Advertisement
১১ জানুয়ারি ২০২৫
Vikrant Massey Net worth

বিলাসবহুল ফ্ল্যাট থেকে দামি গাড়ি! সদ্য অবসর নেওয়া বিক্রান্তের সম্পত্তির তালিকায় আর কী?

বলিপাড়া সূত্রে খবর, বিক্রান্তের মোট সম্পত্তির পরিমাণ ২০ থেকে ২৫ কোটি টাকা। ধারাবাহিক থেকে হিন্দি ছবি, ওয়েব সিরিজ়ের পাশাপাশি বিজ্ঞাপনী প্রচারে অংশগ্রহণ করেও উপার্জন করেন বিক্রান্ত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৪ ১৩:০০
Share: Save:
০১ ১৪
Vikrant Massey

৩৭ বছর বয়সে স্বেচ্ছাবসর নিলেন বলি অভিনেতা বিক্রান্ত মাসে। ২০২৫ সালে শেষ বারের মতো বড় পর্দায় দেখা যাবে তাঁকে। রবিবার গভীর রাতে ইনস্টাগ্রামের পাতায় সেই খবরই জানিয়েছেন অভিনেতা। তার পর থেকে শুরু হয়েছে জল্পনা।

০২ ১৪
Vikrant Massey

অভিনয় ছেড়ে বিক্রান্ত কী নিয়ে কেরিয়ার গড়বেন তা নিয়ে আলোচনাও কম হচ্ছে না বলিপাড়ায়। বিক্রান্তের বিকল্প উপার্জনের উৎস কী হতে পারে তা নিয়েও বিতর্কের অন্ত নেই। সেই প্রসঙ্গেই আলোচনা শুরু হয়েছে অভিনেতার মোট সম্পত্তির পরিমাণ নিয়েও।

০৩ ১৪
Vikrant Massey

বলিপাড়া সূত্রে খবর, বিক্রান্তের মোট সম্পত্তির পরিমাণ ২০ থেকে ২৫ কোটি টাকা। ধারাবাহিক থেকে হিন্দি ছবি, ওয়েব সিরিজ়ের পাশাপাশি বিজ্ঞাপনী প্রচারে অংশগ্রহণ করে উপার্জন করেছেন বিক্রান্ত।

০৪ ১৪
Vikrant Massey

ছোট পর্দায় ধারাবাহিকে অভিনয় করে কেরিয়ার শুরু করেছেন বিক্রান্ত। ২০১৩ সালে ‘লুটেরা’ ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করে বলিপাড়ায় কেরিয়ার শুরু করেছিলেন তিনি।

০৫ ১৪
Vikrant Massey

বলিপাড়ার অন্দরমহল সূত্রে খবর, প্রতিটি হিন্দি ছবিতে অভিনয় করতে প্রায় দেড় কোটি টাকা পারিশ্রমিক নেন বিক্রান্ত।

০৬ ১৪
Vikrant Massey

২০১৮ সালে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায় ‘ব্রোকেন বাট বিউটিফুল’ নামের একটি ওয়েব সিরিজ়। এই সিরিজ়ে বিক্রান্তের সঙ্গে অভিনয় করতে দেখা যায় অভিনেত্রী শীতল ঠাকুরকে। বলিপাড়ার গুঞ্জন, শুটিং চলাকালীন দুই তারকার বন্ধুত্ব গভীর হয় এবং সম্পর্কে জড়িয়ে পড়েন তাঁরা।

০৭ ১৪
Vikrant Massey

২০২০ সালে মুম্বই মাড আইল্যান্ডে একটি ফ্ল্যাট কেনেন বিক্রান্ত। সেই ফ্ল্যাট থেকে সমুদ্র যেন ঢিলছোড়া দূরত্বে। বিলাসবহুল সেই ফ্ল্যাটটি সুন্দর ভাবে সাজিয়েছেন বিক্রান্ত এবং শীতল।

০৮ ১৪
Vikrant Massey

বিক্রান্তের ফ্ল্যাট থেকে ১৮০ ডিগ্রি পাখির নজরে আরব সাগর দেখা যায়। অন্দরমহলের আসবাবপত্র থেকে শুরু করে দেওয়ালের চিত্রকলা— সব কিছুর মধ্যেই রয়েছে বোহেমিয়ান ছাপ। দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে সেগুলি কিনেছেন বিক্রান্ত এবং শীতল।

০৯ ১৪
Vikrant Massey

বিক্রান্তের গ্যারাজে রাখা নানা ধরনের দামি ব্র্যান্ডের বিলাসবহুল গাড়ি। গাড়ি সংগ্রহ করার শখও রয়েছে অভিনেতার। গ্যারাজে তাঁর গাড়ির সংগ্রহের দিকে তাকালে চমক লাগতে বাধ্য।

১০ ১৪
Vikrant Massey

১ কোটি ১৬ লক্ষ টাকা খরচ করে মার্সিডিজ বেন্‌জ় জিএলএস মডেলের একটি বিলাসবহুল গাড়ি কিনেছেন বিক্রান্ত।

১১ ১৪
Vikrant Massey

বিক্রান্তের সংগ্রহে রয়েছে ভলভো এস৯০ মডেলের একটি গাড়ি। এই গাড়িটির বাজারমূল্য ৬০ লক্ষ টাকা।

১২ ১৪
Vikrant Massey

বলিপাড়া সূত্রে খবর, সম্প্রতি আট লক্ষ টাকা খরচ করে মারুতি সুইফ্‌ট ডিজ়ায়ার মডেলের গাড়িও কিনেছেন বিক্রান্ত।

১৩ ১৪
Vikrant Massey

শুধু গাড়িই নয়, বিক্রান্তের শখ রয়েছে বাইকের প্রতিও। অভিনেতার গ্যারাজে দামি গাড়ির পাশাপাশি নজর কাড়ে দু’চাকার বাহনও।

১৪ ১৪
Vikrant Massey

বলিপাড়া সূত্রে জানা যায়, ১২ লক্ষ টাকা খরচ করে ডুকাটি মনস্টার মডেলের একটি বাইক কিনেছেন বিক্রান্ত।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy