Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
IAS Pradeep Kasni

এক মাসে তিন বার বদলি! ৩৪ বছরের কর্মজীবনে ৭১ বার বদলি হয়েছিলেন আইএএস

অবসর নেওয়ার আগে শেষ ছ’মাস বেতনই পাননি। তবে যত দিন চাকরি করেছেন, সততার জন্যই পরিচিত হয়েছেন আইএএস প্রদীপ কাসনি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৩ ১৬:০৯
Share: Save:
০১ ১৭
image of Pradeep Kasni

৩৪ বছরের চাকরিজীবনে ৭১ বার বদলি হয়েছেন। অবসর নেওয়ার আগে শেষ ছ’মাস বেতনই পাননি। তবে যত দিন চাকরি করেছেন, সততার জন্যই পরিচিত হয়েছেন আইএএস প্রদীপ কাসনি।

০২ ১৭
image of Pradeep Kasni

১৯৮০ সালে হরিয়ানার সিভিল সার্ভিস পরীক্ষায় পাশ করে অফিসার হয়েছিলেন প্রদীপ। ১৯৮৪ সালে হরিয়ানা সরকারের কাজে যোগ দেন। ১৯৯৭ সালে তিনি আইএএস হন।

০৩ ১৭
image of Pradeep Kasni

কর্মজীবনে বার বার বদলি হয়েছেন প্রদীপ। অভিযোগ, এমন জায়গায় বদলি করা হয়েছিল তাঁকে, যে দফতরের আদতে কোনও অস্তিত্বই ছিল না। সেখানে বসার জন্য চেয়ার পর্যন্ত ছিল না। আটকে দেওয়া হয়েছিল তাঁর বেতন, ভাতা। মামলা করেছিলেন প্রদীপ।

০৪ ১৭
image of Pradeep Kasni

২০১৭ সালে প্রদীপের পোস্টিং হয়েছিল হরিয়ানার ল্যান্ড ইউজ় বোর্ডের অফিসার অন স্পেশাল ডিউটি পদে। বদলির পরেই তিনি বুঝতে পেরেছিলেন, কিছু একটা গন্ডগোল রয়েছে।

০৫ ১৭
image of Pradeep Kasni

প্রদীপ দেখেন, ওই বোর্ডে না রয়েছে কোনও নথি, না কোনও ফাইল। এমনকি কোনও কর্মীও ছিলেন না। এর পরেই সন্দেহ হয় প্রদীপের।

০৬ ১৭
image of Pradeep Kasni

তিনি আরটিআই করেন। তাতে দেখা যায়, দীর্ঘ দিন আগেই ওই বোর্ড প্রত্যাহার করা হয়েছিল। তার পরেও কেন তাঁকে নিয়োগ করা হয়েছিল, সেই নিয়ে রয়েছে প্রশ্ন।

০৭ ১৭
image of Pradeep Kasni

এই নিয়ে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল (সিএটি)-এ আবেদন করেন প্রদীপ। সেই নিয়ে মামলা চলে।

০৮ ১৭
image of Pradeep Kasni

শুনানিতে জানা যায়, হরিয়ানার পরিবেশ দফতরের অধীনে প্রথম ল্যান্ড ইউজ় বোর্ড চালু করা হয়েছিল। পরে তা কৃষি দফতরের অধীনে আনা হয়েছিল।

০৯ ১৭
image of Pradeep Kasni

কৃষি দফতর পরে প্রস্তাব দেয় এই বোর্ড তুলে নেওয়ার। সেই প্রস্তাবে সায় দেয় রাজ্য সরকার। ২০০৮ সালেই রদ হয় ল্যান্ড ইউজ় বোর্ড।

১০ ১৭
image of Pradeep Kasni

সেই মামলা অবসরের পরেও চালিয়েছিলেন প্রদীপ। তাঁর স্ত্রী নীলম কাসনিও সরকারি কর্মী ছিলেন। হরিয়ানার রাজ্যপালের এডিসি (অ্যাসিসট্যান্ট ডেপুটি কমিশনার) হিসাবে কাজ করেছিলেন। ২০১৭ সালে অবসর নেন তিনি।

১১ ১৭
image of Pradeep Kasni

অভিযোগ, ক্ষমতায় যখন কংগ্রেস ছিল তখনই সব থেকে বেশি বদলি হয়েছিলেন প্রদীপ। তবে বিজেপি আমলেও ছবিটা প্রায় একই ছিল। ২০১৪ সালে হরিয়ানায় ক্ষমতায় আসে বিজেপি। মুখ্যমন্ত্রী হয়েছিলেন মনোহর লাল খট্টর। তার পর থেকে ১২ বার বদলি হয়েছিলেন।

১২ ১৭
image of Pradeep Kasni

২০১৬ সালের সেপ্টেম্বরেই বদলি হয়েছিলেন তিন বার। একটি সংবাদমাধ্যমকে প্রদীপ জানিয়েছিলেন, হরিয়ানার খট্টর সরকার আশ্বাস দিয়েছিল দু’বছরের আগে আমলাদের বদলি করা হবে না। আমলারা নিজেদের কাজের জন্য নিজেরাই দায়ী থাকবেন। কর্তব্যচ্যুত হলে পদক্ষেপ করা হবে। তার পরেও কোনও আমলাকে বদলির প্রয়োজন হলে কমিটি গঠন করা হবে। সেই কমিটির প্রস্তাবে বদলি করা হবে।

১৩ ১৭
image of Pradeep Kasni

প্রদীপ প্রশ্ন তুলেছিলেন, এ সব পদক্ষেপ ছাড়াই তবে কেন তাঁকে বার বার বদলি করা হয়েছিল? সেই প্রশ্নের জবাব মেলেনি।

১৪ ১৭
image of Pradeep Kasni

আরও একটি কারণে হরিয়ানা সরকারের সঙ্গে সংঘাত হয়েছিল তাঁর। প্রদীপ নিজেই একটি সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন সে কথা। তাঁর অভিযোগ, কংগ্রেস সরকার তাঁর দফতরে তাঁকে না জানিয়েই নিয়োগ করছিল।

১৫ ১৭
image of Pradeep Kasni

প্রদীপ প্রতিবাদ করেছিলেন। তিনি জানিয়েছিলেন, রাজ্যপাল নিয়োগ করতে পারেন। কিন্তু তিনি সে রকম কোনও নির্দেশ দেননি। তা হলে তিনি কেন সেই নিয়োগ মানবেন।

১৬ ১৭
image of Pradeep Kasni

প্রদীপ এই অভিযোগও করেন যে, ফাইলগুলিকে কী ভাবে দেখা হবে, তা নির্দিষ্ট করে দিতে চান মন্ত্রীরা। অন্য রকম কিছু ঘটলেই নেমে আসে কোপ।

১৭ ১৭
image of Pradeep Kasni

২০১৮ সালে অবসর নেন তিনি। তাঁর আক্ষেপ, সহকর্মী আমলারা যদি তাঁর পাশে থাকতেন, তা হলে পরিস্থিতি অনেকটাই অন্য রকম হত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy