ব্রিটিশ শাসনে তখন তমসাচ্ছন্ন ভারতের আকাশ। স্বাধীনতা অর্জনের জন্য তখন প্রাণপণ লড়াই করছে ভারত। ‘ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের’ তরুণ স্বেচ্ছাসেবক নানিক মোতওয়ানে এক দিন দেখলেন, একটি জনসভায় মহাত্মা গাঁধী বক্তৃতা দিতে গিয়ে হিমসিম খাচ্ছেন। তাঁর কণ্ঠস্বর যাতে সভায় উপস্থিত সকলের কানের গোচরে প্রবেশ করে, সেই চেষ্টাই করছেন গাঁধীজি।