মেলা বন্ধের আর্জি নিয়ে প্রথম থেকেই সরব হয়েছিলেন সমাজকর্মীদের একাংশ। আবার অন্য অংশের বক্তব্য ছিল করোনা আবহে সবই যখন হয়েছে, বর্ষবরণ, বড়দিনের উৎসব বাদ যায়নি তখন পুণ্যার্থীরা কী দোষ করল? অনেকে এমন প্রশ্নও তুলেছিলেন, দেশে করোনার দ্বিতীয় ঢেউ চলাকালীন যখন কুম্ভমেলা বন্ধ করা হয়নি তখন গঙ্গাসাগরের জনসমাগমে কোপ কেন?