Advertisement
২২ নভেম্বর ২০২৪
Bollywood News

মানুষী, অদিতি থেকে সাই পল্লবী, বড় পর্দার কোন তারকারা পেশায় চিকিৎসক?

গায়ক থেকে অভিনেতা, সঞ্চালক থেকে দক্ষিণী ফিল্মজগতের অভিনেত্রী— অভিনয়জগতে খ্যাতি অর্জনকারী কোন তারকারা চিকিৎসাবিদ্যা নিয়ে পড়াশোনা করেছেন?

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৪৩
Share: Save:
০১ ১৬
From Sai Pallavi to Manushi Chillar, Indian actors who are doctors by profession

খ্যাতি অর্জন অভিনয়জগতে। কিন্তু তাঁরা প্রত্যেকেই চিকিৎসক। তালিকায় রয়েছেন জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রীও। কারা রয়েছেন এই তালিকায়?

০২ ১৬
From Sai Pallavi to Manushi Chillar, Indian actors who are doctors by profession

‘সোচ’, ‘পহেলি’, ‘দে দনা দন’-এর মতো বহু হিন্দি ছবিতে অভিনয় করে নজর কেড়েছেন অদিতি গোবিত্রিকর। হিন্দি ছবির পাশাপাশি মরাঠি এবং তেলুগু ছবিতেও অভিনয় করতে দেখা যায় তাঁকে।

০৩ ১৬
From Sai Pallavi to Manushi Chillar, Indian actors who are doctors by profession

স্কুলের পড়াশোনা শেষ করার পর মুম্বইয়ের একটি কলেজে ভর্তি হন অদিতি। সেখান থেকে এমবিবিএস করেন তিনি। কলেজের পড়াশোনা শেষ করে মডেলিংজগতে কেরিয়ার শুরু করেন অদিতি। তার পর অভিনয়ে যাত্রা শুরু নায়িকার। বলিপাড়া সূত্রে খবর, অভিনয় ছেড়ে এখন আবার চিকিৎসাবিদ্যায় মন দিয়েছেন তিনি।

০৪ ১৬
From Sai Pallavi to Manushi Chillar, Indian actors who are doctors by profession

মরাঠি থিয়েটারের পাশাপাশি হিন্দি এবং মরাঠি চলচ্চিত্রজগতের খ্যাতনামী অভিনেতা ছিলেন শ্রীরাম লাগু। পুণের একটি কলেজ থেকে এমবিবিএস এবং এমএস ডিগ্রি অর্জন করেছিলেন তিনি।

০৫ ১৬
From Sai Pallavi to Manushi Chillar, Indian actors who are doctors by profession

মালয়ালম, তামিল এবং তেলুগু ভাষার ছবির জনপ্রিয় মুখ আজমল আমির। ইউক্রেনের ভিন্নিৎসিয়ার একটি কলেজ থেকে চিকিৎসা নিয়ে পড়াশোনা করেছেন তিনি।

০৬ ১৬
From Sai Pallavi to Manushi Chillar, Indian actors who are doctors by profession

পুণের একটি কলেজ থেকে মনোবিদ্যায় এমবিবিএস এবং এমডি ডিগ্রি অর্জন করেছেন বড় পর্দার মগনলাল মেঘরাজ তথা মোহন আগাশে।

০৭ ১৬
From Sai Pallavi to Manushi Chillar, Indian actors who are doctors by profession

গায়ক হিসাবে পরিচিতি পেলেও বর্তমানে অভিনেতা এবং সঞ্চালক হিসাবে কেরিয়ার গড়ে তুলেছেন মিয়াং চ্যাং।

০৮ ১৬
From Sai Pallavi to Manushi Chillar, Indian actors who are doctors by profession

বলিপাড়া সূত্রে খবর, বেঙ্গালুরুর একটি কলেজ থেকে দন্তচিকিৎসা নিয়ে পড়াশোনা করেছেন মিয়াং।

০৯ ১৬
From Sai Pallavi to Manushi Chillar, Indian actors who are doctors by profession

সৌন্দর্য প্রতিযোগিতার বিজয়ী হয়ে প্রচারে আসেন মানুষী চিল্লর। তার পর অভিনয়জগতে কেরিয়ার শুরু করেছেন তিনি।

১০ ১৬
From Sai Pallavi to Manushi Chillar, Indian actors who are doctors by profession

বলিপাড়া সূত্রে জানা যায়, হরিয়ানার সোনিপাতের একটি কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেছেন মানুষী।

১১ ১৬
From Sai Pallavi to Manushi Chillar, Indian actors who are doctors by profession

জনপ্রিয় ব্যান্ডের গায়ক। পাশাপাশি অভিনেতাও। তবে পেশায় চিকিৎসক পলাশ সেন।

১২ ১৬
From Sai Pallavi to Manushi Chillar, Indian actors who are doctors by profession

বলিপাড়ার অন্দরমহল সূত্রে খবর, দিল্লির কলেজ থেকে অস্থি চিকিৎসা নিয়ে এমবিবিএস এবং এমএস ডিগ্রি অর্জন করেছেন পলাশ।

১৩ ১৬
From Sai Pallavi to Manushi Chillar, Indian actors who are doctors by profession

মরাঠি ছবিতে অভিনয় করে পরিচিতি পেয়েছেন আশিস গোখেল। ২০২৩ সালে মু্ক্তিপ্রাপ্ত অজয় দেবগনের ‘ভোলা’ ছবিতেও অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে।

১৪ ১৬
From Sai Pallavi to Manushi Chillar, Indian actors who are doctors by profession

পেশায় চিকিৎসক আশিস। মুম্বইয়ের বান্দ্রার একটি হাসপাতালে চিকিৎসা করেন তিনি।

১৫ ১৬
From Sai Pallavi to Manushi Chillar, Indian actors who are doctors by profession

দক্ষিণী ফিল্মজগতের জনপ্রিয় অভিনেত্রীর তালিকায় প্রথম সারিতে নাম রয়েছে সাই পল্লবীর। চিকিৎসাবিদ্যা নিয়ে পড়াশোনা শেষ করার পর অভিনয়জগতে কেরিয়ার শুরু করেন তিনি।

১৬ ১৬
From Sai Pallavi to Manushi Chillar, Indian actors who are doctors by profession

২০১৬ সালে জর্জিয়ার একটি কলেজ থেকে চিকিৎসা নিয়ে পড়াশোনা করেন সাই পল্লবী। ২০২০ সালে ত্রিচিতে ‘ফরেন মেডিক্যাল গ্র্যাজুয়েট এগ্‌জ়ামিনেশন' (এফএমজিই) দেন তিনি। তবে তিনি কখনও চিকিৎসা করেছেন বলে শোনা যায়নি।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy