সনৎ জয়সূর্য: শ্রীলঙ্কার এই বাঁহাতি অলরাউন্ডারকে সে দেশের সর্বকালের সেরা অলরাউন্ডার বললেও অত্যুক্তি হয় না। টেস্ট হোক বা এক দিনের ম্যাচ, ব্যাট হোক বা বল, জয়সূর্যের তেজে বিপক্ষ জ্বলে গিয়েছে বার বার। দেশের হয়ে ১১০টি টেস্ট খেলেছেন এই বাঁহাতি। ব্যাট হাতে করেছেন প্রায় সাত হাজার রান। ৯৮টি উইকেটও নিয়েছেন তিনি।