চলতি বছরের অগস্ট মাসে নেটফ্লিক্স ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে টম হার্পার পরিচালিত ‘হার্ট অফ স্টোন’ নামের হলিউড ছবি। এই ছবিতে গ্যাল গ্যাডট, ডেভিড এলিসন, জেরন ভারসানোর মতো হলি তারকারা অভিনয় করেছেন। আলিয়া ভট্টকেও এই ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করতে দেখা যাবে। ছবির প্রথম ঝলক মুক্তির পরেই আলিয়া ভারতীয় দর্শকের নজর কেড়েছেন।