Highest Paid Influencers of Social media and their income dgtl
Highest Paid Influencers
কারও মোট সম্পত্তি ৮০ কোটি, কারও ৫৮ কোটি! ঠাটেবাটে বলি তারকাদের থেকে কম যান না তাঁরা
বর্তমানে সেই চ্যানেল শুধু শরীরচর্চায় সীমাবদ্ধ নেই। সেই চ্যানেলে এখন বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞদের সাক্ষাৎকার নিতে দেখা যায় তাঁকে।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৯ মার্চ ২০২৩ ০৯:১৬
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৭
বর্তমানে তরুণ প্রজন্মের অনেকেই ইনস্টাগ্রামে ছবি ভিডিয়ো দেখে সময় কাটাতে পছন্দ করেন। ইউটিউব বা ফেসবুকের মতো সমাজমাধ্যমের ক্ষেত্রেও তাই। কিছু প্রভাবীদের কারণে, প্রয়োজনের চেয়ে বেশি সময় সমাজমাধ্যমে ব্যয় করে তরুণ প্রজন্ম।
০২১৭
আর এই সব প্রভাবী যে সে কেউ নন। তাঁরা রীতিমতো জনপ্রিয়। আয় থেকে বিলাসবহুল জীবনযাপন, সেলিব্রিটিদের থেকে কোনও অংশে কম যান না তাঁরাও। এক নজরে দেখে নেওয়া যাক দেশের সব থেকে বেশি আয় করা প্রভাবীদের।
০৩১৭
সমাজমাধ্যমে প্রভাবী হিসাবে প্রাজক্তা কোলি এক জন অতি পরিচিত মুখ। এই ইউটিউবার পরিচিত ‘মোস্টলিসেন’ নামে একটি ইউটিউব চ্যানেলের সুবাদে।
০৪১৭
২০২৩ সালের হিসাব অনুযায়ী, প্রাজক্তা কোলির আনুমানিক মোট সম্পত্তি ১৬ কোটি টাকা।
০৫১৭
ইউটিউব থেকে প্রাজক্তার মাসিক আয় প্রায় ৪০ লক্ষ টাকা। অর্থাৎ, সমাজমাধ্যমে প্রভাব বিস্তার করে বছরে ৪ কোটি টাকা উপার্জন করেন তিনি।
০৬১৭
প্রাজক্তার পরই প্রভাবী হিসাবে নাম আসে কুশা কপিলা। সমাজমাধ্যমে তিনি বেশি পরিচিত ‘সাউথ দিল্লি গার্ল’ নামে।
০৭১৭
সমাজমাধ্যমে তাঁর ‘সাউথ দিল্লি গার্ল’ চরিত্রের জন্য তাঁর জনপ্রিয়তা আকাশ ছুঁয়েছে। চলতি বছরের হিসাব অনুযায়ী, কুশার আনুমানিক মোট সম্পত্তির পরিমাণ ২০ কোটি টাকা।
০৮১৭
কুশাকে আয়ে টক্কর দিয়েছেন ইউটিউবার রণবীর এলাহবাদিয়া। তবে ইউটিউবের পাশাপাশি ইনস্টাগ্রামেও রণবীর সমান জনপ্রিয়।
০৯১৭
মূলত শরীরচর্চা সংক্রান্ত বিষয়ে বিভিন্ন তথ্য ভাগ করে নেওয়ার জন্য রণবীর ‘বিয়ার বাইসেপস’ নামে একটি ইউটিউব চ্যানেল খুলেছিলেন। তবে বর্তমানে সেই চ্যানেল শুধু শরীরচর্চায় সীমাবদ্ধ নেই। সেই চ্যানেলে এখন বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞদের সাক্ষাৎকার নিতে দেখা যায় তাঁকে।
১০১৭
রণবীরের আনুমানিক মোট সম্পত্তির পরিমাণ ৫৮ কোটি টাকা। মাসিক আয় ৩৫ লক্ষ টাকারও বেশি।
১১১৭
‘ক্যারিমিনাতি’ ওরফে অজয় নাগরকে কে না চেনেন! ভারতের সব থেকে বেশি পারিশ্রমিক পাওয়া প্রভাবীদের মধ্যে অজয় অন্যতম।
১২১৭
শুধুমাত্র ইউটিউব বিজ্ঞাপন থেকেই নাকি মাসে ২০ লক্ষ টাকা আয় করেন অজয়। মাসে স্পনসরদের থেকে প্রাপ্ত আয়ও ১৫ থেকে ২৫ লক্ষ টাকা। সব মিলিয়ে মাসিক আয় ৬০ থেকে ৭০ লক্ষ টাকা। মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৮০ কোটি।
১৩১৭
ইউটিউবে অজয়ের চ্যানেলের অনুরাগীর সংখ্যা প্রায় ৪ কোটি। তাঁর চ্যানেলে পোস্ট করা ভিডিয়োর সংখ্যা ১৮২।
১৪১৭
জনপ্রিয় ভারতীয় ইনস্টাগ্রাম প্রভাবী বলতে যাঁদের কথা প্রথমেই মাথায় আসবে, তিনি হলেন আশনা শ্রফ।
১৫১৭
ইনস্টাগ্রামে আশনার অনুরাগীর সংখ্যা ৯ লক্ষ ৬৯ হাজার। নিজের অ্যাকাউন্ট থেকে অন্য কোনও সংস্থার হয়ে প্রচার করার জন্য পোস্ট পিছু ২.৬৫ লক্ষ টাকা করে নেন তিনি। আশনার আনুমানিক মোট সম্পত্তির পরিমাণ ৩৭ কোটি টাকা।
১৬১৭
আশনার পাশাপাশি ইনস্টাগ্রাম প্রভাবী হিসাবে নাম আসে কৃত্তিকা খুরানারও। কৃত্তিকা ইনস্টাতে পরিচিত ‘বোহো গার্ল’ নামে।
১৭১৭
ইনস্টাগ্রামে তাঁর অনুরাগীর সংখ্যা ১৭ লক্ষ। কৃত্তিকার অনুরাগীর সংখ্যা আশনার থেকে বেশি হলেও তাঁর আয় কিন্তু আশনার থেকে কম। প্রতিটি পোস্টের জন্য এক লক্ষ টাকা করে নেন কৃত্তিকা।