নব্বইয়ের দশকের শেষ দিকে প্রায় খাদের ধারে চলে গিয়েছিল ববির কেরিয়ার। অথচ ওই দশকের মাঝামাঝি বলিপর্দায় অভিষেকেই তুফান তুলেছিলেন তিনি। রাজকুমার সন্তোষীর রোম্যান্টিক-অ্যাকশন ফিল্ম ‘বরসাত’-এ এক রাগী যুবকের স্বপ্নালু প্রেমকাহিনি ফুটিয়ে তুলেছিলেন ববি। রোম্যান্স, অ্যাকশনের পাশাপাশি দক্ষ নাচিয়ে হিসেবেও ববিকে কুর্নিশ করেছিল বলিউড।
নব্বইয়ের দশকের শেষ দিকে ববির একাধিক ফিল্ম বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। এক সময় নিরাশা ঘিরে ধরে তাঁকে। ২০১৬ সালে একটি নাইট ক্লাবে ডিজে-র ভূমিকায় নেমে যথেষ্ট বিতর্কে জড়িয়ে পড়েন ববি। তাঁর কথায়, ‘‘ওই নাইট ক্লাবে এক জন আমন্ত্রণ জানিয়েছিলেন। সেখানে গিয়ে দেখি বিজ্ঞাপন দিয়ে জানানো হয়েছে যে আমি সে রাতের ডিজে। যদিও আমাকে বলা হয়েছিল, বিশেষ কিছুই করতে হবে না।’’
ববির বিরুদ্ধে অভিযোগ, সে রাতে নাইট ক্লাবের ডিজে হিসেবে সারা রাত নিজের ফিল্ম ‘গুপ্ত’-এর গানই বাজিয়ে গিয়েছেন তিনি। তাতেই ক্ষেপে যান নাইট ক্লাবের অতিথিরা। তবে সে ঘটনারও সাফাই দিয়েছেন ববি। তিনি বলেন, ‘‘সকলেই যে ডিজে হতে পারেন, এমন তো নয়। মিউজিক কনসোল সামলানো মুখের কথা নয়। এটা বেশ জটিল কাজ। সে রাতে নাইট ক্লাবে সময় কাটানোর জন্য গিয়েছিলাম। কিন্তু, তা যে এ ভাবে বুমেরাং হয়ে যাবে কে জানত!’’
ববি বলেছেন, ‘‘ইমতিয়াজের ফিল্ম ‘সোচা না থা’ দেখে আমি যেচে যোগাযোগ তাঁর সঙ্গে করি। কাজেরও প্রশংসা করেছিলাম। বলিউডে যে তাঁর ভবিষ্যৎ উজ্জ্বল, তা-ও জানিয়েছিলাম। এমনকি, ইমতিয়াজের সঙ্গে কাজ করার ইচ্ছেও রয়েছে বলেছিলাম। সে সময় ‘জব উই মেট’-এর চিত্রনাট্য তৈরি ছিল। তবে সেটি ‘গীত’ নামে লেখা হয়েছিল। ওই ফিল্মের জন্য ইমতিয়াজ ফাইনান্সার খুঁজছিলেন।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy