How much Popular Indian Singers charge for a song dgtl
Arijit Singh
Indian Singers: অরিজিৎ থেকে সুনিধি, শ্রেয়া... এক একটি গান গাইতে কত পারিশ্রমিক নেন এই সঙ্গীতশিল্পীরা
শুধু কথা নয়, গান জনপ্রিয় হওয়ার পিছনে কে সেই গান গাইছেন তা-ও যথেষ্ট গুরুত্বপূর্ণ। গান ‘হিট’ করানোর জন্য নেপথ্যগায়কের অবদান অনস্বীকার্য।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৬ জুন ২০২২ ১৪:১৬
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৪
বলিউড সিনেমা বক্স অফিসে সফল হওয়ার অন্যতম কারণ সেই সিনেমাগুলির নেপথ্য সঙ্গীত। যেমন ২০১৩ সালে মুক্তি পাওয়া সিনেমা আশিকি-২। গানগুলি এতই জনপ্রিয় হয়েছিল যে, এই সিনেমা দেশ জুড়ে সাড়া ফেলে দিয়েছিল।
০২১৪
শুধু কথা নয়, গান জনপ্রিয় হওয়ার পিছনে সেই গান কে গাইছেন তা-ও যথেষ্ট গুরুত্বপূর্ণ। গান ‘হিট’ করানোর জন্য নেপথ্যগায়কের অবদান অনস্বীকার্য।
০৩১৪
মনের মতো নেপথ্যগায়ককে দিয়ে গান গাওয়াতে ভাল মতো গ্যাঁটের কড়ি খসাতে হয় প্রযোজকদের। আর এই নেপথ্যগায়কদের গান পিছু পারিশ্রমিক নির্ভর করে, সেই গায়ক বা গায়িকা কত জনপ্রিয় তার উপর।
০৪১৪
জেনে নিন ভারতের জনপ্রিয় নেপথ্যগায়ক বা গায়িকারা গান পিছু কত পারিশ্রমিক নেন।
০৫১৪
বলিউডে জনপ্রিয় সঙ্গীতশিল্পীদের মধ্যে প্রথমেই যাঁর নাম আসে তাঁর সুরের জাদুতে মোহিত সারা ভারতবর্ষ। তিনি অরিজিৎ সিংহ। মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থেকে উঠে আসা এই শিল্পী খুব শীঘ্রই জায়গা করে নিয়েছেন বলি-মহলে। রিয়্যালিটি শো থেকে কেরিয়ারের সূত্রপাত হলেও তিনিই এখন বলিউডের এক নম্বর গায়ক বলে একাংশের মত।
০৬১৪
ভক্তকূলের দাবি, তাঁর গাওয়া প্রেম এবং বিরহের গান চোখে জল এনে দেয়। তাঁর বহু শো-এ এই ঘটনা চাক্ষুষ করা গিয়েছে।
০৭১৪
অনেকের মতে অরিজিৎ নেপথ্যসঙ্গীতের রাজা। ৩৪ বছর বয়সি এই গায়ক নাকি গান পিছু ১৫ লক্ষ টাকা করে পারিশ্রমিক নেন।
০৮১৪
অরিজিৎ সিংহ বলিউডের নেপথ্যগায়ক হিসেব জনপ্রিয়তার শীর্ষে থাকেন, তা হলে তাঁর পরই এই তালিকায় জায়গা পাবেন গায়িকা নেহা কক্কর। অরিজিতের মতো নেহারও উত্থান রিয়্যালিটি শো-এর হাত ধরেই।
০৯১৪
নেহা কক্কর জানেন কী ভাবে শ্রোতাদের গানের মাধ্যমে মুগ্ধ করতে হয়। বর্তমানে বলিউডের সুপারহিট আইটেম নম্বরগুলির বেশির ভাগই নেহার গাওয়া। একটি গান গাইতে নেহা নাকি ১০ থেকে ১৫ লক্ষ টাকা পারিশ্রমিক নেন।
১০১৪
মূলত পঞ্জাবি গায়ক হিসেবে আত্মপ্রকাশ করলেও র্যাপ গানের মাধ্যমে বাদশা খুব তাড়াতাড়ি বলিপাড়ায় পাকাপাকি ভাবে জায়গা করে নিয়েছেন। বর্তমানে বলিউডের বেশির ভাগ আইটেম গানের পুরুষকণ্ঠ বাদশার। বলিউডের মূলধারার গানের বাইরে একটু অন্য ধরনের গান গাওয়ার জন্য জনপ্রিয় হয়ে ওঠেন বাদশা।
১১১৪
সূত্রের খবর, এক একটি গান গাইতে অরিজিৎ এবং নেহার থেকেও বেশি পারিশ্রমিক নেন বাদশা। গান পিছু বাদশা নাকি পারিশ্রমিক নেন প্রায় ২০ লক্ষ টাকা৷
১২১৪
বাদশার পরই জনপ্রিয়তার তুঙ্গে রয়েছেন আর এক পঞ্জাবি গায়ক গুরু রণধাওয়া। মূলত পঞ্জাবি গায়ক হিসেবে পরিচিত গুরু বলিপাড়াতেও গান গেয়ে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছেন। বাদশার মতোই বহু হিন্দি মিউজিক ভিডিয়োর গানেও গলা দিয়েছেন গুরু। প্রতি গানের জন্য গুরু নাকি প্রায় ১৫ লক্ষ করে পারিশ্রমিক নেন।
১৩১৪
বলিউড সঙ্গীত মহলে গায়িকা হিসেবে শ্রেয়া ঘোষাল প্রায় দু’দশক ধরে রাজ করছেন। শ্রেয়ার কণ্ঠ শ্রোতাদের মন ছুঁয়ে যায় বলেই ভক্তকুলের দাবি। তাঁর গাওয়া গানগুলি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছে। হিন্দি ছাড়াও শ্রেয়া একাধিক ভাষায় গান গেয়েছেন। নেপথ্যগায়িকা হিসেবে শ্রেয়া নাকি ২০ থেকে ২৫ লক্ষ টাকা পারিশ্রমিক নেন৷
১৪১৪
শ্রেয়ার পাশাপাশি বলিউডের জনপ্রিয় নেপথ্যগায়িকা হিসেবে উঠে আসে সুনিধি চৌহানের নাম। সুনিধির গলার তীক্ষ্ণতা অনেক দিন ধরেই তাঁর ভক্তকুলের মন জয় করে আসছে। বলি-মহলে গায়িকা হিসেবে শ্রেয়ারও আগে পা দিয়েছেন সুনিধি। সুনিধিও শ্রেয়ার মতো হিন্দি ছাড়া একাধিক আঞ্চলিক ভাষায় গান গেয়েছেন এবং তিনিও ভারতবর্ষের প্রতিটি রাজ্যেই গায়িকা হিসেবে জনপ্রিয়। এক একটি গান গাইতে তিনি প্রায় ১০ থেকে ১৫ লক্ষ টাকা পারিশ্রমিক নেন।