Indian cricketer MS Dhoni files financial fraud case of rs 15 crore against his former business partners dgtl
Mahendra Singh Dhoni
আর্থিক প্রতারণার শিকার ধোনি! ক্ষতি হয়েছে ১৫ কোটি টাকা, মামলা দায়ের করলেন আদালতে
দুই প্রাক্তন ব্যবসায়িক সহযোগীর বিরুদ্ধে ১৫ কোটি টাকার বেশি প্রতারণার অভিযোগ এনেছেন ধোনি। রাঁচি আদালতে মামলা দায়ের করেছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতাশেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৪ ১৭:১৫
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১২
আর্থিক প্রতারণার শিকার ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। এই মর্মেই রাঁচি আদালতে মামলা দায়ের করেছেন ‘ক্যাপ্টেন কুল’। মিহির এবং সৌম্য নামক দুই ব্যক্তির বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ এনে মামলা করেছেন ধোনি।
০২১২
প্রতারিত মহেন্দ্র সিংহ ধোনি। দুই প্রাক্তন ব্যবসায়িক সহযোগীর বিরুদ্ধে ১৫ কোটি টাকার বেশি প্রতারণার অভিযোগ এনেছেন ধোনি।
০৩১২
রাঁচি আদালতে মামলা দায়ের করেছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক।
০৪১২
মিহির দিবাকর এবং সৌম্য বিশ্বাস নামে দুই ব্যক্তির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনেছেন ধোনি। অর্ক স্পোর্টস ম্যানেজমেন্ট লিমিটেড নামে একটি সংস্থার কর্ণধার তাঁরা।
০৫১২
ধোনির নাম ব্যবহার করে বিশ্বের বিভিন্ন জায়গায় ক্রিকেট অ্যাকাডেমি তৈরির প্রস্তাব দিয়েছিল সংস্থাটি। ধোনি ২০১৭ সালে সংস্থাটির সঙ্গে চুক্তি সই করেছিলেন।
০৬১২
সংস্থাটির বিরুদ্ধে চুক্তিভঙ্গ এবং ১৫ কোটি টাকার বেশি প্রতারণার অভিযোগ করেছেন ধোনি। চুক্তি সইয়ের পর দিবাকর কিছু আপত্তিকর প্রস্তাব দিয়েছিলেন বলে অভিযোগ ধোনির।
০৭১২
চুক্তি অনুযায়ী ধোনিকে ফ্র্যাঞ্চাইজ়ি ফি এবং লাভের অংশ দেওয়ার কথা ছিল অর্ক স্পোর্টসের। সংস্থাটি সেই চুক্তি মতো টাকা দেয়নি বলে অভিযোগ।
০৮১২
ধোনি অবশ্য প্রথমেই আদালতের দ্বারস্থ হননি। প্রথমে অর্ক স্পোর্টসের দিবাকর এবং সৌম্যর সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যা মিটিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন।
০৯১২
চুক্তির শর্ত কেন অমান্য করা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন করেন। যথাযথ উত্তর না পাওয়ায়, ২০২১ সালের ১৫ অগস্ট, অর্ক স্পোর্টসকে নিজের নাম ব্যবহার করার অনুমতি প্রত্যাহার করে নেন চিঠি দিয়ে।
১০১২
তাতেও কাজ না হওয়ায় বেশ কয়েক বার আইনি চিঠিও দেন ধোনি। কিন্তু সংস্থাটির পক্ষ থেকে সদুত্তর না পেয়ে শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি।
১১১২
ধোনির সংস্থা বিধি অ্যাসোসিয়েটসের পক্ষে দয়ানন্দ সিংহ জানিয়েছেন, তাঁদের সংস্থা ১৫ কোটি টাকারও বেশি আর্থিক ক্ষতির শিকার হয়েছে। অর্ক স্পোর্টস চুক্তিভঙ্গ এবং প্রতারণা করেছে।
১২১২
বার বার চুক্তি অনুযায়ী টাকা দেওয়ার কথা বলা হলেও অভিযুক্ত সংস্থাটির থেকে সাড়া পাওয়া যায়নি। তাই তাঁরা আদালতে প্রতারণার মামলা দায়ের করেছেন।