কথায় আছে, ‘নামে কী আসে-যায়?’ কিন্তু নামে যে বিস্তর প্রভাব পড়ে তার প্রমাণ বলিপাড়ার তারকারা। বলিউডে এমন বহু তারকা রয়েছেন, যাঁরা অভিনয়জগতে কেরিয়ার শুরুর প্রাক্কালে অথবা জন্মের পর নিজেদের নাম পরিবর্তন করেছেন। অমিতাভ বচ্চন, সানি দেওল থেকে শুরু করে এই তালিকায় রয়েছেন হৃতিক রোশন, কিয়ারা আডবাণী এবং কার্তিক আরিয়ানের মতো তারকা।