From Pooja Dadlani to Poonam Damania, meet the richest Bollywood celebrity managers dgtl
Bollywood Celebrity Manager Fees
কেউ পান তিন কোটি তো কেউ ন’কোটি! মাসে কত আয় করেন শাহরুখ-করিনাদের ম্যানেজারেরা?
শুধু শাহরুখের ম্যানেজারই নন, বলি তারকাদের ম্যানেজারদের মধ্যে উপার্জনের নিরিখে প্রথম সারিতে রয়েছেন প্রিয়ঙ্কা চোপড়া জোনাস, করিনা কপূর খানের ম্যানেজারেরাও।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২০ জুন ২০২৪ ১৩:১৪
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৮
সিনেমার প্রচার হোক বা ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারি— বলিউডের ‘কিং খান’ শাহরুখ খানের সর্বক্ষণের সঙ্গী তাঁর ম্যানেজার পূজা ডাডলানি। অভিনেতার জীবনযাপন থেকে ব্যবসা সংক্রান্ত যাবতীয় ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন পূজা।
০২১৮
বলিপাড়া সূত্রে খবর, বলি তারকাদের ম্যানেজারদের মধ্যে পারিশ্রমিকের দিক থেকে সকলের চেয়ে এগিয়ে রয়েছেন পূজা। শাহরুখের সঙ্গে তাঁর সুসম্পর্ক নিয়ে বলিপাড়ার সকলের মুখে মুখে প্রশংসা ঘোরে।
০৩১৮
শুধু শাহরুখের ম্যানেজারই নন, বলি তারকাদের ম্যানেজারদের মধ্যে উপার্জনের নিরিখে প্রথম সারিতে রয়েছেন প্রিয়ঙ্কা চোপড়া জোনাস , করিনা কপূর খানের ম্যানেজারেরাও। বছরে কোটি কোটি টাকা উপার্জন করেন তাঁরা।
০৪১৮
২০১২ সাল থেকে শাহরুখের ম্যানেজার হিসাবে কাজ করছেন পূজা। শুধুমাত্র সিনেমা সংক্রান্ত বিষয় নয়, প্রযোজনা সংস্থা থেকে শুরু করে আইপিএলের ব্যবসা সংক্রান্ত যাবতীয় দায়িত্ব সামলান পূজা।
০৫১৮
বলিপাড়া সূত্রে খবর, ম্যানেজার হিসাবে চাকরি করে শাহরুখের কাছ থেকে প্রতি মাসে ৬০ লক্ষ টাকা বেতন পান পূজা।
০৬১৮
২০২১ সালের রিপোর্ট অনুযায়ী, বছরে সাত থেকে ন’কোটি টাকা উপার্জন করেন পূজা।
০৭১৮
উপার্জনের নিরিখে পিছিয়ে নেই বলি অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া জোনাসের ম্যানেজার অঞ্জুলা আচারিয়াও। এখন বলিউডের চেয়ে হলিউডে বেশি দেখা যায় প্রিয়ঙ্কাকে। কানাঘুষো শোনা যায়, অঞ্জুলার অনুপ্রেরণায় হলিউডে কাজ করার সিদ্ধান্ত নিয়েছিলেন অভিনেত্রী।
০৮১৮
এক পুরনো সাক্ষাৎকারে অঞ্জুলা জানিয়েছিলেন যে, প্রিয়ঙ্কার সঙ্গে কাজ করা নিয়ে অনেকে আপত্তি করেছিলেন। কেউ কেউ আবার অঞ্জুলাকে সতর্কও করেছিলেন।
০৯১৮
অঞ্জুলা সাক্ষাৎকারে বলেছিলেন, ‘‘আমার এখনও মনে আছে, যখন আমি প্রিয়ঙ্কার সঙ্গে সবেমাত্র কাজ করা শুরু করেছি তখন অনেকে আমায় সতর্ক করেছিলেন। বিশেষ করে ভারতের অনেকেই প্রিয়ঙ্কাকে নিয়ে নেতিবাচক ধারণা পোষণ করতেন। আমার বন্ধু মণীশ গয়ালের নিউ ইয়র্কের বাড়িতে নৈশভোজ করতে গিয়েছিলাম। সেখানে হিন্দি ফিল্মজগতের বিশিষ্ট জনেরাও নিমন্ত্রিত ছিলেন। তাঁরা আমায় বলেছিলেন যে, আমি নাকি প্রিয়ঙ্কার সঙ্গে কাজ করে আমার সময় নষ্ট করছি। প্রিয়ঙ্কা নাকি আর কোনও দিন অভিনয় করতে পারবেন না। ওঁর সময় নাকি ফুরিয়ে গিয়েছে।’’
১০১৮
হিন্দি ছবি থেকে ইংরেজি গানের মিউজ়িক ভিডিয়ো, হলিউডের ছবি থেকে ওয়েব সিরিজ়ে অভিনয় করতে দেখা গিয়েছে প্রিয়ঙ্কাকে। বলিপাড়া সূত্রে খবর, বছরে ছ’কোটি টাকা উপার্জন করেন অঞ্জুলা।
১১১৮
হিসাব করে দেখা যায়, ম্যানেজার হিসাবে চাকরি করে প্রিয়ঙ্কার কাছ থেকে প্রতি মাসে ৫০ লক্ষ টাকা পারিশ্রমিক পান অঞ্জুলা।
১২১৮
তালিকায় রয়েছেন দুই প্রাক্তন ম্যানেজারও। বলি অভিনেত্রী করিনা কপূর খানের ম্যানেজার ছিলেন পুনম দামানিয়া। ১০ বছরেরও বেশি সময় ধরে করিনার ম্যানেজার ছিলেন তিনি। ১০ বছর পর নিজেকে সরিয়ে ফেলেন পুনম।
১৩১৮
বলিপাড়া সূত্রে খবর, করিনার সঙ্গে কাজ করার সময় পুনমের বার্ষিক আয় ছিল তিন কোটি টাকা।
১৪১৮
কর্মরতা থাকাকালীন প্রতি মাসে করিনার কাছ থেকে ২৫ লক্ষ টাকা পারিশ্রমিক পেতেন পুনম।
১৫১৮
সুসান রদ্রিগেজ় ছিলেন বলি অভিনেতা রণবীর সিংহের প্রাক্তন ম্যানেজার। সুসান যশরাজ ফিল্মস প্রযোজনা সংস্থার ‘ইন-হাউস’ ম্যানেজারও বটে।
১৬১৮
যশরাজ ফিল্মসের সঙ্গে রণবীরের পথ আলাদা হয়ে যাওয়ার পর অভিনেতার জীবনযাপন ব্যবস্থাপনার দায়িত্ব থেকেও সরে যান সুসান। বর্তমানে ‘ম্যানেজমেন্ট’-এর যাবতীয় দায়িত্ব রয়েছে একটি বিশেষ সংস্থার উপর।
১৭১৮
বলিপাড়া সূত্রে খবর, রণবীরের ম্যানেজার হিসাবে কাজ করে প্রতি মাসে প্রায় ১৬ লক্ষ টাকা বেতন পেতেন সুসান।
১৮১৮
রণবীরের সঙ্গে কাজ করার সময় বছর দু’কোটি টাকা পারিশ্রমিক পেতেন অভিনেতার প্রাক্তন ম্যানেজার সুসান।