Advertisement
১৯ ডিসেম্বর ২০২৪
Israel-Palestine Conflict

গ্রামে হামাস ঢুকছে বুঝতে পেরে বন্দুক হাতে রুখে দাঁড়ান, ইজ়রায়েলের চোখে লিবারম্যানই এখন ‘নায়ক’

গোটা ইজ়রায়েলের চোখে এই তরুণী লিবারম্যানই এখন ‘নায়ক’। তাঁকে সম্মানিত করার দাবিও উঠতে শুরু করেছে।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
নয়াদিল্লি শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২৩ ১১:৪০
Share: Save:
০১ ১৫
হঠাৎই জোরালো বিস্ফোরণ। তার পরই গুলির শব্দ। বুঝতে দেরি হয়নি বড়সড় কোনও বিপদ আসতে চলেছে। অনুমান তাঁর ঠিকই হয়েছিল। সেই বিস্ফোরণ শোনার কয়েক মুহূর্তের মধ্যেই পিল পিল করে সশস্ত্র বাহিনী গাজ়া সীমান্ত টপকে ইজ়রায়েলে ঢুকতে শুরু করে। আর এক মুহূর্ত দেরি করেননি। সশস্ত্র বাহিনীকে আটকাতে নিজের দল নিয়ে পুরো শক্তি লাগিয়ে দেন। তিনি ইজ়রায়েলি তরুণী ইনবার লিবারম্যান।

হঠাৎই জোরালো বিস্ফোরণ। তার পরই গুলির শব্দ। বুঝতে দেরি হয়নি বড়সড় কোনও বিপদ আসতে চলেছে। অনুমান তাঁর ঠিকই হয়েছিল। সেই বিস্ফোরণ শোনার কয়েক মুহূর্তের মধ্যেই পিল পিল করে সশস্ত্র বাহিনী গাজ়া সীমান্ত টপকে ইজ়রায়েলে ঢুকতে শুরু করে। আর এক মুহূর্ত দেরি করেননি। সশস্ত্র বাহিনীকে আটকাতে নিজের দল নিয়ে পুরো শক্তি লাগিয়ে দেন। তিনি ইজ়রায়েলি তরুণী ইনবার লিবারম্যান।

ছবি: সংগৃহীত।

০২ ১৫
গোটা ইজ়রায়েলের চোখে এই তরুণী লিবারম্যানই এখন ‘নায়ক’। তাঁকে সম্মানিত করার দাবিও উঠতে শুরু করেছে। কিন্তু কেন তাঁকে নিয়ে এত হইচই হচ্ছে?

গোটা ইজ়রায়েলের চোখে এই তরুণী লিবারম্যানই এখন ‘নায়ক’। তাঁকে সম্মানিত করার দাবিও উঠতে শুরু করেছে। কিন্তু কেন তাঁকে নিয়ে এত হইচই হচ্ছে?

ছবি: সংগৃহীত।

০৩ ১৫
গত ৭ অক্টোবর ইজ়রায়েলের মাটিতে হামলা চালায় প্যালেস্তাইনের সশস্ত্র বাহিনী হামাস। জল, স্থল এবং আকাশপথ— তিন দিক থেকে হামলা চালায় হামাস বাহিনী। গাজ়া ভূখণ্ড থেকে ঢিলছোড়া দূরত্বে সীমান্তলাগোয়া ইজ়রায়েলের গ্রাম নির অম গ্রাম। এখানে কিবুজ সম্প্রদায়ের বাস। ইজ়রায়েলের সেরোট শহরের খুব কাছেই এই গ্রামটি।

গত ৭ অক্টোবর ইজ়রায়েলের মাটিতে হামলা চালায় প্যালেস্তাইনের সশস্ত্র বাহিনী হামাস। জল, স্থল এবং আকাশপথ— তিন দিক থেকে হামলা চালায় হামাস বাহিনী। গাজ়া ভূখণ্ড থেকে ঢিলছোড়া দূরত্বে সীমান্তলাগোয়া ইজ়রায়েলের গ্রাম নির অম গ্রাম। এখানে কিবুজ সম্প্রদায়ের বাস। ইজ়রায়েলের সেরোট শহরের খুব কাছেই এই গ্রামটি।

ছবি: সংগৃহীত।

০৪ ১৫
 গাজ়া সীমান্তঘেঁষা এই সেরোট শহরে বেশ কয়েক বার হামাসের হামলা হয়েছিল। তাই ওই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট জোরদার। সীমান্তলাগোয়া গ্রাম এবং শহরগুলিতে যাতে হামাস বাহিনী কোনও আঁচড় না কাটতে পারে, তাই ছোট ছোট দলে ভাগ করে শহর এবং গ্রামগুলির নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে স্থানীয়দের নিয়ে গড়ে তোলা বাহিনীকে। সে রকমই একটি বাহিনীর নেতৃত্বে রয়েছেন লিবারম্যান।

গাজ়া সীমান্তঘেঁষা এই সেরোট শহরে বেশ কয়েক বার হামাসের হামলা হয়েছিল। তাই ওই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট জোরদার। সীমান্তলাগোয়া গ্রাম এবং শহরগুলিতে যাতে হামাস বাহিনী কোনও আঁচড় না কাটতে পারে, তাই ছোট ছোট দলে ভাগ করে শহর এবং গ্রামগুলির নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে স্থানীয়দের নিয়ে গড়ে তোলা বাহিনীকে। সে রকমই একটি বাহিনীর নেতৃত্বে রয়েছেন লিবারম্যান।

ছবি: সংগৃহীত।

০৫ ১৫
২০২২ সালের ডিসেম্বর থেকে নির অম গ্রাম এবং কিবুজ সম্প্রদায়ের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন লিবারম্যান। ৭ অক্টোবর স্থানীয় সময় তখন সকাল সাড়ে ৬টা। গ্রাম থেকে কয়েক কিলোমিটার দূরে সেরোট পর পর বিস্ফোরণের আওয়াজ পেয়েছিলেন। হামলা হয়েছে বুঝতে পেরে তিনি দলবল নিয়ে নির অম গ্রামকে পুরো ঘিরে ফেলেছিলেন।

২০২২ সালের ডিসেম্বর থেকে নির অম গ্রাম এবং কিবুজ সম্প্রদায়ের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন লিবারম্যান। ৭ অক্টোবর স্থানীয় সময় তখন সকাল সাড়ে ৬টা। গ্রাম থেকে কয়েক কিলোমিটার দূরে সেরোট পর পর বিস্ফোরণের আওয়াজ পেয়েছিলেন। হামলা হয়েছে বুঝতে পেরে তিনি দলবল নিয়ে নির অম গ্রামকে পুরো ঘিরে ফেলেছিলেন।

ছবি: সংগৃহীত।

০৬ ১৫
হামাস বাহিনী তত ক্ষণে সেরোটে ঢুকে তাণ্ডব চালাচ্ছিল। ঘর থেকে টেনে বার করে খুন করা, অপহরণ করে নিয়ে যাচ্ছিল বাসিন্দাদের। লিবারম্যান খবর পেয়েছিলেন হামাস হামলা চালিয়েছে। সেরোট লন্ডভন্ড করে নির অমের দিকে এগোচ্ছে তারা।

হামাস বাহিনী তত ক্ষণে সেরোটে ঢুকে তাণ্ডব চালাচ্ছিল। ঘর থেকে টেনে বার করে খুন করা, অপহরণ করে নিয়ে যাচ্ছিল বাসিন্দাদের। লিবারম্যান খবর পেয়েছিলেন হামাস হামলা চালিয়েছে। সেরোট লন্ডভন্ড করে নির অমের দিকে এগোচ্ছে তারা।

ছবি: সংগৃহীত।

০৭ ১৫
লিবারম্যান দ্রুত তাঁর দলকে পজ়িশন নেওয়ার নির্দেশ দেন। তত ক্ষণে নির অমের দোরগোড়ায় এসে পৌঁছেছিল হামাসের একটি দল। গ্রামের ভিতরে ঢুকতে যেতেই লিবারম্যানের দলের বাধার মুখে পড়ে হামাস। হামাস সদস্যদের লক্ষ্য করে মুহুর্মুহু গুলি চালাতে শুরু করে লিবারম্যান ও তাঁর বাহিনী। আচমকা হামলার মুখে পড়ে প্রথমে দিশাহারা হয়ে পড়েছিল হামাসের দলটি। কিন্তু তারাও দ্রুত পাল্টা জবাব দেওয়া শুরু করে।

লিবারম্যান দ্রুত তাঁর দলকে পজ়িশন নেওয়ার নির্দেশ দেন। তত ক্ষণে নির অমের দোরগোড়ায় এসে পৌঁছেছিল হামাসের একটি দল। গ্রামের ভিতরে ঢুকতে যেতেই লিবারম্যানের দলের বাধার মুখে পড়ে হামাস। হামাস সদস্যদের লক্ষ্য করে মুহুর্মুহু গুলি চালাতে শুরু করে লিবারম্যান ও তাঁর বাহিনী। আচমকা হামলার মুখে পড়ে প্রথমে দিশাহারা হয়ে পড়েছিল হামাসের দলটি। কিন্তু তারাও দ্রুত পাল্টা জবাব দেওয়া শুরু করে।

ছবি: সংগৃহীত।

০৮ ১৫
দু’পক্ষের মধ্যে ৪ ঘণ্টা ধরে গুলির লড়াই চলে। লিবারম্যান নিজে গুলি করে হামাসের পাঁচ সদস্যকে খতম করেন। তাঁর দল হামাসের আরও ২০ জনকে গুলি করে মারে। প্রবল প্রতিরোধের মুখে পড়ে শেষমেশ পিছু হটে হামলাকারীরা। লিবারম্যান এবং তাঁর বাহিনী নির অমকে দুর্ভেদ্য করে তুলেছিল। ফলে হামাসের হামলার আঁচ এই গ্রামে পড়তে দেননি লিবারম্যান।

দু’পক্ষের মধ্যে ৪ ঘণ্টা ধরে গুলির লড়াই চলে। লিবারম্যান নিজে গুলি করে হামাসের পাঁচ সদস্যকে খতম করেন। তাঁর দল হামাসের আরও ২০ জনকে গুলি করে মারে। প্রবল প্রতিরোধের মুখে পড়ে শেষমেশ পিছু হটে হামলাকারীরা। লিবারম্যান এবং তাঁর বাহিনী নির অমকে দুর্ভেদ্য করে তুলেছিল। ফলে হামাসের হামলার আঁচ এই গ্রামে পড়তে দেননি লিবারম্যান।

ছবি: সংগৃহীত।

০৯ ১৫
হামাসের হামলা থেকে নির অম বাঁচলেও পাশেরই কিবুৎজ়িম গ্রাম হামাসের হামলায় একেবারে লন্ডভন্ড হয়ে গিয়েছে। গ্রামবাসীদের খুন করা হয়েছে। অনেককে তুলে নিয়ে গিয়েছে হামাস বাহিনী। লিবারম্যানের দলেরই এক সদস্যের স্ত্রী ইলিত পাজ় ইজ়রায়েল হেয়মকে বলেছেন, “যে ভাবে লিবারম্যান এবং তাঁর বাহিনী আমাদের গ্রামকে রক্ষা করেছে, তা অভূতপূর্ব। গুলি এবং বিস্ফোরণের আওয়াজ পেতেই তৎপরতার সঙ্গে পুরো বিষয় সামলান লিবারম্যান।”

হামাসের হামলা থেকে নির অম বাঁচলেও পাশেরই কিবুৎজ়িম গ্রাম হামাসের হামলায় একেবারে লন্ডভন্ড হয়ে গিয়েছে। গ্রামবাসীদের খুন করা হয়েছে। অনেককে তুলে নিয়ে গিয়েছে হামাস বাহিনী। লিবারম্যানের দলেরই এক সদস্যের স্ত্রী ইলিত পাজ় ইজ়রায়েল হেয়মকে বলেছেন, “যে ভাবে লিবারম্যান এবং তাঁর বাহিনী আমাদের গ্রামকে রক্ষা করেছে, তা অভূতপূর্ব। গুলি এবং বিস্ফোরণের আওয়াজ পেতেই তৎপরতার সঙ্গে পুরো বিষয় সামলান লিবারম্যান।”

ছবি: সংগৃহীত।

১০ ১৫
 ডেইলি মেল-কে লিবারম্যানের বাবা বলেন, “হামাসের রকেট হামলায় গাজ়ার সীমান্ত সংলগ্ন ইজ়রায়েলের শহর এবং গ্রামগুলি বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। অন্ধকারে যাতে হামাস বাহিনী হামলা চালাতে না পারে, তাই গ্রামবাসীরা সকলে মিলে পাহারা দিচ্ছেন। লিবারম্যান ও তাঁর দল দারুণ কাজ করছে।”

ডেইলি মেল-কে লিবারম্যানের বাবা বলেন, “হামাসের রকেট হামলায় গাজ়ার সীমান্ত সংলগ্ন ইজ়রায়েলের শহর এবং গ্রামগুলি বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। অন্ধকারে যাতে হামাস বাহিনী হামলা চালাতে না পারে, তাই গ্রামবাসীরা সকলে মিলে পাহারা দিচ্ছেন। লিবারম্যান ও তাঁর দল দারুণ কাজ করছে।”

ছবি: সংগৃহীত।

১১ ১৫
নির অমের পাশের এলাকাতেই সঙ্গীতের একটি উৎসব হচ্ছিল। সীমান্ত পেরিয়ে স্থলপথে সেই উৎসবেই প্রথম হামলা চালায় হামাস বাহিনী। ওই উৎসবে আসা ২৬০ জনকে গুলি করে খুন করে তারা। বহু মানুষকে অপহরণ করে গাজ়ায় নিয়ে গিয়েছে। তাঁদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে ইজ়রায়েল।

নির অমের পাশের এলাকাতেই সঙ্গীতের একটি উৎসব হচ্ছিল। সীমান্ত পেরিয়ে স্থলপথে সেই উৎসবেই প্রথম হামলা চালায় হামাস বাহিনী। ওই উৎসবে আসা ২৬০ জনকে গুলি করে খুন করে তারা। বহু মানুষকে অপহরণ করে গাজ়ায় নিয়ে গিয়েছে। তাঁদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে ইজ়রায়েল।

ছবি: সংগৃহীত।

১২ ১৫
নির অম গ্রামে হামাস আঁচড় কাটতে পারেনি ঠিকই, কিন্তু তার আশপাশের এলাকা ধ্বংসস্তূপের চেহারা নিয়েছে। আকাশে-বাতাসে বারুদের গন্ধ। মাঝেমধ্যেই গুলি আর বিস্ফোরণের আওয়াজ ভেসে আসছে বলে জানিয়েছেন নির অমের বাসিন্দারা।

নির অম গ্রামে হামাস আঁচড় কাটতে পারেনি ঠিকই, কিন্তু তার আশপাশের এলাকা ধ্বংসস্তূপের চেহারা নিয়েছে। আকাশে-বাতাসে বারুদের গন্ধ। মাঝেমধ্যেই গুলি আর বিস্ফোরণের আওয়াজ ভেসে আসছে বলে জানিয়েছেন নির অমের বাসিন্দারা।

ছবি: সংগৃহীত।

১৩ ১৫
গত ৭ অক্টোবর থেকে শুরু হয়েছে ইজ়রায়েল-হামাসের লড়াই। দু’পক্ষের এই লড়াইয়ে ইতিমধ্যেই প্রায় তিন হাজার জনের মৃত্যু হয়েছে। আহত কয়েক হাজার। গাজ়াকে অবরুদ্ধ করে একের পর এক বিমান হামলা চালাচ্ছে ইজ়রায়েল। হামাসের গোপন ডেরাগুলি খুঁজে সেগুলিকে নিশ্চিহ্ন করার কাজও শুরু করে দিয়েছে তারা।

গত ৭ অক্টোবর থেকে শুরু হয়েছে ইজ়রায়েল-হামাসের লড়াই। দু’পক্ষের এই লড়াইয়ে ইতিমধ্যেই প্রায় তিন হাজার জনের মৃত্যু হয়েছে। আহত কয়েক হাজার। গাজ়াকে অবরুদ্ধ করে একের পর এক বিমান হামলা চালাচ্ছে ইজ়রায়েল। হামাসের গোপন ডেরাগুলি খুঁজে সেগুলিকে নিশ্চিহ্ন করার কাজও শুরু করে দিয়েছে তারা।

ছবি: সংগৃহীত।

১৪ ১৫
ইজ়রায়েল হুঁশিয়ারি দিয়েছে, যাঁদের অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে, তাঁদের যদি মুক্তি না দেওয়া হয়, তা হলে আরও ভয়ানক পরিণতি হবে গাজ়ার। প্রথমে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। তার পর জ্বালানি সরবরাহ আটকে দেওয়া হয়। সবশেষে জলের সরবরাহও বন্ধ করে দিয়েছে ইজ়রায়েল। আর সেই সঙ্গে হুঁশিয়ারি দিয়েছে, এ বার এক ফোঁটা জলের জন্যও ছটফট করতে হবে গাজ়াকে।

ইজ়রায়েল হুঁশিয়ারি দিয়েছে, যাঁদের অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে, তাঁদের যদি মুক্তি না দেওয়া হয়, তা হলে আরও ভয়ানক পরিণতি হবে গাজ়ার। প্রথমে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। তার পর জ্বালানি সরবরাহ আটকে দেওয়া হয়। সবশেষে জলের সরবরাহও বন্ধ করে দিয়েছে ইজ়রায়েল। আর সেই সঙ্গে হুঁশিয়ারি দিয়েছে, এ বার এক ফোঁটা জলের জন্যও ছটফট করতে হবে গাজ়াকে।

ছবি: সংগৃহীত।

১৫ ১৫
গাজ়া সীমান্তলাগোয়া সুফা আউটপোস্টে শুক্রবার হামাসের বাঙ্কারে অভিযান চালায় ইজ়রায়েল সেনার ‘শায়িটেট ১৩’ ইউনিট। রুদ্ধশ্বাস লড়াইয়ের পর বাঙ্কার থেকে অপহৃত নাগরিকদের উদ্ধার করে ইজ়রায়েলের এই এলিট বাহিনী। শুধু তাই-ই নয়, হামাসের ৬০ সদস্যকে খতমও করে তারা।

গাজ়া সীমান্তলাগোয়া সুফা আউটপোস্টে শুক্রবার হামাসের বাঙ্কারে অভিযান চালায় ইজ়রায়েল সেনার ‘শায়িটেট ১৩’ ইউনিট। রুদ্ধশ্বাস লড়াইয়ের পর বাঙ্কার থেকে অপহৃত নাগরিকদের উদ্ধার করে ইজ়রায়েলের এই এলিট বাহিনী। শুধু তাই-ই নয়, হামাসের ৬০ সদস্যকে খতমও করে তারা।

ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy