How solar eclipse was seen from various countries and India dgtl
Partial Solar Eclipse
কুরুক্ষেত্র থেকে কাশ্মীর, ব্রিটেন থেকে বেলজিয়াম, খণ্ডগ্রাসের খণ্ড রূপ দেখল বিশ্ব
কলকাতায় বিকেল ৪টে ৫২ মিনিট থেকে গ্রহণ দেখা গিয়েছে। সূর্যাস্ত হয়েছে বিকেল ৫টা ৪ মিনিটে। ১২ মিনিট কলকাতার আকাশে গ্রহণ দৃশ্যমান ছিল। সন্ধ্যা ৬টা ৩২ মিনিটে গ্রহণ শেষ হবে।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২২ ১৭:৪৬
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৫
দেশ-বিদেশের নানা প্রান্ত থেকে মঙ্গলবার বিকেলে দেখা গেল খণ্ডগ্রাস সূর্যগ্রহণ। সূর্যের বেশ খানিকটা অংশ ঢাকা পড়ল চাঁদের ছায়ায়।
০২১৫
গ্রহণ শুরু হয়েছে দুপুর দুপুর ২টো ২৯ মিনিটে। সন্ধ্যা ৬টা ৩২ মিনিটে গ্রহণ শেষ হবে। অর্থাৎ, খণ্ডগ্রাস সূর্যগ্রহণ চলবে ৪ ঘণ্টা ৩ মিনিট।
০৩১৫
কলকাতায় বিকেল ৪টে ৫২ মিনিট থেকে গ্রহণ দেখা গিয়েছে। সূর্যাস্ত হয়েছে বিকেল ৫টা ৪ মিনিটে। ১২ মিনিট কলকাতার আকাশে গ্রহণ দৃশ্যমান ছিল।
০৪১৫
জম্মু ও কাশ্মীরের আকাশ থেকে যেমন দেখা গেল খণ্ডগ্রাস সূর্যগ্রহণ।
০৫১৫
প্যালেস্তাইনের গাজ়া সিটি থেকে গ্রহণ দেখা গিয়েছে। সূর্যের কিছুটা অংশ ঢাকা পড়েছে চাঁদের ছায়ায়।
০৬১৫
হরিয়ানার কুরুক্ষেত্র থেকেও গ্রহণ দেখা গিয়েছে স্পষ্ট। সেখানে পুণ্যার্থীরা গ্রহণের সময় পবিত্র নদীতে নেমে স্নানে সেরেছেন।
০৭১৫
চণ্ডীগড়ের আকাশ থেকে যেমন দেখা গিয়েছে মঙ্গলবারের সূর্যগ্রহণ।
০৮১৫
দিল্লি থেকেও স্পষ্ট গ্রহণ দেখা গিয়েছে। ১ ঘণ্টা ১৩ মিনিট ধরে খণ্ডগ্রাস সূর্যগ্রহণ দৃশ্যমান ছিল ভারতের রাজধানীতে।
০৯১৫
বেলজিয়ামের আকাশে আংশিক সূর্যগ্রহণ দেখা গেছে মঙ্গলবার।
১০১৫
পটনায় সূর্যগ্রহণ দেখার জন্য এক্স রে ফিল্ম চোখে দিয়ে আকাশে তাকিয়ে থাকতে দেখা গিয়েছে আগ্রহীদের।
১১১৫
অস্ট্রিয়ার সালজ়বার্গে দেখা গিয়েছে সূর্যের আংশিক গ্রহণ।