From Siddharth to Naga Chaitanya, dating history of actress Samantha Ruth Prabhu dgtl
Samantha Ruth Prabhu Relationships
বলি নায়িকার স্বামী থেকে পরিচালক, সামান্থার প্রেমিকের তালিকায় নাগা ছাড়াও বহু নজরকাড়া নাম
নাগার সঙ্গে সামান্থার বিবাহবিচ্ছেদের পর তাঁদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কাটাছেঁড়া চলতে থাকে। সামান্থার অতীত নিয়েও আলোচনা শুরু হয়। নাগার আগে নাকি আরও এক দক্ষিণী অভিনেতার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন সামান্থা।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৪ ১৩:১০
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১২১
বুধবার দক্ষিণী নায়িকা শোভিতা ধুলিপালাকে বিয়ে করেছেন দক্ষিণী ফিল্মজগতের তারকা নাগা চৈতন্য। নাগা এবং শোভিতার বিয়ে প্রসঙ্গে চর্চা শুরু হয়েছে দক্ষিণের খ্যাতনামী অভিনেত্রী সামান্থা রুথ প্রভুকে নিয়ে। কারণ, তিনি নাগার প্রাক্তন স্ত্রী। নাগার সঙ্গে সামান্থার প্রেম, বিয়ে, বিচ্ছেদ নিয়ে আলোচনার পাশাপাশি আলোচনা শুরু হয়েছে নায়িকার ব্যক্তিগত জীবন নিয়েও।
০২২১
২০১০ সালে ‘ইয়ে মায়া চেসাভে’ নামের তেলুগু ছবির হাত ধরে অভিনয়জগতে কেরিয়ার শুরু করেন সামান্থা। সামান্থার কেরিয়ারের প্রথম নায়ক নাগা। এই ছবিতে নাগার বিপরীতেই অভিনয় করতে দেখা যায় সামান্থাকে। ছবির সেটেই প্রথম আলাপ হয় দু’জনের।
০৩২১
গুঞ্জন শোনা যায়, ‘ইয়ে মায়া চেসাভে’ ছবির শুটিংয়ের সময় নাগার সঙ্গে সামান্থার ভাল বন্ধুত্ব হয়ে যায়। তবে সেই সময় দু’জনেই নাকি অন্য সম্পর্কে ছিলেন। তবে সেই সম্পর্কগুলির স্থায়িত্ব বেশি দিনের ছিল না।
০৪২১
২০১৪ সালে ‘অটোনগর সূর্য’ ছবির শুটিংয়ের সময় নাগা এবং সামান্থার বন্ধুত্ব আরও গভীর হতে থাকে বলে শোনা যায়। ২০১৫ সাল নাগাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে একটি মিষ্টি বার্তা লিখে সমাজমাধ্যমে পোস্ট করেছিলেন সামান্থা। তার জবাবে মাখোমাখো উত্তর দেন নাগা। এই বিষয়টি নিয়ে সেই সময় আলোচনাও হয়।
০৫২১
একাধিক অনুষ্ঠানে নাগা এবং সামান্থাকে একসঙ্গে দেখা গেলেও গোড়ার দিকে দুই তারকাই মুখে কুলুপ এঁটেছিলেন। ২০১৬ সালে নাগার সঙ্গে সম্পর্কে থাকার খবরে শিলমোহর দিয়েছিলেন সামান্থা।
০৬২১
২০১৭ সালে আংটিবদল সেরে সেই বছরই ধুমধাম করে বিয়ে করেন নাগা এবং সামান্থা। তবে তাঁদের বিবাহিত জীবন দীর্ঘস্থায়ী ছিল না। চতুর্থ বিবাহবার্ষিকীর মাত্র চার দিন আগে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন দুই তারকা। ২০২১ সালের অক্টোবর মাসে সাংসারিক জীবনে ইতি টানেন দু’জনে।
০৭২১
নাগার সঙ্গে সামান্থার বিবাহবিচ্ছেদের পর তাঁদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কাটাছেঁড়া চলতে থাকে। সামান্থার অতীত নিয়েও আলোচনা শুরু হয়। নাগার আগে নাকি আরও এক দক্ষিণী অভিনেতার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন সামান্থা।
০৮২১
২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত তেলুগু ভাষার রোম্যান্টিক কমেডি ঘরানার ‘জবরদস্ত’ ছবিতে সামান্থার সঙ্গে জুটি বাঁধেন দক্ষিণী অভিনেতা সিদ্ধার্থ। কানাঘুষো শোনা যায়, ছবির শুটিং চলাকালীন দুই তারকার মধ্যে সম্পর্ক গভীর হয়।
০৯২১
পেশাগত সম্পর্কে আলাপ হলেও সামান্থা এবং সিদ্ধার্থের সম্পর্ক ব্যক্তিগত স্তরে বাঁধা পড়ে যায়। জনশ্রুতি, সিদ্ধার্থের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন সামান্থা। টানা দু’বছর সম্পর্কে ছিলেন দুই তারকা। কিন্তু তাঁদের সম্পর্ক খুব একটা মধুর ভাবে শেষ হয়নি।
১০২১
শোনা যায়, সামান্থা অন্য সহ-অভিনেতাদের সঙ্গে মেলামেশা করুন, তা পছন্দ ছিল না সিদ্ধার্থের। সামান্থার সঙ্গে নাকি এই বিষয় নিয়ে কথা কাটাকাটিও হত অভিনেতার।
১১২১
একাংশের দাবি, দীর্ঘ দিন সম্পর্কে থাকার পর নাকি সিদ্ধার্থকে বিয়ে করতে চেয়েছিলেন সামান্থা। কিন্তু অভিনেতাই নাকি নানা কারণে সেই আলোচনা এড়িয়ে যেতেন। বিয়ে নিয়ে বিশেষ আগ্রহ দেখাতেন না তিনি।
১২২১
শোনা যায়, সামান্থা এবং সিদ্ধার্থের সম্পর্কে ঢুকে পড়েন তৃতীয় ব্যক্তিও। ২০১৫ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় তামিল ছবি ‘এনাক্কুল ওরুভান’। এই ছবিতে সিদ্ধার্থের বিপরীতে অভিনয় করতে দেখা যায় কন্নড় অভিনেত্রী দীপা সান্নিধিকে। গুঞ্জন শোনা যায়, দীপার সঙ্গেই নাকি ঘনিষ্ঠ হয়ে পড়েছিলেন সিদ্ধার্থ।
১৩২১
অধিকাংশের দাবি, ‘এনাক্কুল ওরুভান’ ছবির শুটিং চলাকালীন সিদ্ধার্থ এবং দীপার মধ্যে বন্ধুত্ব হয়। নানা জায়গায় একসঙ্গে দেখা যায় দুই তারকাকে। শোনা যায়, সামান্থা এবং সিদ্ধার্থের সম্পর্কে তৃতীয় ব্যক্তি হয়ে পড়েছিলেন দীপা।
১৪২১
২০১৫ সালে সম্পর্কে ইতি টানেন সামান্থা এবং সিদ্ধার্থ। বিচ্ছেদের নেপথ্যে যে দীপা রয়েছেন তা নিয়ে চর্চাও শুরু হয়। বিচ্ছেদের পর মুখ খুলতে দেখা যায় সামান্থাকে। এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে পোস্ট করে সামান্থা লেখেন, ‘‘সম্পর্ক থেকে আমি শুধুই যন্ত্রণা পেয়েছি বলে অনেকে আলোচনা করছেন। কিন্তু তা সত্য নয়। সিদ্ধার্থ খুব ভাল মানুষ। যা হয়েছে তা সম্পূর্ণ ব্যক্তিগত। দয়া করে কোনও পক্ষ নেবেন না। থামুন।’’
১৫২১
এক পুরনো সাক্ষাৎকারে সিদ্ধার্থ এবং সামান্থার সম্পর্ক নিয়ে প্রশ্ন করে হলে দীপা বলেছিলেন, ‘‘সিদ্ধার্থের সঙ্গে আমার শুধুমাত্র পেশাগত সম্পর্ক ছিল। আমায় কাজ নিয়ে প্রচুর সাহায্য করেছে ও। ছবির প্রচারের সূত্রেই আমরা দেখা করেছি। ছবি সংক্রান্ত সমস্ত কাজ শেষ হয়ে যাওয়ার পর আমাদের আর দেখাই হয়নি।’’
১৬২১
সাক্ষাৎকারে দীপা আরও বলেছিলেন যে, ‘‘সিদ্ধার্থের সঙ্গে আমার এমন কোনও ঘনিষ্ঠতা ছিল না যেখানে আমরা একে অপরের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করব। এমনকি, সিদ্ধার্থ যে কোনও সম্পর্কে রয়েছে, তা-ই জানতাম না আমি। আমি সত্যিই বুঝতে পারছি না, আমার নাম কী ভাবে জড়িয়ে পড়ল।’’
১৭২১
বলিপাড়া সূত্রে খবর, ২০২১ সাল থেকে বলি অভিনেত্রী অদিতি রাও হায়দারির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন সিদ্ধার্থ। চলতি বছরেই গাঁটছড়া বেঁধেছেন দুই তারকা।
১৮২১
চলতি বছরের নভেম্বর মাসে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া রাজ এবং ডিকের পরিচালনায় ‘সিটাডেল: হানি বানি’ নামের ওয়েব সিরিজ়ে অভিনয় করতে দেখা যায় সামান্থাকে। শুধু তা-ই নয়, ২০২১ সালে রাজ-ডিকে পরিচালিত ‘দ্য ফ্যামিলি ম্যান’ দ্বিতীয় সিজ়নেও অভিনয় করেন সামান্থা।
১৯২১
‘রক্ত ব্রহ্মাণ্ড’ নামের একটি ছবিতে বলি অভিনেতা আদিত্য রায় কপূরের সঙ্গে অভিনয় করার কথা রয়েছে সামান্থার। সেই ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছেন রাজ-ডিকে। সামান্থার কেরিয়ারের রেখচিত্র দেখে দুইয়ে দুইয়ে চার করে ফেলেছেন বলিপাড়ার একাংশ।
২০২১
অধিকাংশের দাবি, নাগার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর নাকি রাজ-ডিকে জুটির রাজ নিদিমোরুর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন সামান্থা। তাই রাজের সঙ্গে অধিকাংশ কাজ করছেন তিনি।
২১২১
সম্পর্ক নিয়ে রাজ বা সামান্থা দু’জনের কেউই প্রকাশ্যে কিছু বলেননি। তবে একাংশের দাবি, রাজের সঙ্গে শুধুমাত্র পেশাগত সম্পর্ক রয়েছে সামান্থার। বাকি সমস্তই গুজব ছড়ানো হচ্ছে। প্রাক্তন স্বামী দ্বিতীয় বার বিয়ে করলেও আপাতত কেরিয়ার নিয়েই ব্যস্ত থাকতে চান সামান্থা।