From Sai Pallavi to Manushi Chillar, Indian actors who are doctors by profession dgtl
Bollywood News
মানুষী, অদিতি থেকে সাই পল্লবী, বড় পর্দার কোন তারকারা পেশায় চিকিৎসক?
গায়ক থেকে অভিনেতা, সঞ্চালক থেকে দক্ষিণী ফিল্মজগতের অভিনেত্রী— অভিনয়জগতে খ্যাতি অর্জনকারী কোন তারকারা চিকিৎসাবিদ্যা নিয়ে পড়াশোনা করেছেন?
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতাশেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৪৩
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৬
খ্যাতি অর্জন অভিনয়জগতে। কিন্তু তাঁরা প্রত্যেকেই চিকিৎসক। তালিকায় রয়েছেন জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রীও। কারা রয়েছেন এই তালিকায়?
০২১৬
‘সোচ’, ‘পহেলি’, ‘দে দনা দন’-এর মতো বহু হিন্দি ছবিতে অভিনয় করে নজর কেড়েছেন অদিতি গোবিত্রিকর। হিন্দি ছবির পাশাপাশি মরাঠি এবং তেলুগু ছবিতেও অভিনয় করতে দেখা যায় তাঁকে।
০৩১৬
স্কুলের পড়াশোনা শেষ করার পর মুম্বইয়ের একটি কলেজে ভর্তি হন অদিতি। সেখান থেকে এমবিবিএস করেন তিনি। কলেজের পড়াশোনা শেষ করে মডেলিংজগতে কেরিয়ার শুরু করেন অদিতি। তার পর অভিনয়ে যাত্রা শুরু নায়িকার। বলিপাড়া সূত্রে খবর, অভিনয় ছেড়ে এখন আবার চিকিৎসাবিদ্যায় মন দিয়েছেন তিনি।
০৪১৬
মরাঠি থিয়েটারের পাশাপাশি হিন্দি এবং মরাঠি চলচ্চিত্রজগতের খ্যাতনামী অভিনেতা ছিলেন শ্রীরাম লাগু। পুণের একটি কলেজ থেকে এমবিবিএস এবং এমএস ডিগ্রি অর্জন করেছিলেন তিনি।
০৫১৬
মালয়ালম, তামিল এবং তেলুগু ভাষার ছবির জনপ্রিয় মুখ আজমল আমির। ইউক্রেনের ভিন্নিৎসিয়ার একটি কলেজ থেকে চিকিৎসা নিয়ে পড়াশোনা করেছেন তিনি।
০৬১৬
পুণের একটি কলেজ থেকে মনোবিদ্যায় এমবিবিএস এবং এমডি ডিগ্রি অর্জন করেছেন বড় পর্দার মগনলাল মেঘরাজ তথা মোহন আগাশে।
০৭১৬
গায়ক হিসাবে পরিচিতি পেলেও বর্তমানে অভিনেতা এবং সঞ্চালক হিসাবে কেরিয়ার গড়ে তুলেছেন মিয়াং চ্যাং।
০৮১৬
বলিপাড়া সূত্রে খবর, বেঙ্গালুরুর একটি কলেজ থেকে দন্তচিকিৎসা নিয়ে পড়াশোনা করেছেন মিয়াং।
০৯১৬
সৌন্দর্য প্রতিযোগিতার বিজয়ী হয়ে প্রচারে আসেন মানুষী চিল্লর। তার পর অভিনয়জগতে কেরিয়ার শুরু করেছেন তিনি।
১০১৬
বলিপাড়া সূত্রে জানা যায়, হরিয়ানার সোনিপাতের একটি কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেছেন মানুষী।
১১১৬
জনপ্রিয় ব্যান্ডের গায়ক। পাশাপাশি অভিনেতাও। তবে পেশায় চিকিৎসক পলাশ সেন।
১২১৬
বলিপাড়ার অন্দরমহল সূত্রে খবর, দিল্লির কলেজ থেকে অস্থি চিকিৎসা নিয়ে এমবিবিএস এবং এমএস ডিগ্রি অর্জন করেছেন পলাশ।
১৩১৬
মরাঠি ছবিতে অভিনয় করে পরিচিতি পেয়েছেন আশিস গোখেল। ২০২৩ সালে মু্ক্তিপ্রাপ্ত অজয় দেবগনের ‘ভোলা’ ছবিতেও অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে।
১৪১৬
পেশায় চিকিৎসক আশিস। মুম্বইয়ের বান্দ্রার একটি হাসপাতালে চিকিৎসা করেন তিনি।
১৫১৬
দক্ষিণী ফিল্মজগতের জনপ্রিয় অভিনেত্রীর তালিকায় প্রথম সারিতে নাম রয়েছে সাই পল্লবীর। চিকিৎসাবিদ্যা নিয়ে পড়াশোনা শেষ করার পর অভিনয়জগতে কেরিয়ার শুরু করেন তিনি।
১৬১৬
২০১৬ সালে জর্জিয়ার একটি কলেজ থেকে চিকিৎসা নিয়ে পড়াশোনা করেন সাই পল্লবী। ২০২০ সালে ত্রিচিতে ‘ফরেন মেডিক্যাল গ্র্যাজুয়েট এগ্জ়ামিনেশন' (এফএমজিই) দেন তিনি। তবে তিনি কখনও চিকিৎসা করেছেন বলে শোনা যায়নি।