার সহকারী সঙ্গীতশিল্পী পরিবার, বন্ধুবান্ধব সকলকে ধন্যবাদ। ভারতের জন্য আমরা গর্ব বোধ করি।"

০৮ ২০
শঙ্কর এই দিন আরও বলেন, “সব শেষে আমি একটা কথাই বলব। এই পুরস্কার আমার স্ত্রীর প্রাপ্য। আমার সঙ্গীতের, আমার সৃষ্টির প্রতিটি সুর ওকে অর্পণ করি।’’

শঙ্কর এই দিন আরও বলেন, “সব শেষে আমি একটা কথাই বলব। এই পুরস্কার আমার স্ত্রীর প্রাপ্য। আমার সঙ্গীতের, আমার সৃষ্টির প্রতিটি সুর ওকে অর্পণ করি।’’

০৯ ২০
মনোনয়নের তালিকায় ছিলেন সুজ়ানা বাকা, বোকান্তে, ডেভিডো এবং বার্না বয়ের মতো সঙ্গীতশিল্পীরাও।

মনোনয়নের তালিকায় ছিলেন সুজ়ানা বাকা, বোকান্তে, ডেভিডো এবং বার্না বয়ের মতো সঙ্গীতশিল্পীরাও।

১০ ২০
‘শক্তি’ ব্যান্ডের সদস্য হিসাবে বিজয়ী হওয়ার পাশাপাশি সোমবার গ্র্যামির মঞ্চে দ্বিতীয় বার পুরস্কৃত হলেন উস্তাদ জ়াকির হুসেন।

‘শক্তি’ ব্যান্ডের সদস্য হিসাবে বিজয়ী হওয়ার পাশাপাশি সোমবার গ্র্যামির মঞ্চে দ্বিতীয় বার পুরস্কৃত হলেন উস্তাদ জ়াকির হুসেন।

১১ ২০
জ়াকিরের সৃষ্টি ‘পাশতো’ গ্র্যামির মঞ্চে পুরস্কার পায়। ‘বেস্ট গ্লোবাল মিউজ়িক পারফরম্যান্স’ বিভাগে পুরস্কার পায় ‘পাশতো’।

জ়াকিরের সৃষ্টি ‘পাশতো’ গ্র্যামির মঞ্চে পুরস্কার পায়। ‘বেস্ট গ্লোবাল মিউজ়িক পারফরম্যান্স’ বিভাগে পুরস্কার পায় ‘পাশতো’।

১২ ২০
জ়াকিরের সঙ্গে বিজয়ী হয়েছেন ভারতীয় বংশীবাদক রাকেশ চৌরাসিয়া। এখনও পর্যন্ত তিনটি গ্র্যামি জিতেছেন জ়াকির। রাকেশের সাফল্যের মুকুটেও জ্বলজ্বল করছে দু’টি গ্র্যামি পুরস্কার।

জ়াকিরের সঙ্গে বিজয়ী হয়েছেন ভারতীয় বংশীবাদক রাকেশ চৌরাসিয়া। এখনও পর্যন্ত তিনটি গ্র্যামি জিতেছেন জ়াকির। রাকেশের সাফল্যের মুকুটেও জ্বলজ্বল করছে দু’টি গ্র্যামি পুরস্কার।

১৩ ২০
৪ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জিলেসে অনুষ্ঠিত হয় ৬৬তম গ্র্যামি অ্যাওয়ার্ডস।

৪ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জিলেসে অনুষ্ঠিত হয় ৬৬তম গ্র্যামি অ্যাওয়ার্ডস।

১৪ ২০
এই অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন খ্যাতনামী কৌতুকশিল্পী ট্রেভর নোয়া। চতুর্থ বার গ্র্যামির মঞ্চে সঞ্চালকের ভূমিকায় দেখা যায় তাঁকে।

এই অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন খ্যাতনামী কৌতুকশিল্পী ট্রেভর নোয়া। চতুর্থ বার গ্র্যামির মঞ্চে সঞ্চালকের ভূমিকায় দেখা যায় তাঁকে।

১৫ ২০
তারকামণ্ডিত এই অনুষ্ঠানে পারফর্ম করেন ডুয়া লিপা, বিলি এলিশ এবং ওপরা উইনফ্রের মতো জনপ্রিয় সঙ্গীতশিল্পীরা।

তারকামণ্ডিত এই অনুষ্ঠানে পারফর্ম করেন ডুয়া লিপা, বিলি এলিশ এবং ওপরা উইনফ্রের মতো জনপ্রিয় সঙ্গীতশিল্পীরা।

১৬ ২০
‘পপ সোলো পারফর্ম্যান্স’ বিভাগে এই দিন সেরার পুরস্কার আসে মার্কিন সঙ্গীতশিল্পী মাইলি সাইরাসের ঝুলিতে। তাঁর ‘ফ্লাওয়ার’ গানের জন্যই আসে এই খেতাব।

‘পপ সোলো পারফর্ম্যান্স’ বিভাগে এই দিন সেরার পুরস্কার আসে মার্কিন সঙ্গীতশিল্পী মাইলি সাইরাসের ঝুলিতে। তাঁর ‘ফ্লাওয়ার’ গানের জন্যই আসে এই খেতাব।

১৭ ২০
‘সেরা অ্যালবাম’ বিভাগে ১৩ ও ১৪ তম গ্র্যামি জিতে নেন পপ গায়িকা টেলর সুইফট। বলাই বাহুল্য, তাঁর এই সাফল্যে উচ্ছ্বসিত শ্রোতারা।

‘সেরা অ্যালবাম’ বিভাগে ১৩ ও ১৪ তম গ্র্যামি জিতে নেন পপ গায়িকা টেলর সুইফট। বলাই বাহুল্য, তাঁর এই সাফল্যে উচ্ছ্বসিত শ্রোতারা।

১৮ ২০
এ দিকে, রবিবার সন্ধ্যায় পর পর তিনটি গ্র্যামি পুরস্কার জিতলেন র‌্যাপ সঙ্গীতশিল্পী কিলার মাইক। কিন্তু সাফল্যের স্বাদ সম্পূর্ণ উপভোগ করার আগে গ্রেফতার হয়ে যান সঙ্গীতশিল্পী। অনুষ্ঠান চলাকালীন কিলারকে হাতকড়া পড়িয়ে থানায় নিয়ে যায় লস অ্যাঞ্জিলসের পুলিশ।

এ দিকে, রবিবার সন্ধ্যায় পর পর তিনটি গ্র্যামি পুরস্কার জিতলেন র‌্যাপ সঙ্গীতশিল্পী কিলার মাইক। কিন্তু সাফল্যের স্বাদ সম্পূর্ণ উপভোগ করার আগে গ্রেফতার হয়ে যান সঙ্গীতশিল্পী। অনুষ্ঠান চলাকালীন কিলারকে হাতকড়া পড়িয়ে থানায় নিয়ে যায় লস অ্যাঞ্জিলসের পুলিশ।

১৯ ২০
স্থানীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, হঠাৎ কেন কিলারকে আটক করা হল সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানায়নি পুলিশ। তবে গ্র্যামির অনুষ্ঠানের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই বলে ফোর্বস সূত্রে খবর।

স্থানীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, হঠাৎ কেন কিলারকে আটক করা হল সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানায়নি পুলিশ। তবে গ্র্যামির অনুষ্ঠানের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই বলে ফোর্বস সূত্রে খবর।

২০ ২০
‘বেস্ট আফ্রিকান মিউজিক পারফর্ম্যান্স’ বিভাগে এই দিন উঠতি পপ তারক টাইলা জিতে নেন গ্র্যামি। তাঁর ‘ওয়াটার’ গানটি ইতিমধ্যেই জনপ্রিয়তা পেয়েছে।

‘বেস্ট আফ্রিকান মিউজিক পারফর্ম্যান্স’ বিভাগে এই দিন উঠতি পপ তারক টাইলা জিতে নেন গ্র্যামি। তাঁর ‘ওয়াটার’ গানটি ইতিমধ্যেই জনপ্রিয়তা পেয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy