
ছোটবেলা থেকে অনেকের স্বপ্ন থাকে বিপুল সম্পদ হাতের মুঠোয় পাওয়ার। সেই সম্পদ করায়ত্ত করতে অনেকেই কঠোর পরিশ্রমে নিজেকে সঁপে দেন। আবার কেউ কেউ উত্তরাধিকার সূত্রেই ধনকুবেরের তালিকায় নাম তুলে ফেলেন। এঁদের মধ্যে কয়েক জনের বয়স খুবই কম। কৃতিত্ব, যোগ্যতা এবং কঠোর পরিশ্রম দিয়ে সবাইকে মুগ্ধ করার পাশাপাশি ধনীশ্রেষ্ঠদের তালিকায় নামও তুলেছেন তাঁরা। কারা রয়েছেন সেই তালিকায়?

তাঁদের বয়সি অন্যেরা যখন স্নাতকোত্তরের বার্ষিক পরীক্ষার তোড়জোড় করছেন বা স্নাতকের ডিগ্রি হাতে নিয়ে সবেমাত্র কাজের জগতে ঢুকেছেন কিংবা জীবনের লক্ষ্যই স্থির করে উঠতে পারেননি, তখন সবেমাত্র আঠেরোর দোরগোড়া পেরিয়েই তাঁরা নজির গড়ে ফেলেছেন। স্ব-স্ব ক্ষেত্রে বিশাল সাম্রাজ্য গড়ে তাক লাগিয়ে দিয়েছেন গোটা বিশ্বকে।