হৃতিক রোশন না কি তাঁর বন্ধুদের উপহার দিতে ভালবাসেন। তবে কখনও সখনও বন্ধু ‘বিশেষ’ হলে সেই ভালবাসা মাত্রা ছাড়ায়।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২২ ১৯:০৪
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১০
হৃতিক রোশন না কি তাঁর বন্ধুদের উপহার দিতে ভালবাসেন। তবে কখনও সখনও বন্ধু ‘বিশেষ’ হলে তাঁর ভালবাসা মাত্রা ছাড়ায়। এতটাই যে, উপহারের দাম শুনে একবার বেদম রেগে ঘর ছেড়েছিলেন হৃতিক ঘরনী সুজান।
০২১০
তখনও হৃতিক-সুজান বিবাহ বিচ্ছিন্ন হননি। আলাদা করেননি নিজেদের দাম্পত্যের পথ। তবে বিশেষ বন্ধুকে দেওয়া হৃতিকের বিশেষ উপহারের বহর দেখে সুজান দুই সন্তানকে নিয়ে চলে আসেন তাঁর বাবা-মায়ের কাছে।
০৩১০
হৃতিক তখন সবে শেষ করেছেন কাইট ছবির শ্যুটিং। কাইট-এর শ্যুটিংয়ে হৃতিকের সঙ্গে তঁর সহ-অভিনেত্রী বারবারা মোরির রসায়ন নিয়ে তুমুল চর্চা চলছে বলিউডে। এমনও বলা হচ্ছে, যে ‘গ্রিক গড’ প্রেমে পড়েছেন মেক্সিকান অভিনেত্রীর।
০৪১০
জন্মসূত্রে উরুগুয়ান বারবারা তখন মেক্সিকোর সিনেমাজগতের বড় আর বিখ্যাত মুখ। হৃতিকের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে প্রকাশ্যে একটিও কথা বলেননি। হৃতিকও বলছেন, ‘‘বারবারা খুব ভাল বন্ধু আমার। আমি আমার পারিবারিক জীবনে খুশি।’’
০৫১০
ঠিক সেই সময়েই প্রকাশ্যে আসে একটি খবর। জানা যায়, বন্ধু বারবারাকে কাইটের শ্যুটিং চলাকালীন একটি উপহার দিয়েছেন হৃতিক। যার দাম কম করে আড়াই থেকে তিন কোটি টাকা।
কিন্তু বন্ধু বারবারাকে কী এমন উপহার দিয়েছিলেন হৃতিক?
০৮১০
কাইট-এর শ্যুটিংয়ের এক কুশলী জানিয়েছেন, বারবারাকে একটি ভ্যানিটি ভ্যান উপহার দিয়েছিলেন অভিনেতা। এই ধরনের ভ্যানিটি ভ্যানকে সাধারণত একটি ছোট বাড়িই বলা যায়। তাতে যেমন স্নানঘর থাকে, তেমনই থাকে আরাম করার জায়গা, পোশাক রাখার জায়গা, এমনকি রান্নার ব্যবস্থাও।
০৯১০
মেক্সিকান অভিনেত্রী নিজের দেশ ছেড়ে ভারতে এসেছিলেন ছবির শ্যুটিং করতে। শ্যুটিংয়ে যাতে তিনি নিজের বাড়ির কথা মনে না করেন, সেজন্যই তাঁকে ওই গাড়ি-বাড়ি উপহার দেন বলিউডের দুগ্গু।
১০১০
কাইট ছবির ওই কুশলীই জানিয়েছেন, উপহার পেয়ে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন বারবারাও। তিনি ভাবতেই পারেননি এত দামি উপহার কেউ দিতে পারেন। হৃতিক তখন তাঁকে বলেন, তাঁদের বন্ধুত্বের সাক্ষর হিসেবে ওই উপহার গ্রহণ করতে।