Advertisement
২২ জানুয়ারি ২০২৫
Sanjeev Kapoor

দেশে বিদেশে একাধিক রেস্তরাঁ, চ্যানেল! ভারতের বৈগ্রহিক রন্ধনশিল্পী সঞ্জীবের মোট সম্পত্তি কত?

সঞ্জীবের জন্ম হরিয়ানার অম্বালায়। তিনি নয়াদিল্লির একটি খ্যাতনামী সংস্থা থেকে হোটেল ম্যানেজমেন্ট নিয়ে ডিপ্লোমা করেন।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৩ জুলাই ২০২৩ ০৯:৫২
Share: Save:
০১ ১৭
How much Sanjeev Kapoor earns, all you need to know about Indian iconic chef

সঞ্জীব কপূর। নামটা শুনলেই মনে পড়ে যায় সদা হাসিমুখ এক রন্ধনশিল্পীর চেহারা। যাঁর হাসি এবং হাতের জাদুতে মজে থাকেন খাদ্যরসিক থেকে রন্ধনশিল্পীরা। এখনও তাঁর পদ্ধতি মেনেই ‘বাটার চিকেন’ বা ‘চিকেন ভর্তা’র মতো পদ তৈরি করেন অনেক ভারতীয়।

০২ ১৭
How much Sanjeev Kapoor earns, all you need to know about Indian iconic chef

ভারতের অন্যতম বৈগ্রহিক রন্ধনশিল্পীর আসনে বসানো হয় সঞ্জীবকে। বিখ্যাত টেলিভিশন শো ‘খানা খাজানা’র সঞ্চালক হিসাবেও এখনও তাঁকে মানুষ মনে রেখেছে।

০৩ ১৭
How much Sanjeev Kapoor earns, all you need to know about Indian iconic chef

১৯৯৩ সালে শুরু হওয়া ওই টেলিভিশন শো এতটাই জনপ্রিয় হয়েছিল যে তা প্রায় ১৮ বছর ধরে চলেছিল। মনে করা হয় সঞ্জীবের জনপ্রিয়তার জোরেই এই শো এত বছর ধরে চলেছিল।

০৪ ১৭
How much Sanjeev Kapoor earns, all you need to know about Indian iconic chef

১২০টি দেশে সম্প্রচারিত ওই শোয়ের দর্শকের সংখ্যা ছিল ৫০ কোটিরও বেশি। এই শোয়ের কারণে সঞ্জীবের নাম ছড়িয়ে পড়ে।

০৫ ১৭
How much Sanjeev Kapoor earns, all you need to know about Indian iconic chef

খুব শীঘ্রই দেশের সীমানা টপকে আন্তর্জাতিক মানের রন্ধনশিল্পী হিসাবে পরিচিতি পান সঞ্জীব।

০৬ ১৭
How much Sanjeev Kapoor earns, all you need to know about Indian iconic chef

ভারতীয় এই রন্ধনশিল্পীর মোট সম্পত্তির পরিমাণ কত? সঞ্জীব বিশ্বের অন্যতম ধনী রন্ধনশিল্পী হিসাবে বিবেচিত হন।

০৭ ১৭
How much Sanjeev Kapoor earns, all you need to know about Indian iconic chef

সঞ্জীবের জন্ম হরিয়ানার অম্বালায়। তিনি নয়াদিল্লির একটি খ্যাতনামী সংস্থা থেকে হোটেল ম্যানেজমেন্ট নিয়ে ডিপ্লোমা করেন।

০৮ ১৭
How much Sanjeev Kapoor earns, all you need to know about Indian iconic chef

১৯৮৪ সালে রন্ধনশিল্পী হিসাবে কর্মজীবন শুরু করেন সঞ্জীব। ১৯৯২ সালের অক্টোবরে অ্যালিওনা কপূরকে বিয়ে করেন তিনি।

০৯ ১৭
How much Sanjeev Kapoor earns, all you need to know about Indian iconic chef

১৯৯২ সালে সঞ্জীব মুম্বইয়ের অন্যতম জনপ্রিয় এক বিলাসবহুল হোটেলে প্রধান রন্ধনশিল্পী হিসাবে যোগ দেন। ধীরে ধীরে রন্ধনশিল্পী হিসাবে নাম ছড়িয়ে পড়ে তাঁর। এর পর পরই ওই বিখ্যাত টেলিভিশন শোয়ে যোগ দেন তিনি।

১০ ১৭
How much Sanjeev Kapoor earns, all you need to know about Indian iconic chef

দেশে এবং বিদেশে বেশ কয়েকটি রেস্তরাঁ রয়েছে সঞ্জীবের। তবে তিনি তাঁর প্রথম রেস্তরাঁ খুলেছিলেন দুবাইয়ে। ১৯৯৮ সালে চালু হওয়া রেস্তরাঁর বর্তমান বাজারমূল্য প্রায় ৮০০ কোটি টাকা।

১১ ১৭
How much Sanjeev Kapoor earns, all you need to know about Indian iconic chef

একটি জীবনযাপন (লাইফস্টাইল) চ্যানেলেরও মালিক সঞ্জীব।

১২ ১৭
How much Sanjeev Kapoor earns, all you need to know about Indian iconic chef

সঞ্জীব এমন একটি সংস্থারও মালিক, যা রান্নাঘরের প্রয়োজনীয় আসবাবপত্র বিক্রি করে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত বছর এই সংস্থার আনুমানিক আয় ছিল ৭০০ কোটি টাকা। সঞ্জীবের ওই সংস্থা বর্তমানে ১৪টি দেশে নিজেদের পণ্য বিক্রি করে।

১৩ ১৭
How much Sanjeev Kapoor earns, all you need to know about Indian iconic chef

সঞ্জীবের ব্যবসাগুলির প্রায় ৪০ শতাংশ বিদেশি বিনিয়োগের উপর দাঁড়িয়ে।

১৪ ১৭
How much Sanjeev Kapoor earns, all you need to know about Indian iconic chef

বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সঞ্জীবের মোট সম্পত্তির পরিমাণ হাজার কোটি টাকারও বেশি।

১৫ ১৭
How much Sanjeev Kapoor earns, all you need to know about Indian iconic chef

সঞ্জীব মাসে ৫০ কোটি টাকারও বেশি আয় করেন বলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

১৬ ১৭
How much Sanjeev Kapoor earns, all you need to know about Indian iconic chef

রন্ধনশিল্পে উল্লেখযোগ্য অবদানের জন্য ভারত সরকারের তরফে সঞ্জীবকে ২০১৭ সালে ‘পদ্মশ্রী’ দেওয়া হয়।

১৭ ১৭
How much Sanjeev Kapoor earns, all you need to know about Indian iconic chef

২০১৭ সালে নয়াদিল্লিতে একসঙ্গে ৯১৮ কেজি খিচুড়ি রান্না করে গিনেসের বুকেও নাম তুলেছেন ভারতের এই বৈগ্রহিক রন্ধনশিল্পী।

—ফাইল চিত্র।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy