Advertisement
১৯ ডিসেম্বর ২০২৪
ICC ODI World Cup 2023

ক্রিকেট ‘ইতিহাসের’ অনন্য নজির, দৌড়ে এক বলে ২৮৬ রান নিয়েছিলেন দুই ব্যাটার!

ক্রিকেটের নিয়ম অনুযায়ী, বল যত ক্ষণ খেলার মধ্যে থাকবে, তত ক্ষণ দৌড়ে যত খুশি রান নিতে পারেন ব্যাটাররা।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০২৩ ১৬:২৬
Share: Save:
০১ ১৮
Highest how many runs taken by cricketers in 1 ball

ক্রিকেটে একটি বৈধ বলে সর্বোচ্চ কত রান নেওয়া যায়? ৩, ৪, ৫, ৬! ওভার বাউন্ডারি হলে ৬ রান আসে। ধারাভাষ্যকাররাও তাই মাঝেমধ্যেই ওভার বাউন্ডারিকে ‘ম্যাক্সিমাম’ আখ্যা দিয়ে থাকেন।

০২ ১৮
Highest how many runs taken by cricketers in 1 ball

একটি বৈধ ডেলিভারিতে ব্যাটাররা দৌড়ে সর্বোচ্চ কত রান নিতে পারেন? এ ক্ষেত্রে রয়েছে বেশ কিছু ধোঁয়াশা। আশ্চর্য কিছু নজিরও রয়েছে।

০৩ ১৮
Highest how many runs taken by cricketers in 1 ball

কিন্তু এক বলে সর্বোচ্চ রানের যে রেকর্ড রয়েছে, তা ক্রিকেটপ্রেমীদের তাজ্জব বানিয়ে দেওয়ার জন্য যথেষ্ট।

০৪ ১৮
Highest how many runs taken by cricketers in 1 ball

ক্রিকেটের নিয়ম অনুযায়ী, বল যত ক্ষণ খেলার মধ্যে থাকবে, তত ক্ষণ দৌড়ে যত খুশি রান নিতে পারেন ব্যাটাররা।

০৫ ১৮
Highest how many runs taken by cricketers in 1 ball

এ ক্ষেত্রে ক্রিকেটের সবচেয়ে কাছাকাছির ইতিহাস বলছে, ২০০৮ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে এক বলে ৮ রান নিয়েছিলেন অস্ট্রেলিয়ার অ্যান্ড্রু সাইমন্ডস।

০৬ ১৮
Highest how many runs taken by cricketers in 1 ball

ওই টেস্ট ম্যাচে চার রান এসেছিল দৌড়ে। সাইমন্ডস এবং মাইকেল ক্লার্ক দৌড়ে চার রান নেন। আর বাকি চার রান এসেছিল ওভার থ্রো থেকে।

০৭ ১৮
Highest how many runs taken by cricketers in 1 ball

তবে সাইমন্ডস একা নন। ১৯২৮-’২৯ মরসুমে ইংল্যান্ডের প্যাটি হেনড্রেন এবং ১৯৮০-’৮১ মরসুমে নিউজিল্যান্ডের জন রাইটও একই ভাবে এক বলে আট রান নিয়েছিলন। কিন্তু এর কোনওটিই এক বলে সব থেকে বেশি রান হওয়ার রেকর্ড নয়।

০৮ ১৮
Highest how many runs taken by cricketers in 1 ball

গিনেস বুক বলছে একটি বৈধ বলে সর্বোচ্চ রান নেওয়ার রেকর্ডটি রয়েছে অস্ট্রেলিয়ার একটি ক্লাবের। গ্যারি চ্যাপম্যান নামের এক ব্যাটার এই রান করেছিলেন।

০৯ ১৮
Highest how many runs taken by cricketers in 1 ball

১৯৯২ সালের ওই ম্যাচে মাঠের লম্বা ঘাসে বল হারিয়ে যায়। ফলে ব্যাটাররা শুধুমাত্র দৌড়ে ১৭ রান নিয়েছিলেন। তবে এটিও নাকি ১ বলে নেওয়া সব থেকে বেশি রান নয়।

১০ ১৮
Highest how many runs taken by cricketers in 1 ball

এক বলে সর্বোচ্চ রানের ক্ষেত্রে বহু বছরের পুরনো একটি গল্প প্রচলিত রয়েছে। যেখানে ব্যাটাররা ১ বলে ৫-১০ রান নয়, ২৮৬ রান নিয়েছিলেন!

১১ ১৮
Highest how many runs taken by cricketers in 1 ball

ব্রিটেনের পত্রিকা ‘পল মল গেজেট’-এর এক প্রতিবেদন অনুযায়ী ১৮৯৪ সালের ১৫ জানুয়ারি ক্রিকেটের ইতিহাসে এই আশ্চর্য ঘটনা ঘটেছিল।

১২ ১৮
Highest how many runs taken by cricketers in 1 ball

ওই প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ অস্ট্রেলিয়ার বানবারিতে ভিক্টোরিয়া একাদশ বনাম স্ক্র্যাচ একাদশের খেলা হয়েছিল ওই দিন। আর এই অনন্য নজির নাকি গড়েছিলেন ভিক্টোরিয়া একাদশের ব্যাটাররা।

১৩ ১৮
Highest how many runs taken by cricketers in 1 ball

অস্ট্রেলিয়ান লিগের ওই ম্যাচে ভিক্টোরিয়া একাদশের এক ব্যাটারের একটি শটে বল মাঠের ভিতরে থাকা একটি গাছে উঠে যায়।

১৪ ১৮
Highest how many runs taken by cricketers in 1 ball

ফিল্ডাররা বল হারিয়ে যাওয়ার আবেদন করলেও আম্পায়াররা তা নাকচ করে দেন। কারণ বলটি স্পষ্ট দেখা যাচ্ছিল।

১৫ ১৮
Highest how many runs taken by cricketers in 1 ball

কী ভাবে বল পাড়া যায় তা নিয়ে যখন ফিল্ডাররা ব্যস্ত, ব্যাটাররাও তখন নাকি রান নিতে ব্যস্ত ছিলেন।

১৬ ১৮
Highest how many runs taken by cricketers in 1 ball

মগডাল থেকে বল পাড়তে গাছ কাটার সিদ্ধান্তও নাকি নেওয়া হয়েছিল। কিন্তু কুড়ুল পাওয়া যায়নি। অন্য দিকে ব্যাটাররা দৌড়েই যাচ্ছিলেন! অবশেষে একটি রাইফেল থেকে গুলি ছুড়ে যখন বল গাছ থেকে নামানো হল, তখন স্কোরবোর্ডের দিকে তাকিয়ে সবাই থ’।

১৭ ১৮
Highest how many runs taken by cricketers in 1 ball

দেখা যায়, ব্যাটাররা দৌ়ড়ে ২৮৬ রান নিয়ে ফেলেছেন! তবে ওই একটি পত্রিকার প্রতিবেদন ছাড়া এই ঘটনা আদৌ ঘটেছিল কি না তার কোনও প্রমাণ্য নথি নেই।

১৮ ১৮
Highest how many runs taken by cricketers in 1 ball

এই মুহূর্তে চলছে ক্রিকেট বিশ্বকাপ। ৯টি ম্যাচের ৯টিতেই জিতে সেমিফাইনালে পৌঁছে গিয়েছে রোহিত-বিরাটদের দল। ছিটকে গিয়েছে পাকিস্তান-বাংলাদেশ। ১৯ তারিখ বিশ্বকাপের ফাইনাল। কোন দেশের ক্রিকেট দলের মুখে শেষ হাসি ফোটে, তা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তামাম ক্রিকেটপ্রেমীরা।

—ফাইল চিত্র।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy