IAS Athar Aamir Khan's wife Dr Mehreen Qazi, fans call her Kashmir ki Kali all you need to know dgtl
IAS Athar Aamir Khan's Wife
দেশের এক আইএএস-এর স্ত্রী, কে এই ‘কাশ্মীর কি কলি’
এক সময় আইএএস টিনা দাবির সঙ্গে তাঁর প্রেম ঘিরে জোর চর্চা চলেছিল। তবে সে সব এখন অতীত। দ্বিতীয় স্ত্রীকে নিয়ে সুখের সংসার আতাহারের।
সংবাদ সংস্থা
নয়াদিল্লিশেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৩ ১২:৩৬
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৬
১৯৬৪ সাল। পরিচালক শক্তি সামন্তের হাত ধরে সে বছর রুপোলি পর্দায় এক ‘কাশ্মীর কি কলি’কে দেখে তুফান উঠেছিল অগণিত পুরুষ-হৃদয়ে। কাশ্মীরি তরুণীর বেশে দেখা গিয়েছিল শর্মিলা ঠাকুরকে। তবে এ তো সিনেমার কথা। এত বছর বাদে এ বার বাস্তবের এক ‘কাশ্মীর কি কলি’কে নিয়ে জোর চর্চা শুরু হয়েছে সমাজমাধ্যমে।
ছবি সংগৃহীত।
০২১৬
তাঁর নাম মেহরিন কাজি। শ্রীনগরের তরুণী। পেশায় চিকিৎসক। এই ‘কাশ্মীর কি কলি’ই এই মুহূর্তে সমাজমাধ্যমে চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছেন।
ছবি সংগৃহীত।
০৩১৬
তবে মেহরিনের আরও একটি পরিচয় রয়েছে। আর সেই পরিচয়ের সুবাদেই তাঁর এত জনপ্রিয়তা। আইএএস আতাহার আমির খানের দ্বিতীয় স্ত্রী মেহরিন।
ছবি সংগৃহীত।
০৪১৬
মেহরিনকে নিয়ে চর্চার আগে আতাহার আমিরকে নিয়ে কিছু কথা না বললেই নয়। ২০১৫ সালে ইউপিএসসি পরীক্ষায় দ্বিতীয় হয়েছিলেন জম্মু ও কাশ্মীরের অনন্তনাগের আতাহার।
ছবি সংগৃহীত।
০৫১৬
আর ওই পরীক্ষায় প্রথম হয়েছিলেন টিনা দাবি। এর পর পরই টিনার সঙ্গে আতাহারের প্রেমকাহিনি শুরু হয়।
ছবি সংগৃহীত।
০৬১৬
২০১৮ সালে ধুমধাম করে বিয়ে হয় টিনা এবং আতাহারের। যা ঘিরে জোর চর্চা চলেছিল সেই সময়।
ছবি সংগৃহীত।
০৭১৬
দুই আইএএস কৃতীর এমন প্রেমকাহিনি তো সচরাচর দেখা যায় না। তাই টিনা এবং আতাহারের ‘লভস্টোরি’ নজর কেড়েছিল। আবার, দু’জন দুই ধর্মের হওয়ায় এই বিয়ে নিয়ে সেই সময় বিতর্কও বেঁধেছিল বিভিন্ন মহলে।
ছবি সংগৃহীত।
০৮১৬
তবে, টিনা এবং আতাহারের বিয়ে টেকেনি। ২০২১ সালে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। এই নিয়ে নতুন করে চর্চায় ফিরেছিলেন ওই যুগল।
ছবি সংগৃহীত।
০৯১৬
টিনার সঙ্গে বিচ্ছেদের পরই আতাহারের জীবনে আসেন ‘কাশ্মীর কি কলি’। মেহরিন শ্রীনগরের মেয়ে। আতাহারও জম্মু ও কাশ্মীরের।
ছবি সংগৃহীত।
১০১৬
২০২২ সালের অক্টোবর মাসে তাঁদের বিয়ে হয়। আর এর পর থেকেই চর্চায় এসেছেন মেহরিন।
ছবি সংগৃহীত।
১১১৬
সমাজমাধ্যমে বেশ জনপ্রিয় মেহরিন। ইনস্টাগ্রামে তাঁর অনুরাগীর সংখ্যা ৪ লক্ষেরও বেশি। রোজই নিত্যনতুন ছবি পোস্ট করেন আতাহার-ঘরনি।
ছবি সংগৃহীত।
১২১৬
তাঁর পরনে কাফতান। হাতে ব্যাগ। পায়ে কালো রঙের জুতো। খোলা চুল। এই অবতারেই ইনস্টাগ্রামে ঝড় তুলেছেন আইএএস-ঘরনি।
১৩১৬
মেহরিনের এই ছবি দেখে ভালবাসার ইমোজি দিয়েছেন আতাহার। আর তাঁর অনুরাগীদের কেউ কেউ বলছেন, ‘‘কাশ্মীর কি কলি।’’
১৪১৬
মেহরিন পেশায় চিকিৎসক। মেডিসিন নিয়ে স্নাতকোত্তর। বর্তমানে দিল্লির রাজীব গান্ধী ক্যানসার ইনস্টিটিউট অ্যান্ড রিসার্চ সেন্টারে কর্মরতা তিনি।
ছবি সংগৃহীত।
১৫১৬
অতীতে দিল্লির আম্বেডকর বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন মেহরিন। সেই সঙ্গে গ্রেট ব্রিটেন থেকে ক্লিনিক্যাল কসমেটোলজি নিয়ে স্নাতকোত্তর ডিপ্লোমা করেন।
ছবি সংগৃহীত।
১৬১৬
বর্তমানে মেহরিনের সঙ্গে সুখের সংসার আতাহারের। তাঁদের অনুরাগীদের কথায়, টিনা অধ্যায় এখন অতীত আতাহারের জীবনে। মেহরিনকে সঙ্গে নিয়েই ভালবাসার বাড়ি গড়েছেন আতাহার।