In the face of Houthi airstrike, workers on Rubimar ship abandon the ship to be safe in Red sea dgtl
Houthi's Attack In Red Sea
আবারও হুথি হানা লোহিত সাগরে, ক্ষেপণাস্ত্র হামলা আমেরিকার প্রতিবেশী দেশের জাহাজে
উত্তর আমেরিকা মহাদেশের ছোট দেশ বেলিজের বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় হুথি জঙ্গিরা।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:০৪
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৫
দিন কয়েক আগেই আমেরিকা ও ব্রিটেনের বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে লোহিত সাগরে হামলা চালায় হুথিরা। ক্ষেপণাস্ত্রের নিশানায় ঘায়েল হন অনেকে। সেই ছবিই কয়েক দিনের বিরতি নিয়ে আবারও ফিরে এসেছে। এ বারেও লক্ষ্য লোহিত সাগরের একটি বাণিজ্যিক জাহাজ।
০২১৫
ক্যারিবিয়ান সাগরের ছোট দেশ বেলিজের বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় হুথি জঙ্গিরা। রবিবার সন্ধ্যায় সে দেশের পতাকাবাহী ‘রুবিমার’ নামে এই জাহাজ লোহিত সাগরে আচমকা হুথি হানার মুখে পড়ে।
০৩১৫
হঠাৎই সেটি লক্ষ্য করে পর পর দু’বার ক্ষেপণাস্ত্র হামলা চালায় হুথি। আতঙ্কে জাহাজ ছেড়ে পালান রুবিমারের কর্মীরা।
০৪১৫
তাঁদের উদ্ধারের জন্য ছুটে যায় আর একটি বাণিজ্যিক জাহাজ এবং হুথি প্রতিরোধে গঠিত হওয়া যৌথ বাহিনী।
০৫১৫
সোমবার সকালে আমেরিকার সেনাবাহিনীর সেন্ট্রাল কম্যান্ডের তরফে জানানো হয়েছে, নিকটবর্তী একটি বন্দরে পৌঁছে দেওয়া হয়েছে আক্রান্ত জাহাজের কর্মীদের।
০৬১৫
গত নভেম্বর মাস থেকেই লোহিত সাগরে একের পর এক বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে আক্রমণ চালিয়ে যাচ্ছে ইরানের সমর্থনপুষ্ট ইয়েমেনের বিদ্রোহী জঙ্গি সংগঠন হুথি।
০৭১৫
তবে এই প্রথম তাদের হামলার পর জাহাজ ছেড়ে পালালেন কর্মীরা।
০৮১৫
এই ঘটনার পর হুথির এক মুখপাত্র জানিয়েছেন, তাদের হামলার জেরে জাহাজটিই ডুবে গিয়েছে। যদিও এই বক্তব্যের সত্যতা এখনও মেলেনি।
০৯১৫
জাহাজটি পরিত্যক্ত অবস্থায় সমুদ্রের উপরেই রয়েছে বলে মনে করছেন কেউ কেউ। ‘রুবিমার’ তুলনায় ছোট একটি বাণিজ্যিক জাহাজ।
১০১৫
সমুদ্রে জাহাজ চলাচলের পরিসংখ্যান নিয়ে কাজ করা একটি আন্তর্জাতিক সংস্থার সূত্রে জানা গিয়েছে, ‘রুবিমারে’র মালিক ব্রিটেনের বাসিন্দা।
১১১৫
ইজ়রায়েল-হামাস সংঘর্ষের মধ্যে প্যালেস্টাইনের পাশে থাকার বার্তা দিয়ে লোহিত সাগরে গত তিন মাস ধরেই বাণিজ্যিক জাহাজগুলিতে হুথিরা হামলা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
১২১৫
হামলা চালানো হচ্ছে মূলত আমেরিকা এবং ব্রিটেনের জাহাজগুলিতে। যার জেরে অশান্ত হয়ে উঠেছে লোহিত সাগর।
১৩১৫
সম্প্রতি ইয়েমেনে হুথিদের ৩৬টি ঘাঁটিতে হামলা চালিয়েছিল আমেরিকা এবং ব্রিটেন। তাদের সঙ্গে আরও ছ’টি দেশ হাত মেলায়।
১৪১৫
এই হামলার পর প্রতিশোধের হুমকি দিয়েছিল হুথিরা। তাদের তরফে জানানো হয়, আক্রমণ করে তাদের দমিয়ে রাখা যাবে না।
১৫১৫
তারা আরও জানায়, এই আক্রমণের উপযুক্ত জবাব দেবে তারা।