মুহুর্মুহু রকেট হামলা, গুলি, মর্টারের শব্দে গত শনিবার থেকে ভরে উঠেছে ইজ়রায়েল এবং প্যালেস্টাইনের আকাশ-বাতাস। শনিবার থেকে যুদ্ধে জড়িয়েছে দুই পক্ষ। প্যালেস্তিনীয় সশস্ত্র বাহিনী হামাসই শনিবার প্রথম আঘাত হানে ইজ়রায়েলে। আকাশ, স্থল এবং জলপথে হামলা চালানোর পাশাপাশি পাঁচ হাজারের বেশি রকেট হামলা চালায় ইজ়রায়েলে। তিন দিন কেটে গেলেও যুদ্ধ থামার কোনও নাম নেই। পরিস্থিতি আরও ভয়ঙ্কর আকার নিচ্ছে।
হামলার জোরদার জবাব দিচ্ছে ইজ়রায়েলও। পুরো গাজ়া ভূখণ্ডকে অবরুদ্ধ করে ফেলে চার দিক থেকে হামলা চালাচ্ছে তারা। হামাসের গোপন ডেরাগুলি চিহ্নিত করে একের পর এক রকেট এবং ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইজ়রায়েল। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “ওরা (হামাস) যুদ্ধ শুরু করেছে। শেষ করে ছাড়ব আমরা।” সব মিলিয়ে এই লড়াইয়ে গত তিন দিনে দেড় হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। বহু মানুষ আহত।