Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
Exchange of Rs 2000 notes

কেউ কিনছেন ঘড়ি, কেউ আম! দু’হাজারি নোট খরচে অভিনব পন্থা নিচ্ছে আমজনতা, ব্রাত্য শুধু ব্যাঙ্ক

দু’হাজার নোট তুলে নেওয়ার ঘোষণার পর থেকে কলকাতা, মুম্বই, দিল্লির মতো বড় শহরগুলির ব্যাঙ্কের বাইরে মুষ্টিমেয় মানুষের ভিড়। কারও মধ্যেই নোট বদলানোর সে রকম আগ্রহ দেখা যাচ্ছে না।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
নয়াদিল্লি শেষ আপডেট: ২৪ মে ২০২৩ ১৫:২৪
Share: Save:
০১ ২০
How people will exchange 2000 rupee notes

গত শুক্রবার সন্ধ্যায় বিজ্ঞপ্তি জারি করে চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যে বাজার থেকে সমস্ত দু’হাজার টাকার নোট তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)। পাশাপাশি এ-ও জানানো হয়েছে, ৩০ সেপ্টেম্বরের পরেও ২০০০ টাকার নোট ‘অবৈধ’ হয়ে যাবে না। যদিও আরবিআইয়ের তরফে এই বিষয়ে আর কিছু জানানো হয়নি।

০২ ২০
How people will exchange 2000 rupee notes

আরবিআইয়ের এই ঘোষণার পর দেশ জুড়ে ২০০০ টাকার নোট বদলানোর হুড়োহুড়ি পড়ে গিয়েছে। ২০০০ টাকার নোট বদলাতে পেট্রল পাম্প থেকে শুরু করে শপিং মল, বিভিন্ন জায়গায় ভিড় জমাতে শুরু করেছেন সাধারণ মানুষ। শুধু বাদ থাকছে ব্যাঙ্ক!

০৩ ২০
How people will exchange 2000 rupee notes

ব্যাঙ্কে জমা করার ঝক্কি এড়াতে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র, এমনকি বিলাসবহুল পণ্যসামগ্রী কেনার দিকেও মন দিয়েছে আমজনতা। অনেক ক্ষেত্রেই টাকার লেনদেন নিয়ে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। অনেক দোকানদারই আরবিআইয়ের ঘোষণার পর থেকে ২০০০ টাকার নোট গ্রহণ করতে সরাসরি অস্বীকার করছেন।

০৪ ২০
How people will exchange 2000 rupee notes

তা হলে কী ভাবে ২০০০ টাকার নোট কী ভাবে খরচ করছেন সাধারণ মানুষ? কী ভাবে বা সেই নোট ঝেড়ে ফেলতে চাইছেন?

০৫ ২০
How people will exchange 2000 rupee notes

দেশের অনেক ব্যবসায়ী দু’হাজার টাকার নোট গ্রহণ করতে না চাইলেও অনেকে আবার এই পরিস্থিতিকে ব্যবসা বৃদ্ধির উপায় হিসাবেই দেখছেন।

০৬ ২০
How people will exchange 2000 rupee notes

ভারতের অর্থনৈতিক রাজধানী মুম্বইয়ের ক্রফোর্ড মার্কেট এলাকার আম বিক্রেতা মহম্মদ আজহার বলেন, ‘‘শনিবার থেকে আমের বিক্রি বেড়ে গিয়েছে। বেশির ভাগ মানুষই দু’হাজারের নোট নিয়ে আম কিনতে আসছেন। একসঙ্গে অনেক আম কিনে ফিরছেন।’’

০৭ ২০
How people will exchange 2000 rupee notes

মহম্মদ আরও বলেন, “শনিবার থেকে প্রতি দিন কমপক্ষে ৮-১০টা দু’হাজারের নোট পাচ্ছি। আমি কোনও রকম আপত্তি না করেই নোটগুলি নিয়ে নিচ্ছি। আমাদের কোনও উপায় নেই। এটাই আমার ব্যবসা। ৩০ সেপ্টেম্বরের আগে একবারে সব নোট ব্যাঙ্কে জমা দিয়ে দেব। নোট অবৈধ ঘোষণা হওয়ায় কোনও ভয় নেই।” একই চিত্র দেশের অন্য বড় শহরগুলিতেও।

০৮ ২০
How people will exchange 2000 rupee notes

মধ্য মুম্বইয়ের একটি শপিং মলের বিলাসবহুল ঘড়ির দোকানের ম্যানেজার মাইকেল মার্টিস জানিয়েছেন, দু’হাজারের নোট বাজার থেকে তুলে নেওয়ার ঘোষণার পর থেকে তাঁর দোকানে বিক্রি বেড়ে গিয়েছে। বেশির ভাগ মানুষই নগদে ঘড়ি কিনছেন। যার মধ্যে দু’হাজার টাকার নোটই বেশি।

০৯ ২০
How people will exchange 2000 rupee notes

মাইকেল বলেন, ‘‘আগে দিনে আমাদের দু’তিনটি ঘড়ি বিক্রি হত। এখন সেই ঘড়ি বিক্রি বেড়ে ৪-৫টি হয়ে গিয়েছে।’’

১০ ২০
How people will exchange 2000 rupee notes

এক পরিচিত খাদ্য সরবরাহকারী সংস্থা টুইটারে লিখেছে, ‘‘শুক্রবার থেকে অনলাইনের বদলে নগদ দিয়ে (ক্যাশ অন ডেলিভারি) খাবার আনানো বেড়েছে। অন্তত ৭২ শতাংশ ক্রেতা দু’হাজার টাকার নোট দিচ্ছেন ডেলিভারি বয়দের।’’

১১ ২০
How people will exchange 2000 rupee notes

যদিও সংস্থার মুখপাত্র পরে জানান, টুইটটি ঠাট্টা করে করা হলেও অ্যাপের মাধ্যমে খাবার আনিয়ে ডেলিভারি বয়দের হাতে দু’হাজার টাকার নোট ধরানোর সংখ্যা বেড়েছে। তবে তা আসলে কত বেড়েছে তা তিনি স্পষ্ট করেননি।

১২ ২০
How people will exchange 2000 rupee notes

অনেকে আবার নামীদামি রেস্তোরাঁয় খেয়ে এবং দামি পোশাক কিনেও দু’হাজারের নোট খরচ করছেন। এমনটাই দাবি রেস্তোরাঁ এবং কাপড়ের দোকানের মালিকদের একাংশের। ভিড় বাড়ছে পেট্রল পাম্পের বাইরেও।

১৩ ২০
How people will exchange 2000 rupee notes

তবে সব দোকানের মালিক দু’হাজার টাকার নোট নিতে রাজি নন। দক্ষিণ মুম্বইয়ের এক রেস্তোরাঁর মালিকের কথায়, “আমি কোনও ভাবেই দু’হাজার টাকার নোট গ্রহণ করব না। আমি ব্যাঙ্কের লাইনে দাঁড়িয়ে টাকা জমা দেওয়ার ঝামেলায় পড়তে চাই না।”

১৪ ২০
How people will exchange 2000 rupee notes

২০১৬ সালে ১০০০ এবং ৫০০ টাকার নোটবন্দির কথা ঘোষণা করেছিল কেন্দ্র। তার পর থেকে ব্যাঙ্কে পুরনো নোট বদলে নতুন নোট পাওয়ার তাগিদে হুড়োহুড়ি পড়ে গিয়েছিল।

১৫ ২০
How people will exchange 2000 rupee notes

২০২৩-এর চিত্র একেবারেই আলাদা। দু’হাজার নোট তুলে নেওয়ার ঘোষণার পর থেকে কলকাতা, মুম্বই, চেন্নাই, দিল্লির মতো বড় শহরগুলির ব্যাঙ্কের বাইরে মুষ্টিমেয় মানুষের ভিড়। কারও মধ্যেই নোট বদলানোর সে রকম আগ্রহ দেখা যাচ্ছে না।

১৬ ২০
How people will exchange 2000 rupee notes

শহরের তুলনায় মফস্‌সল এবং গ্রামাঞ্চলে নোট বদলানোর ভিড় বেশি। তার মধ্যেও তুলনায় বেশি ভিড় লক্ষ করা যাচ্ছে ‘স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)’-র বাইরে।

১৭ ২০
How people will exchange 2000 rupee notes

২০১৬ সালের নোটবন্দির কথা মাথায় রয়েছে সাধারণ মানুষের। দেশ জুড়ে বিশৃঙ্খলার ছবি ফুটে উঠেছিল ব্যাঙ্কগুলির লাইনে। দীর্ঘ ক্ষণ লাইনে দাঁড়িয়ে ভোগান্তির কথাও সাধারণের স্মৃতি থেকে মোছেনি।

১৮ ২০
How people will exchange 2000 rupee notes

পাশাপাশি, একসঙ্গে অনেক দু’হাজারের টাকা ব্যাঙ্কে জমা করতে গেলে আয়কর বিভাগের নজরে পড়ে যাওয়ার ভয় কাজ করছে অনেকের মনে! সেই আশঙ্কা থেকেও অনেকে ব্যাঙ্কে যাওয়া এড়াচ্ছেন বলে মনে করা হচ্ছে।

১৯ ২০
How people will exchange 2000 rupee notes

একই সঙ্গে আরবিআইয়ের তরফে ২০০০ টাকার নোট‘বন্দি’ না করার কারণেও নাকি ব্যাঙ্কের লাইনে দাঁড়াতে চাইছেন না আমজনতা।

২০ ২০
How people will exchange 2000 rupee notes

প্রসঙ্গত, আগামী বছর দেশের লোকসভা নির্বাচন। সামনেই বেশ কয়েকটি রাজ্যের বিধানসভা নির্বাচনও রয়েছে। সংশ্লিষ্ট বিভিন্ন মহলের দাবি, এই সময় দেশ জুড়ে বেআইনি লেনদেনের পরিমাণ অনেক বৃদ্ধি পায়। তাই তার আগে আরবিআইয়ের এই সিদ্ধান্ত বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy