how many crores the cast of ‘KGF: Chapter 2’ was paid dgtl
KGF
KGF-2: কেউ এক কোটি, তো কেউ ২৭ কোটি! চোখ কপালে তুলবে ‘কেজিএফ ২’ তারকাদের পারিশ্রমিক
এই সিনেমায় দক্ষিণ ভারতীয় তারকাদের ভিড়ে দু’টি প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে বলিউডের সঞ্জয় দত্ত এবং রবিনা টন্ডনকেও।
নিজস্ব প্রতিবেদন
কলকাতাশেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২২ ১৫:৫৫
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৯
সম্প্রতি মুক্তি পেয়েছে প্রশান্ত নীল পরিচালিত এবং দক্ষিণ ভারতীয় অভিনেতা যশ অভিনীত কেজিএফ-২ ছবিটি।
০২১৯
২০১৮ সালে এই সিনেমার প্রথম পর্ব কেজিএফ-১ মুক্তি পেয়েছিল। এই সিনেমার সাফল্যের পর থেকেই, এর দ্বিতীয় পর্বের মুক্তির অপেক্ষায় দিন গুনছিলেন দর্শকেরা।
০৩১৯
১০০ কোটি টাকা বাজেটের ছবি কেজিএফ-২ ইতিমধ্যেই বক্স অফিস থেকে ৭৮০ কোটি টাকা তুলে নিয়েছে।
০৪১৯
এই বছরের অন্যতম সফল ছবি হিসেবেও পরিচিতি পেয়েছে এই ছবি। পাশাপাশি কেজিএফ-২ এখনও রমরমিয়ে ব্যবসা করে চলেছে সিনেমা হলগুলিতে। অনেক বক্স অফিস রেকর্ডও ভেঙেছে এই সিনেমা।
০৫১৯
এই সিনেমায় দক্ষিণ ভারতীয় তারকাদের ভিড়ে দু’টি প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে বলিউডের সঞ্জয় দত্ত এবং রবিনা টন্ডনকেও।
০৬১৯
যশ, সঞ্জয় এবং রবিনা ছাড়াও এই সিনেমায় প্রধান ভূমিকায় রয়েছেন অভিনেত্রী শ্রীনিধি শেট্টি এবং অভিনেতা প্রকাশ রাজ।
০৭১৯
যশের বিপরীতে নায়িকা হিসেবে অভিনয় করেছেন শ্রীনিধি। অন্য দিকে, প্রকাশ অভিনয় করেছেন গল্পের কথক হিসেবে।
০৮১৯
কেজিএফ-২ সিনেমায় সঞ্জয় অভিনয় করেছেন গল্পের মূল খলনায়ক ‘অধিরা’র চরিত্রে। গল্পে দেশের প্রধানমন্ত্রী ‘রামিকা সেন’এর ভূমিকায় রবিনা।
০৯১৯
এই সিনেমা বক্স অফিস থেকে বিপুল অর্থ তুলেছে ঠিকই, তবে এই ছবিকে সাফল্যের শিখরে যাঁরা পৌঁছে দিয়েছেন তাঁরা কত পারিশ্রমিক পেলেন, তা জানেন কি?
১০১৯
একটি সূত্র বলছে, এই সিনেমার মূল চরিত্র ‘রকি ভাই’-এর ভূমিকায় অভিনয় করতে যশ ২৫ থেকে ২৭ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন।
১১১৯
পারিশ্রমিকের অঙ্কের নিরিখে নেহাতই পিছিয়ে নেই ‘অধিরা’ সঞ্জয়ও। সঞ্জয় এই সিনেমা করতে প্রায় ৯ থেকে ১১ কোটি টাকা নিয়েছেন বলেই কানাঘুষো শোনা গিয়েছে।
১২১৯
ছবিতে প্রধানমন্ত্রী ‘রামিকা সেন’-এর ভূমিকায় অভিনয় করার জন্য প্রায় ২ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন বলিউডের এক সময়ের সামনের সারির নায়িকা রবিনা।
১৩১৯
সিনেমা জগৎ থেকে সাময়িক সময়ের জন্য বিরতি নিলেও রবিনা আবার ওয়েব সিরিজ এবং সিনেমা করে নতুন করে আত্মপ্রকাশ করছেন।
১৪১৯
‘রকি ভাই’-এর স্ত্রী ‘রিনা দেশাই’-এর চরিত্রে অভিনয় করা অভিনেত্রী শ্রীনিধি এই ছবির জন্য প্রায় ৪ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন।
১৫১৯
বেশিরভাগ দক্ষিণ ভারতীয় সিনেমাতে খলনায়কের চরিত্রে অভিনয় করলেও এই সিনেমায় প্রকাশ অভিনয় করেছেন ‘বিজেন্দর ইঙ্গালাগি’ নামে এক চরিত্রে।
১৬১৯
এই সিনেমায় তাঁর মুখেই শোনা গিয়েছে রকি ভাইয়ের উত্থানপতনের কাহিনি। আর এই ভূমিকায় অভিনয় করার জন্য তিনি পারিশ্রমিক পেয়েছেন প্রায় ৮৫ লক্ষ টাকা।
১৭১৯
এত জনপ্রিয় হয়ে ওঠা এই সিনেমার পরিচালক প্রশান্ত। এই গল্পের লেখকও তিনি নিজেই। কিন্তু এই সিনেমাটি করতে প্রযোজকদের থেকে তিনি কত টাকা নিয়েছেন?
১৮১৯
প্রশান্ত এই সিনেমাটি করতে প্রযোজকদের থেকে ১৫ থেকে ২০ কোটি টাকা নিয়েছেন। এমনটাই শোনা গিয়েছে গোপন সূত্রে।
১৯১৯
প্রশান্ত ইতিমধ্যেই হাত লাগিয়েছেন তাঁর পরবর্তী সিনেমা ‘সালার’-এর শুটিঙে। প্রভাস অভিনীত এই সিনেমার ২০২৩ সালে মুক্তি পাওয়ার কথা।