From Vidya Balan to John Abraham, Amitabh Bachchan to Shah Rukh Khan most educated actors in bollywood dgtl
Most Educated Actors in Bollywood
অমিতাভ থেকে শাহরুখ, বিদ্যা থেকে জন, শিক্ষাগত যোগ্যতায় এগিয়ে কোন বলি তারকারা?
বলিজগতে প্রথম সারির এমন বহু তারকা রয়েছেন যাঁরা শিক্ষাগত যোগ্যতার দিক থেকেও প্রথম সারিতে রয়েছেন। এই তালিকায় রয়েছে বিদ্যা বালন থেকে শুরু করে জন আব্রাহমের নামও।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতাশেষ আপডেট: ০৬ মার্চ ২০২৪ ০৯:৫৩
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১২৩
অমিতাভ বচ্চন থেকে শাহরুখ খান, অভিনয়জগতে সাফল্যের চূড়ায় পৌঁছেছেন অনেকেই। এঁদের অনেকে অভিনয়ের পাশাপাশি পড়াশোনাতেও তুখোড়। এই তালিকায় রয়েছে বিদ্যা বালন থেকে জন আব্রাহমের নামও।
০২২৩
নৈনিতালের একটি কলেজ থেকে স্নাতক স্তরের ডিগ্রি অর্জন করেন অমিতাভ। তার পর বিজ্ঞান এবং কলা বিভাগে ডিগ্রি অর্জনের জন্য দিল্লির বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। বলিপাড়া সূত্রে খবর, অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি থেকে সাম্মানিক ডক্টরেট উপাধিও লাভ করেছেন তিনি।
০৩২৩
বর্তমানে অভিনয়ের পাশাপাশি সঙ্গীতের দুনিয়ায় পা রেখেছেন বলি অভিনেত্রী পরিণীতি চোপড়া। পড়াশোনার সূত্রে ইংল্যান্ড চলে যান তিনি। অর্থনীতি, ব্যবসা এবং ফাইন্যান্স বিষয়ে তিন তিনটি স্নাতক ডিগ্রি অর্জন করেন পরিণীতি বলে বলিপাড়ায় খবর।
০৪২৩
২০০৯ সালে ইংল্যান্ড থেকে ভারতে ফিরে আসেন পরিণীতি। মুম্বইয়ে যশরাজ ফিল্মস সংস্থায় পাবলিক রিলেশন কনসালট্যান্ট হিসাবে কিছু দিন কাজ করেন তিনি। তার পর অভিনয়জগতে আত্মপ্রকাশ করেন।
০৫২৩
‘ভিকি ডনর’ ছবির মাধ্যমে বলিপাড়ায় পা রাখেন আয়ুষ্মান খুরানা। এই মুহূর্তে বলিউডে যে অভিনেতারা রয়েছেন তাঁদের মধ্যে শিক্ষাগত যোগ্যতার দিক থেকে প্রথম সারিতে রয়েছে আয়ুষ্মানের নাম।
০৬২৩
বলিপাড়া সূত্রে খবর, চণ্ডীগড়ের একটি কলেজ থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ডিগ্রি অর্জন করেন আয়ুষ্মান। পরে পঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপন নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন তিনি।
০৭২৩
শৈশব থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ বিদ্যা বালনের। বলিপাড়ায় কানাঘুষো শোনা যায়, বিদ্যার বাবা-মা চেয়েছিলেন পড়াশোনা শেষ করে তবেই অভিনয়জগতে পা রাখুক তাঁদের কন্যা।
০৮২৩
বলিপাড়া সূত্রে খবর, সমাজবিজ্ঞান নিয়ে স্নাতক স্তরের পড়াশোনা শেষ করে মুম্বই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন বিদ্যা।
০৯২৩
২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘জিসম’ ছবির মাধ্যমে বলিপাড়ায় আত্মপ্রকাশ জন আব্রাহমের। অভিনয়ে নামার আগে মডেলিংজগতে নিজের পরিচিতি গড়ে তোলেন জন।
১০২৩
বলিপাড়া সূত্রে খবর, অর্থনীতি নিয়ে স্নাতক ডিগ্রি অর্জন করার পর মুম্বইয়ের একটি কলেজ থেকে এমবিএ করেন জন।
১১২৩
বলি অভিনেতা সইফ আলি খান এবং বলি অভিনেত্রী অমৃতা সিংহের কন্যা সারা আলি খান। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘কেদারনাথ’ ছবির হাত ধরে অভিনয়জগতে যাত্রা শুরু সারার।
১২২৩
বলিপাড়া সূত্রে খবর, নিউ ইয়র্কের একটি কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান এবং ইতিহাসে স্নাতক ডিগ্রি অর্জন করেন সারা।
১৩২৩
বলিউডের অ্যাকশন ডিরেক্টর শাম কৌশলের পুত্র ভিকি কৌশল। ইতিমধ্যেই বলিপাড়ার সর্বোচ্চ উপার্জনকারী অভিনেতাদের তালিকায় নাম লিখিয়েছেন ভিকি।
১৪২৩
বলিপাড়া সূত্রে খবর, ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন ভিকি। পড়া শেষ করার পর একাধিক হিন্দি ছবিতে ছোটখাটো চরিত্রে অভিনয় করেছেন তিনি।
১৫২৩
বলিপাড়ার খ্যাতনামী ছবিনির্মাতা অনুরাগ কাশ্যপের সহকারী হিসাবে ‘গ্যাংস অফ ওয়াসেপুর’ ছবিতে কাজ করেন ভিকি। ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘মাসান’ ছবিতে অভিনয় করে রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন তিনি।
১৬২৩
অভিনেত্রী শর্মিলা ঠাকুরের কন্যা সোহা আলি খান। ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘দিল মাঙ্গে মোর’ ছবির মাধ্যমে বলিপাড়ায় আত্মপ্রকাশ করেন তিনি।
১৭২৩
বলিপাড়া সূত্রে খবর, আধুনিক যুগের ইতিহাস নিয়ে ইংল্যান্ডে পড়াশোনা করেছেন সোহা। ইন্টারন্যাশনাল রিলেশনস নিয়ে লন্ডনের একটি কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি।
১৮২৩
ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করার পর দু’টি সংস্থার তরফে চাকরির প্রস্তাব পান বলি অভিনেত্রী কৃতি শ্যানন। কিন্তু চাকরি না করে ফ্যাশনজগতে পা রাখেন তিনি।
১৯২৩
বলিপাড়া সূত্রে খবর, ছোটবেলায় অভিনয় নিয়ে কেরিয়ার গড়বেন তা ভাবেননি কৃতি। পড়াশোনা নিয়েই পেশাগত জীবনে এগিয়ে যেতে চেয়েছিলেন তিনি। ২০১৪ সালে ‘হিরোপন্তি’ ছবির মাধ্যমে বলিপাড়ায় আত্মপ্রকাশ করেন কৃতি।
২০২৩
বলি অভিনেতা রণদীপ হুডার বাবা এবং দিদি দু’জনেই পেশায় চিকিৎসক। বাবার পদাঙ্ক অনুসরণ করে চিকিৎসক হতে চাইতেন রণদীপও।
২১২৩
দিল্লির স্কুল থেকে পড়াশোনা শেষ করে উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়া চলে যান রণদীপ। মার্কেটিং নিয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি। তার পর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এবং বিজনেস ম্যানেজমেন্ট, এই দু’টি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন অভিনেতা।
২২২৩
দিল্লির স্কুল থেকে পড়াশোনা শেষ করার পর সেখানকার একটি কলেজ থেকে অর্থনীতি নিয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন বলিপাড়ার ‘কিং অফ রোম্যান্স’ শাহরুখ খান।
২৩২৩
বলিপাড়া সূত্রে খবর, গণজ্ঞাপন নিয়ে পড়ার জন্য দিল্লির একটি কলেজে ভর্তি হন শাহরুখ। কিন্তু অভিনয়ে নামবেন বলে মাঝপথে পড়াশোনা ছেড়ে দেন তিনি।