ইকোনমিক টাইমস সূত্রে খবর, ওয়েব সিরিজ়ে প্রথম অভিনয় করা নিয়ে শুরুর দিকে ভয় পাচ্ছিলেন শাহিদ। ‘ফরজ়ি’র প্রচারে এসে অভিনেতা বলেন, ‘‘আমি সব সময় আলাদা কিছু করতে চেয়েছি। এখনও পর্যন্ত কোনও ছবিতে এমন চরিত্রে অভিনয় করার সুযোগ পায়নি আমি। ছবিতে যেমন ভাবে কাজ করা হয়, এই কাজটি তার থেকে অনেক আলাদা ছিল। প্রথম দিকে আমি একটু ভয় পেলেও উৎসাহও কম ছিল না আমার।’’