Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
Maldives

ঋণের বোঝায় টলমল মলদ্বীপ, সতর্ক করল বিশ্ব অর্থভান্ডারও! নতুন বন্ধুই কি বিপদে ফেলছে দ্বীপরাষ্ট্রকে?

আইএমএফ সতর্ক করেছে যে, যে ভাবে সে দেশের সরকার বিদেশ থেকে ঋণের বোঝা নিজেদের ঘাড়ে চাপাচ্ছে, তাতে ‘ঋণ সঙ্কট’ দেখা দিতে পারে সে দেশে।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:০৬
Share: Save:
০১ ২২
IMF warns Maldives on foreign debt crisis after borrowings from China

বড়সড় বিপদের মুখে পড়তে চলেছে মলদ্বীপ! চরম আর্থিক সঙ্কটের মুখোমুখি হতে পারে ভারতের প্রতিবেশী দ্বীপরাষ্ট্র। অন্তত তেমনটাই ইঙ্গিত মিলছে আন্তর্জাতিক অর্থভান্ডার (আইএমএফ)-এর বার্তায়।

০২ ২২
IMF warns Maldives on foreign debt crisis after borrowings from China

বুধবার আইএমএফ সতর্ক করে জানিয়েছে যে, যে ভাবে সে দেশের সরকার বিদেশ থেকে ঋণের বোঝা নিজেদের ঘাড়ে চাপাচ্ছে, তাতে ‘ঋণ সঙ্কট’ দেখা দিতে পারে সে দেশে।

০৩ ২২
IMF warns Maldives on foreign debt crisis after borrowings from China

সম্প্রতি ভারতের হাত ‘ছেড়ে’ চিনের হাত ‘ধরেছে’ মলদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জুর সরকার।

০৪ ২২
IMF warns Maldives on foreign debt crisis after borrowings from China

নভেম্বর মাসে মহম্মদ সোলিকে সরিয়ে মলদ্বীপের প্রেসিডেন্টের আসনে বসেছেন ‘চিনপন্থী’ হিসাবে পরিচিত মুইজ্জু। ক্ষমতায় আসার পর থেকেই বেজিং এবং মালের বন্ধুত্ব গভীর হতে দেখা গিয়েছে।

০৫ ২২
IMF warns Maldives on foreign debt crisis after borrowings from China

মুইজ্জু সরকার গঠনের পর ‘উন্নয়নের স্বার্থে’ মলদ্বীপকে তহবিল দিয়ে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছিল চিনের শি জিনপিং সরকার।

০৬ ২২
IMF warns Maldives on foreign debt crisis after borrowings from China

সম্প্রতি বেজিং সফরে গিয়েছিলেন মুইজ্জু। ফিরে আসার পরেই উন্নয়নের জন্য ‘নিঃস্বার্থ সহায়তা’ করার জন্য চিনকে ধন্যবাদ জানান তিনি।

০৭ ২২
IMF warns Maldives on foreign debt crisis after borrowings from China

বিভিন্ন সূত্রে খবর, চিনের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ ধার নিয়েছে মলদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জুর সরকার। যদিও সেই কারণেই মলদ্বীপ ঋণ সঙ্কটের মুখে পড়তে পারে কি না, তা স্পষ্ট করেনি আইএমএফ।

০৮ ২২
IMF warns Maldives on foreign debt crisis after borrowings from China

বিদেশ থেকে ঋণবাবদ কত টাকা মলদ্বীপ নিয়েছে, তারও বিশদ বিবরণ দেয়নি আইএমএফ। তবে বিদেশি ঋণ নিয়ে মলদ্বীপ সরকারের ‘জরুরি নীতি সমন্বয়ের’ প্রয়োজন রয়েছে বলে স্পষ্ট করেছে আন্তর্জাতিক অর্থভান্ডার।

০৯ ২২
IMF warns Maldives on foreign debt crisis after borrowings from China

সে দেশের অর্থনীতির পর্যালোচনার পরে আইএমএফ বলেছে, ‘‘উল্লেখযোগ্য নীতিগত পরিবর্তন ছাড়াই মলদ্বীপের সামগ্রিক রাজস্বে ঘাটতি এবং ঋণ বৃদ্ধির অনুমান করা হচ্ছে।’

১০ ২২
IMF warns Maldives on foreign debt crisis after borrowings from China

মলদ্বীপ বিদেশি এবং সামগ্রিক ঋণ সঙ্কটের ঝুঁকির মুখে রয়েছে বলেও বিবৃতি দিয়ে জানিয়েছে আইএমএফ।

১১ ২২
IMF warns Maldives on foreign debt crisis after borrowings from China

মলদ্বীপ সরকার সম্প্রতি সে দেশে একটি বিমানবন্দরের এলাকা বৃদ্ধি এবং হোটেলের সংখ্যা বৃদ্ধির কথা জানিয়েছে। যদিও আইএমএফ জানাচ্ছে, সে দেশের অর্থনীতি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং ঝুঁকি বেড়েছে।

১২ ২২
IMF warns Maldives on foreign debt crisis after borrowings from China

মলদ্বীপের মূল আকর্ষণ অপূর্ব প্রাকৃতিক দৃশ্য। নীল জলরাশি, ঝিকিমিকি লেগুন, সাদা বালির সৈকত, প্রচুর প্রবাল— মলদ্বীপে গেলে মন ভাল করার মতো জিনিসের অভাব নেই।

১৩ ২২
IMF warns Maldives on foreign debt crisis after borrowings from China

মলদ্বীপের আয়ের মূল উৎস পর্যটন। সে দেশের অর্থনীতির এক তৃতীয়াংশ আসে পর্যটন থেকে।

১৪ ২২
IMF warns Maldives on foreign debt crisis after borrowings from China

কিন্তু কোভিড আবহে মলদ্বীপের পর্যটন শিল্প মুখ থুবড়ে পড়েছিল। সম্প্রতি ‘ভারত-বৈরিতা’র জেরে ভারতীয়রাও মলদ্বীপ বয়কটের ডাক দিয়েছেন।

১৫ ২২
IMF warns Maldives on foreign debt crisis after borrowings from China

প্রতি বছর বহু ভারতীয় মলদ্বীপে ঘুরতে যেতেন। ভারতীয়দের বয়কটের জেরে দ্বীপরাষ্ট্রের পর্যটনও এ বার চাপের মুখে।

১৬ ২২
IMF warns Maldives on foreign debt crisis after borrowings from China

মুইজ্জুর রাজনৈতিক গুরু তথা প্রাক্তন প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিনও ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার সময় নির্মাণ প্রকল্পের জন্য বেজিং থেকে প্রচুর ঋণ নিয়েছিলেন।

১৭ ২২
IMF warns Maldives on foreign debt crisis after borrowings from China

মলদ্বীপের অর্থ মন্ত্রককে উদ্ধৃত করে বিশ্বব্যাঙ্ক জানিয়েছে, ২০২১ সালের হিসাবে চিনের কাছ থেকে ঋণবাবদ মলদ্বীপের নেওয়া ৩০০ কোটি ডলারের ৪২ শতাংশ মেটানো বাকি ছিল। তার মধ্যেই আবার নতুন আশঙ্কার কথা শোনাল আইএমএফ।

১৮ ২২
IMF warns Maldives on foreign debt crisis after borrowings from China

সম্প্রতি, ভারত-মলদ্বীপের কূটনৈতিক সম্পর্কের টানাপড়েন দেখেছে সারা বিশ্ব, যার সূত্রপাত চলতি বছরের গোড়া থেকে।

১৯ ২২
IMF warns Maldives on foreign debt crisis after borrowings from China

সম্প্রতি লক্ষদ্বীপ সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সফরের বেশ কিছু ছবি এবং ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়।

২০ ২২
IMF warns Maldives on foreign debt crisis after borrowings from China

অভিযোগ, এর পর মলদ্বীপের তিন মন্ত্রী, মরিয়ম শিউনা, মালশা শরিফ এবং মাহজ়ুম মাজিদ ভারত এবং মোদীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। পরে অবশ্য বিতর্কের মুখে পোস্টগুলি মুছে দেওয়া হয়েছিল।

২১ ২২
IMF warns Maldives on foreign debt crisis after borrowings from China

মলদ্বীপের বিরোধী নেতাদের চাপের মুখে তিন মন্ত্রীকে সাসপেন্ড করতে বাধ্য হন প্রেসিডেন্ট মুইজ্জু। কিন্তু সংঘাতের পরিস্থিতি তাতে প্রশমিত হয়নি। মলদ্বীপের অন্দরেও সমালোচনার মুখে পড়েন মুইজ্জু।

২২ ২২
IMF warns Maldives on foreign debt crisis after borrowings from China

এর পর সম্প্রতি আবার ভারতকে ১৫ মার্চের মধ্যে মলদ্বীপ থেকে সেনা সরানোর ‘আর্জি’ জানিয়েছিল মুইজ্জু সরকার। পরে দু’পক্ষের আলোচনার পর মুইজ্জু সরকার ঘোষণা করে, ১০ মে-র মধ্যে সে দেশ থেকে সেনা ‘প্রতিস্থাপন’ করবে ভারত। যদিও ভারত এ বিষয়ে বিশদে কোনও মন্তব্য করেনি।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy