ভাইরা – ৫, দাদারা – ২। বিশ্বকাপ ক্রিকেটের ট্রফি ঘরে তোলার নিরিখে দাদাদের থেকে অনেকটাই এগিয়ে ভারতের ছোটরা। অনূর্ধ্ব-১৯ স্তরে পাঁচ বার চ্যাম্পিয়নের তকমা ছিনিয়ে নিয়েছে তাঁরা। বড়রা সেখানে বেশ পিছিয়ে। মাত্র দু’বার জয়ী। শনিবার অ্যান্টিগায় ইংল্যান্ডের বিরুদ্ধে রাজ বাওয়া-রবি কুমার-নিশান্ত সিন্ধুদের দাপটে পঞ্চম বার চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ২০০০ সালে কলম্বোয় শ্রীলঙ্কাকে হারিয়ে যে কীর্তি গড়েছিলেন মহম্মদ কইফ-যুবরাজ সিংহ-নীরজ পটেলরা। প্রথম বার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী সেই দলের সদস্যরা আজ কী করছেন?
২০০০ সালে ছোটদের বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক ছিলেন মহম্মদ কইফ। বিপক্ষকে কী ভাবে প্যাঁচে ফেলা যায়, সে ছক কষতে ঠান্ডা মাথার কইফ বেশ পটু। কলম্বোর ওই টুর্নামেন্টে সামনে থেকে দল পরিচালনা করেছিলেন। ফাইনালে ১৮ রান করলেও মিডল অর্ডারে নেমে গুরুত্বপূর্ণ ইনিংসও খেলেছিলেন। সঙ্গে ১০ ওভার হাত ঘুরিয়ে ৩১ রানে নেন জেহান মুবারকের উইকেট।