‘মোকা’ কোন পথ ধরে আসছে? ঘূর্ণিঝড়ের গতিবিধি জানার সহজ পদ্ধতি হাতের মুঠোয়
‘মোকা’ তৈরি হলে তা অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে জানিয়েছে মৌসম ভবন। চলতি সপ্তাহের শেষে স্থলভাগে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১০ মে ২০২৩ ০৮:২৬
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৬
চলতি সপ্তাহেই তৈরি হতে পারে ঘূর্ণিঝড় ‘মোকা’। বঙ্গোপসাগরে নিম্নচাপ ক্রমশ ঘনীভূত হচ্ছে। ক্রমেই তা শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ঘূর্ণিঝড় নিয়ে আশঙ্কায় রয়েছেন অনেকেই। শেষ পর্যন্ত কোন পথ ধরে এগোবে ‘মোকা’, এই নিয়ে সামগ্রিক পরিস্থিতির উপর নজর রেখেছে মৌসম ভবন।
ছবি সংগৃহীত।
০২১৬
মৌসম ভবন জানিয়েছে, বুধবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগর, আন্দামান সাগরে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। তার পর বৃহস্পতিবার উত্তর-উত্তরপশ্চিম দিক বরাবর পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের দিকে এগোবে।
ছবি সংগৃহীত।
০৩১৬
এর পরই ‘মোকা’র পথ বদল হতে পারে। বাঁক নিয়ে তা উত্তর-উত্তরপূর্ব দিক বরাবর বাংলাদেশ-মায়ানমার উপকূলের দিকে এগোতে পারে।
ছবি সংগৃহীত।
০৪১৬
তবে ঘূর্ণিঝড় কোথায় আছড়ে পড়বে, তা এখনও জানা যায়নি। মনে করা হচ্ছে, চলতি সপ্তাহের শেষেই স্থলভাগে আছড়ে পড়তে পারে ‘মোকা’।
ছবি সংগৃহীত।
০৫১৬
ঘূর্ণিঝড় কোন পথ ধরে এগোবে, কবেই বা আছড়ে পড়বে— এই নিয়ে জোর আলোচনা চলছে। প্রতিনিয়ত ঘূর্ণিঝড় নিয়ে পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। চাইলে আপনি নিজেই ঝড়ের গতিবিধি জানতে পারবেন। কী ভাবে?
ছবি সংগৃহীত।
০৬১৬
বেশ কিছু ‘সাইক্লোন ট্র্যাকার’ রয়েছে। অর্থাৎ, যেখানে ঘূর্ণিঝড়ের গতিবিধি দেখা যেতে পারে। এর মধ্যে রয়েছে ‘জুম আর্থ’। ঘূর্ণিঝড় নিয়ে নানা আপডেট জানা যাবে এখান থেকে। কোন এলাকায় আঘাত হানতে পারে ঝড়, তা জানা যেতে পারে এই ট্র্যাকার মারফত।
ছবি সংগৃহীত।
০৭১৬
শুধু তাই নয়, ঝড়ের বেগ কত, তাপমাত্রা কেমন থাকবে, তা-ও জানা যাবে এই ওয়েবসাইট মারফত। মোবাইল ফোন, কম্পিউটার বা ল্যাপটপে সহজেই এই ওয়েবসাইট থেকে ঝড় সংক্রান্ত তথ্য জানা যাবে।
ছবি সংগৃহীত।
০৮১৬
‘রেনভিউয়ার ডট কম’ নামে আরও একটি ওয়েবসাইট রয়েছে। এখানেও ঘূর্ণিঝড়ের গতিবিধি জানা যাবে। প্রতি মুহূর্তের আপডেট জানা যাবে এই ওয়েবসাইট থেকে। স্মার্টফোনে রেনভিউয়ার অ্যাপ ডাউনলোড করে তথ্য পাওয়া যাবে।
ছবি সংগৃহীত।
০৯১৬
‘সাইক্লোকেন ডট কম’ নামে আরও একটি ওয়েবসাইট রয়েছে। এই ওয়েবসাইটে ‘মোকা’র গতিপথ নিয়ে আলাদা করে একটা অংশ তৈরি করা হয়েছে। সেখানে ক্লিক করলে ‘মোকা’ সম্পর্কে তথ্য জানা যাবে।
ছবি সংগৃহীত।
১০১৬
তবে ঘূর্ণিঝড়ের প্রভাবে ক্ষতিগ্রস্ত এলাকা সম্বন্ধে ওই ওয়েবসাইট মারফত জানা যাবে না।
ছবি সংগৃহীত।
১১১৬
ঘূর্ণিঝড় এবং আবহাওয়ার অন্যান্য পূর্বাভাস সম্পর্কে তথ্য পাওয়া যাবে ‘স্কাইমেট ওয়েদার’ ওয়েবসাইট থেকে।
ছবি সংগৃহীত।
১২১৬
ঘূর্ণিঝড় সংক্রান্ত যাবতীয় তথ্য এবং আপডেট প্রতিনিয়ত দিচ্ছে মৌসম ভবন। ‘মোকা’ তৈরি হলে তা কোন পথ ধরে এগোবে, সে সংক্রান্ত সব তথ্য জানাবে মৌসম ভবন।
ছবি সংগৃহীত।
১৩১৬
ঝড় নিয়ে প্রতিনিয়ত তথ্য দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতরও। ফলে ঝড় এবং আবহাওয়া সংক্রান্ত খবর জানতে হাওয়া অফিসের পূর্বাভাসের দিকেও নজর রাখতে পারেন।
ছবি সংগৃহীত।
১৪১৬
আবহাওয়ার বিভিন্ন মডেল অনুযায়ী জানা গিয়েছে, বাংলাদেশ বা মায়ানমারে আঘাত হানতে পারে ‘মোকা’। তবে এ ব্যাপারে এখনই কিছু জানায়নি মৌসম ভবন।
ছবি সংগৃহীত।
১৫১৬
‘মোকা’ তৈরি হলে, তা অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছেন মৌসম ভবনের ডিরেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র।